জাতীয় পার্টির ইফতারে হট্টগোল-বিশৃঙ্খলা – ইউ এস বাংলা নিউজ




জাতীয় পার্টির ইফতারে হট্টগোল-বিশৃঙ্খলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ মার্চ, ২০২৫ | ৪:৫৪ 7 ভিউ
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের জন্মদিন উপলক্ষে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ইফতার মাহফিলে হট্টগোল-বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২০ মার্চ) কাকরাইলে এই ইফতার মাহফিলের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টি। ভেতরে সঙ্কুচিত দুটি কক্ষে অনুষ্ঠানে অংশ নেন কমপক্ষে ২০০ নেতাকর্মী। আরও ছিলেন ২০-২৫ জন সাংবাদিক। প্রধান অতিথি ছিলেন পার্টির চেয়ারম্যান জিএম কাদের। নির্ধারিত সময়ের ১৫ মিনিট পরও তিনি অনুষ্ঠান স্থলে পৌঁছাতে পারেননি। ইফতারের সময় অতিক্রম হয়ে গেলেও ইফতার না পেয়ে তখন কতিপয় নেতাকর্মী হৈচৈ ও হট্টগোল শুরু করে। এক পর্যায়ে মূল অনুষ্ঠানের অতিথিদের ইফতার না দিয়ে বাইরের লোকদের দেওয়া শুরু হয়। মঞ্চের অতিথিরাও তখন ইফতার পাননি। এ দৃশ্য দেখে চেঁচামেচি

করে গিয়ে মঞ্চে উপস্থিত জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নুসহ কয়েকজনের জন্য ইফতার আনেন ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সবুর আসুদ। তখন ঘড়ির কাটায় ৬টা ২০ মিনিট। যদিও সামনের সারিতে বসা সাংবাদিক এবং অন্য অতিথিরা তখনও ইফতার পাননি। এরই মধ্যে নেতাকর্মীদের ধাক্কাধাক্কি অতিক্রম করে ভেতরে প্রবেশ করলেন জি এম কাদের। একদিকে তিনি যখন কেক কাটছিলেন অন্যদিকে তখন ইফতার না পেয়ে নেতাকর্মীদের অসন্তোষ প্রকাশ করতে দেখা গেছে। আগত এক অতিথি বলেন, এমন পরিস্থিতিতে নেতারা সান্ত্বনা দেওয়ার মতো কোনও কথাও বলেননি। তাই অনেকে ক্ষোভে ইফতার না করেই বের হয়ে যান। এছাড়াও পুরো অনুষ্ঠানটিই ছিল বিশৃঙ্খলায় ভরা। কে আগে বা কে পরে বক্তব্য দেবেন এ

নিয়ে ঘোষকের এলোমেলো কর্মকাণ্ডও উপস্থিত অনেকের মধ্যে হাস্যরসের সৃষ্টি করে। অবশ্য অনুষ্ঠান শেষে এমন অব্যবস্থাপনার জন্য দুঃখ প্রকাশ করেন ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক মীর আব্দুস সবুর আসুদ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আইপিএলের উদ্বোধনী দিন বৃষ্টিতে ভেসে যাবে না তো? আর মাত্র ৩৫ বছর, বিশ্বের বৃহত্তম ধর্ম হবে ইসলাম সুন্দরবনের কলমতেজী এলাকায় আগুন জনগণের বিরুদ্ধে সেনাবাহিনীকে দাঁড় করানোর ষড়যন্ত্র চলছে: রাশেদ খান প্রবাসীরা ভারতীয়রা কেন ট্রাম্পকে পছন্দ করেন না? বাংলাদেশে এমন কোনো শক্তি নেই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে—এ আরাফাত রেলওয়ের পাঁচটি প্রকল্পের মধ্যে তিনটিতে অর্থায়ন বাতিলের সিদ্ধান্ত নিলো ভারত বীর বিক্রম ড. কর্নেল অলি আহমদ : দুর্নীতি, ক্ষমতা ও লোভ যাকে কখনই স্পর্শ করেনি কঠোর ব্যবস্থা নিতে পুলিশকে অনুরোধ জানালেন শবনম ফারিয়া প্রধান উপদেষ্টার কাছে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর ডাকাতির সময় মেরিন ড্রাইভে জনতার হাতে ৩জন আটক ৫ কোটি টাকার ইয়াবাসহ রাজধানীতে গ্রেপ্তার ৪ বাংলাদেশ-মেক্সিকো দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের পরিকল্পনা শুরু হলো নাজাতের দশক ‘কন্যা’ গানের জোয়ারে মেতেছেন চার তারকা ৩০টি নতুন বিমান কিনছে মালয়েশিয়া এমপি হয়েই নেমে পড়েন লুটপাটে বিশ্বের সবচেয়ে বড় উন্মুক্ত কারাগার গাজা সেনাবাহিনী পাশে না দাঁড়ালে গৃহযুদ্ধের পরিস্থিতি হতো: নুরুল হক পানিদূষণ, উদ্ভিদ ধ্বংস ভূমিধস বাড়ার শঙ্কা