জন্মগত হৃদরোগে আক্রান্ত শিশুদের বিনামূল্যে চিকিৎসা দিচ্ছে কাতার-রেড ক্রিসেন্ট – ইউ এস বাংলা নিউজ




জন্মগত হৃদরোগে আক্রান্ত শিশুদের বিনামূল্যে চিকিৎসা দিচ্ছে কাতার-রেড ক্রিসেন্ট

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ এপ্রিল, ২০২৫ | ৮:২৩ 4 ভিউ
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, কাতার রেড ক্রিসেন্ট সোসাইটি এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের যৌথ উদ্যোগে জন্মগত হৃদরোগে আক্রান্ত ৩০০ শিশুকে বিনামূল্যে জীবনরক্ষাকারী চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। ‘লিটল হার্টস ২০২৫’ মেডিকেল ক্যাম্পেইনের মধ্য দিয়ে বিশেষায়িত একটি মেডিকেল টিম প্রায় ৩০০ শিশু স্ক্রিনিং করবে। যার মধ্যে ১২৫ জনকে অত্যাধুনিক কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন পদ্ধতির মাধ্যমে চিকিৎসা দেওয়া হবে। এই কার্যক্রমে সহায়তা করবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। শনিবার থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে আগামী বৃহস্পতিবার (২৪ এপ্রিল) পর্যন্ত। কাতার থেকে আগত বিখ্যাত শিশু হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ইউনুস বুজমিলিন এই চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছেন। তাকে সহযোগিতা করছেন একজন কনসালটেন্ট অ্যানেসথেসিওলজিস্ট ও কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন

বিশেষজ্ঞসহ একটি দক্ষ মেডিকেল টিম। যারা চিকিৎসার সর্বোচ্চ মান নিশ্চিত করছেন। জরুরি চিকিৎসা সেবার পাশাপাশি এই কর্মসূচির অন্যতম লক্ষ্য বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থায় দক্ষতা উন্নয়ন। স্থানীয় মেডিকেল কর্মীদের আধুনিক ক্যাথেটারাইজেশন পদ্ধতিতে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে, যা দেশে শিশু হৃদরোগ চিকিৎসায় দীর্ঘমেয়াদী সক্ষমতা বাড়াবে। রোববার সকালে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে কর্মসূচি পরিদর্শনে যান বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল প্রফেসর ডা. মো. আজিজুল ইসলাম (অব.)। এসময় আরও উপস্থিত ছিলেন- সোসাইটির মহাসচিব ড. কবির এম. আশরাফ আলম, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের পরিচালক মো. মিজানুর রহমান এবং কিউআরসিএসের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মোহাম্মদ থাবেত সাফি। উল্লেখ্য, ২০১৮ সাল থেকে কাতার রেড ক্রিসেন্ট সোসাইটি কর্তৃক গৃহীত এই

উদ্যোগে শতাধিক শিশুর জীবন বাঁচিয়েছে এবং স্বাস্থ্য ও আর্থিক সংকটে থাকা পরিবারগুলোর দুর্ভোগ লাঘব করেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চায়ের দোকানে তালা দেওয়ার অভিযোগ জবি ছাত্রদল নেতার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের প্রেক্ষিতে এনসিপিতে বিশেষ কমিটি গঠন ‘পতিতাদের শ্রমিক ঘোষণার প্রস্তাব ইসলামের সঙ্গে যুদ্ধ ঘোষণার শামিল’ নারী সংস্কার কমিশন ও তাদের প্রস্তাবনা বাতিলের আহ্বান লেবাননে বিস্ফোরণে তিন সেনা নিহত মৃত্যুপুরী গাজায় মৃত্যুঞ্জয়ী কিশোরী গাজায় জীর্ণ তাঁবুতে শীর্ণ জীবন ভারতে দলিত তরুণকে অপহরণ, নির্যাতন ও যৌন হেনস্তার অভিযোগ বিশেষ সম্মাননা পেলেন বুবলী জাবিতে নতুন ভবনের স্থান নির্বাচন নিয়ে বিতর্ক, যা জানালো কর্তৃপক্ষ বন্ধুদের পছন্দের রিলস পাঠানোর নতুন ফিচার আনল ইনস্টাগ্রাম রাজনৈতিক বিবেচনায় আর কোনো নতুন ব্যাংক নয় লেবাননে বিস্ফোরণে তিন সেনা নিহত লেবাস বদলে বাজার নিয়ন্ত্রণে সিন্ডিকেট ঘাটতি পূরণে বিদেশি ঋণে নির্ভরতা ৯৮ বছর ধরে চলছে কুরআন তিলাওয়াত বাংলাদেশ হয়ে সেভেন সিস্টার্সে যাওয়ার রেল প্রকল্প স্থগিত তোফায়েলের পালক পুত্রের ৩৪ কোটি টাকার সম্পদ! বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্প বাতিল নতুন বাংলাদেশ গড়ার প্রক্রিয়ায় পাশে থাকবে তুরস্ক