জাতীয় পার্টির ইফতারে হট্টগোল-বিশৃঙ্খলা – ইউ এস বাংলা নিউজ




জাতীয় পার্টির ইফতারে হট্টগোল-বিশৃঙ্খলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ মার্চ, ২০২৫ | ৪:৫৪ 22 ভিউ
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের জন্মদিন উপলক্ষে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ইফতার মাহফিলে হট্টগোল-বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২০ মার্চ) কাকরাইলে এই ইফতার মাহফিলের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টি। ভেতরে সঙ্কুচিত দুটি কক্ষে অনুষ্ঠানে অংশ নেন কমপক্ষে ২০০ নেতাকর্মী। আরও ছিলেন ২০-২৫ জন সাংবাদিক। প্রধান অতিথি ছিলেন পার্টির চেয়ারম্যান জিএম কাদের। নির্ধারিত সময়ের ১৫ মিনিট পরও তিনি অনুষ্ঠান স্থলে পৌঁছাতে পারেননি। ইফতারের সময় অতিক্রম হয়ে গেলেও ইফতার না পেয়ে তখন কতিপয় নেতাকর্মী হৈচৈ ও হট্টগোল শুরু করে। এক পর্যায়ে মূল অনুষ্ঠানের অতিথিদের ইফতার না দিয়ে বাইরের লোকদের দেওয়া শুরু হয়। মঞ্চের অতিথিরাও তখন ইফতার পাননি। এ দৃশ্য দেখে চেঁচামেচি

করে গিয়ে মঞ্চে উপস্থিত জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নুসহ কয়েকজনের জন্য ইফতার আনেন ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সবুর আসুদ। তখন ঘড়ির কাটায় ৬টা ২০ মিনিট। যদিও সামনের সারিতে বসা সাংবাদিক এবং অন্য অতিথিরা তখনও ইফতার পাননি। এরই মধ্যে নেতাকর্মীদের ধাক্কাধাক্কি অতিক্রম করে ভেতরে প্রবেশ করলেন জি এম কাদের। একদিকে তিনি যখন কেক কাটছিলেন অন্যদিকে তখন ইফতার না পেয়ে নেতাকর্মীদের অসন্তোষ প্রকাশ করতে দেখা গেছে। আগত এক অতিথি বলেন, এমন পরিস্থিতিতে নেতারা সান্ত্বনা দেওয়ার মতো কোনও কথাও বলেননি। তাই অনেকে ক্ষোভে ইফতার না করেই বের হয়ে যান। এছাড়াও পুরো অনুষ্ঠানটিই ছিল বিশৃঙ্খলায় ভরা। কে আগে বা কে পরে বক্তব্য দেবেন এ

নিয়ে ঘোষকের এলোমেলো কর্মকাণ্ডও উপস্থিত অনেকের মধ্যে হাস্যরসের সৃষ্টি করে। অবশ্য অনুষ্ঠান শেষে এমন অব্যবস্থাপনার জন্য দুঃখ প্রকাশ করেন ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক মীর আব্দুস সবুর আসুদ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সবাই সবকিছু জানে তবু তদন্ত কমিটি নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভী গ্রেফতার পিএসএলের বাকি অংশ হবে আরব আমিরাতে পিএসএলের বাকি অংশ হবে আরব আমিরাতে ঈদুল আজহায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি ২১ মে ক্যাপস্টোন কোর্স নেতৃত্ব বিকাশে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে: সেনাপ্রধান চীনের তৈরি জে-১০ দিয়ে ভারতের দুটি বিমান ধ্বংস করেছে পাকিস্তান: রয়টার্স ভারতের ২৪টি বিমানবন্দর বেসামরিক সেবার জন্য বন্ধ ঘোষণা আমরা যখন আঘাত করব, পুরো বিশ্ব জানবে: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী ৪০ থেকে ৫০ জন ভারতীয় সেনা নিহত: পাকিস্তানের মন্ত্রী ক্যাথলিক চার্চের নতুন পোপ যুক্তরাষ্ট্রের রবার্ট প্রিভোস্ট ভারতকে ‘সিনেমা’ থেকে ‘বাস্তবে’ ফিরে আসতে বলল পাকিস্তান সাবেক রাষ্ট্রপতিকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা শিলাইদহ কুঠিবাড়িতে তিনদিনব্যাপী জাতীয় আয়োজনের উদ্বোধন নতুন বাংলাদেশে লালন ফকির ও হাসন রাজার অনুষ্ঠান জাতীয়ভাবে পালন করা উচিৎ ঃ মোস্তফা সরয়ার ফারুকী পুতিন কি ইউক্রেন ইস্যুতে ট্রাম্পকে নিয়ে খেলছেন? বেনজীরের মেয়ে তাহসিনের দুবাইয়ের ফ্ল্যাট জব্দ, ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ চট্টগ্রামে হচ্ছে মুক্ত বাণিজ্য অঞ্চল, এটি দেশের অর্থনীতির ‘গেম চেঞ্জার’ দ্রুত নির্বাচন দিলে দেশ রক্ষা পাবে: দুদু কী অভিমানে বাবা আমাকে ছেড়ে চলে গেল: এএসপি পলাশের মায়ের আহাজারি মূল্যস্ফীতি ৪-৫ শতাংশে নামানো যাবে কিভাবে, জানালেন গভর্নর