ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
রাউজানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৫
এনসিপির এক নেতাকে সাময়িক অব্যাহতি
গণসংযোগের সময় বিএনপির প্রার্থী গুলিবিদ্ধ
এরশাদ উল্লাহ টার্গেটে ছিলেন না : সিএমপি কমিশনার
কুষ্টিয়ায় মনোনয়নবঞ্চিত বিএনপি নেতার সমর্থকদের দ্বিতীয় দিনে সড়ক অবরোধ
বিএনপি-এনসিপি সমঝোতায় বঞ্চিত হলো জুলাই এর নারী নেত্রীরা
প্রধান রাজনৈতিক দল নিষিদ্ধ: পশ্চিমা হস্তক্ষেপ চাইলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোমেন
‘জাতীয় নির্বাচনের পর স্থানীয় নির্বাচন করলে নব্য ফ্যাসিবাদী গোষ্ঠীর জন্ম হবে’
জাতীয় নির্বাচনের পূর্বে স্থানীয় সব নির্বাচন সমাপ্ত করার জোর দাবি জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেছেন, জাতীয় নির্বাচনের পূর্বে স্থানীয় সব নির্বাচন সমাপ্ত করার জোর দাবি জানান। কারণ জাতীয় নির্বাচনের পর স্থানীয় নির্বাচন করলে আইনশৃঙ্খলায় বাধা সৃষ্টির জন্য স্থানীয় একটি নব্য ফ্যাসিবাদী গোষ্ঠীর জন্ম হবে। তাই স্থানীয় নির্বাচন আগে তারপর জাতীয় নির্বাচন। যৌক্তিক সময়ের পর অন্তর্বর্তী সরকারকে আর সময় দেবে না জনগণ বলে মন্তব্য করেন তিনি।
সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দলের অংশগ্রহণের মাধ্যমে ছয়টি সংস্কার কমিশনের ঐক্যমত্য বৈঠকের প্রতিক্রিয়ায় এসব কথা বলেন
তিনি। তিনি বলেন, সব রাজনৈতিক দল ও ছাত্র প্রতিনিধিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, টেকসই প্রস্তাবনা, জাতীয় সমস্যা সমাধানে সবার আন্তরিকতা জাতিকে আশান্বিত করেছে। কিন্তু সবকিছুর মূল যে লক্ষ্যবিন্দু, তা হলো সংস্কার। সংস্কার প্রস্তাবগুলোর বাস্তবায়ন তথা দৃশ্যায়ন। এক কথায় দেশবাসী সংস্কারগুলো দ্রুত দৃশ্যমান দেখতে চায়। এক্ষেত্রে ট্যানিকেল পলিসি ইত্যাদি বলে কালক্ষেপণের কোনো সুযোগ নেই। এ সময় দলটির ঢাকা মহানগর উত্তর সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।
তিনি। তিনি বলেন, সব রাজনৈতিক দল ও ছাত্র প্রতিনিধিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, টেকসই প্রস্তাবনা, জাতীয় সমস্যা সমাধানে সবার আন্তরিকতা জাতিকে আশান্বিত করেছে। কিন্তু সবকিছুর মূল যে লক্ষ্যবিন্দু, তা হলো সংস্কার। সংস্কার প্রস্তাবগুলোর বাস্তবায়ন তথা দৃশ্যায়ন। এক কথায় দেশবাসী সংস্কারগুলো দ্রুত দৃশ্যমান দেখতে চায়। এক্ষেত্রে ট্যানিকেল পলিসি ইত্যাদি বলে কালক্ষেপণের কোনো সুযোগ নেই। এ সময় দলটির ঢাকা মহানগর উত্তর সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।



