জব্দ করা সম্পত্তি বিক্রির কথা নয় : দুদক – ইউ এস বাংলা নিউজ




জব্দ করা সম্পত্তি বিক্রির কথা নয় : দুদক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ জুলাই, ২০২৫ | ১১:৪৫ 39 ভিউ
যুক্তরাজ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠদের মালিকানাধীন সম্পত্তি লেনদেনের তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। যেখানে বলা হয়েছে, লন্ডনে থাকা তাদের বেশ কয়েকটি সম্পত্তি বিক্রি, বন্ধক বা হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তবে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক ও মুখপাত্র মো. আক্তার হোসেন দাবি করেছেন, ‘যে সম্পত্তিগুলো বাংলাদেশের অনুরোধে যুক্তরাজ্যে জব্দ বা ফ্রিজ করা হয়েছে, সেগুলো অন্যত্র লেনদেনের কথা নয়।’ আজ রোববার (২০ জুলাই) দুদকের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মো. আক্তার হোসেন বলেন, ‘এ বিষয়টি আমার জানতে হবে। এনসিএ (ন্যাশনাল ক্রাইম এজেন্সি-যুক্তরাজ্য নিরাপত্তা সংস্থা) যে কার্যক্রম গ্রহণ করেছে তাতে; যে সম্পত্তিগুলো ইতোমধ্যে ফ্রিজ বা অ্যাটাচ করা হয়েছে সেগুলো

অন্যত্র বিক্রি করার কথা নয়।’ জাতীয় রাজস্ব বোর্ড ও বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর মধ্যে সিস্টেম ব্যবহারের বিষয়ে স্বাক্ষর তিনি বলেন, ‘এখান থেকে যেগুলো পাঠানো হয়েছে সেগুলোর ভিত্তিতে তারা তাদের কাজ করেছে। আপনারা যদি সুনির্দিষ্ট কোনো সম্পত্তির কথা বলতে পারেন, সেই ক্ষেত্রে পরবর্তী করণীয় নির্ধারণ করা যাবে। তথ্য উপাত্তের উপর ভিত্তি করে কোনো মন্তব্য করা ঠিক হবে না।’ এর আগে গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যের জমি নিবন্ধন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত এক বছরে শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তিদের মালিকানাধীন অন্তত ২০টি সম্পত্তি লেনদেনের আবেদন জমা পড়েছে। এসব আবেদন বিক্রি, হস্তান্তর কিংবা বন্ধক সংক্রান্ত। প্রসঙ্গত, বাংলাদেশি কর্তৃপক্ষের অনুরোধে গত মে মাসে যুক্তরাজ্যের এনসিএ সাবেক প্রধানমন্ত্রীর

উপদেষ্টা সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমান ও ভাতিজা আহমেদ শাহরিয়ার রহমানের লন্ডনের প্রায় ১ হাজার ৪৭৯ কোটি টাকা মূল্যের বিলাসবহুল সম্পত্তি জব্দ করে। এর আগে গত এপ্রিল মাসে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ২ হাজার ৭৭৬ কোটি টাকার সম্পদ যুক্তরাজ্যে জব্দ করা হয়। দুদকের অনুসন্ধানে জানা যায়, সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে সরকারি ক্ষমতার অপব্যবহার করে দেশ-বিদেশে ৩০০টির বেশি সম্পত্তি অর্জনের অভিযোগ রয়েছে। ২০২৪ সালের অক্টোবর মাসে আদালত তার ও পরিবারের নামে থাকা ৫৮০টি স্থাবর সম্পদ জব্দের নির্দেশ দেয়। চলতি বছরের মার্চে মাসে সালমান এফ রহমানের পরিবারের বিরুদ্ধেও ঋণ জালিয়াতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। তদন্ত চলাকালে এইসব ব্যক্তিরা যেন সম্পত্তি

লেনদেন করতে না পারেন, সে লক্ষ্যে আরও সম্পদ জব্দ ও নজরদারি করতে যুক্তরাজ্যকে অনুরোধ জানিয়েছে। দুদক সূত্র বলছে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত চললে কিংবা আদালতের আদেশে যদি স্থাবর-অস্থাবর সম্পদ ক্রোক ও অবরুদ্ধ থাকে, তাহলে সেটি বিক্রি, হস্তান্তর বা বন্ধক রাখা আইনগতভাবে অবৈধ। বিচার ব্যবস্থার সীমাবদ্ধতা ও আনুষ্ঠানিক সহযোগিতা প্রয়োজন হওয়ায় তাৎক্ষণিক পদক্ষেপ সব ক্ষেত্রে সম্ভব হয় না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সপ্তাহখানেকের মধ্যে একীভূত হচ্ছে ৫ ইসলামী ব্যাংক: গভর্নর সহস্র বছরের জ্ঞানের বাতিঘর আল-আজহার বিশ্ববিদ্যালয় এবার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৫০ বিলিয়ন ডলার ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প সাবেক স্ত্রীকে তুলে নেওয়ার চেষ্টা, যুবক গ্রেফতার কুষ্টিয়া খাদ্য নিয়ন্ত্রক অফিস থেকে নৈশপ্রহরীর লাশ উদ্ধার গাজায় আশা জাগাতে ‘কূটনৈতিক প্রচেষ্টা’ কাজে লাগাচ্ছে তুরস্ক: এরদোগান ইমরানের জামিন আবেদন নিয়ে পাঞ্জাব সরকারকে নোটিশ দিল সুপ্রিম কোর্ট নিজের লিভার দিয়ে সতীনকে বাঁচালেন সৌদি নারী যুক্তরাজ্যে সহপাঠীদের ওপর নজরদারি চালায় চীনা শিক্ষার্থীরা! রাজ-শুভশ্রী-রুক্মিণীর কাছে ক্ষমা চাইলেন দেব বাবরকে পেছনে ফেলে শীর্ষে গিল সবসময় ভেবেছি শিল্পীসত্তা যেন বিক্রি না হয়ে যায়: ঋতাভরী ইসির হারানো ক্ষমতা ফিরছে, জোট হলেও ভোট নিজ প্রতীকে আবাসন সংকটে ডিএমপি, ঝুঁকিপূর্ণ ভবনে আতঙ্কে রাত কাটে পুলিশের স্থলপথে বাংলাদেশের আরও ৪ পাটপণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞা বেলুচিস্তানের মাজিদ ব্রিগেডকে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করল যুক্তরাষ্ট্র ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, খুবি অধ্যাপকের বিরুদ্ধে তদন্ত কমিটি রাবি উপাচার্যের বাসভবনের গেটে তালা দিলেন সাবেক ছাত্রদল নেতা ডাকসুর মনোনয়নপত্র বিতরণ শুরু মঙ্গলবার