চীনের ল্যাব থেকেই ছড়িয়েছে করোনা, দাবি সিআইএ’র – ইউ এস বাংলা নিউজ




চীনের ল্যাব থেকেই ছড়িয়েছে করোনা, দাবি সিআইএ’র

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ জানুয়ারি, ২০২৫ | ৪:০৯ 49 ভিউ
করোনা ভাইরাসের উৎপত্তি সম্পর্কে নতুন ইঙ্গিত দিয়েছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ)। তাদের দাবি, ভাইরাসটি চীনের ল্যাব থেকেই ছড়িয়ে থাকতে পারে। এই আশঙ্কাই বেশি বলে মনে হচ্ছে তাদের। স্থানীয় সময় শনিবার (২৫ জানুয়ারি) সিআইএর এক মুখপাত্র এই দাবি করেন। খবর আলজাজিরার। ল্যাব থেকে ছড়িয়ে পড়া তত্ত্বের পক্ষে সিআইএর এই অবস্থান নতুন কোনও গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে করা হয়নি বলেও জানান তিনি। এই মুখপাত্র বলেন, বিদ্যমান প্রমাণের পুনর্মূল্যায়নের ওপর ভিত্তি করে এই তথ্য পাওয়া গেছে। করোনা কোনও প্রাণীর দেহ থেকে এসেছে নাকি ল্যাব থেকে ছড়িয়েছে–এ নিয়ে দীর্ঘদিন ধরেই নিজেদের অবস্থান জানিয়ে আসছে সিআইএ। তবে কখনো এ ব্যাপারে কোনও সিদ্ধান্তে

আসার কথা জানায়নি মার্কিন সংস্থাটি। রয়টার্স বলছে, বাইডেন প্রশাসন ক্ষমতা ছাড়ার কয়েকদিন আগে সিআইএর সাবেক প্রধান উইলিয়াম বার্নস সংস্থাটির বিশ্লেষক ও বিজ্ঞানীদের এ ব্যাপারে তাগিদ দেন। গুরুত্বপূর্ণ ব্যাপারটি নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করতে বলেন তিনি। এবার সিআইএ এ ব্যাপারে নিজেদের নতুন মূল্যায়ন জানাল। তবে এই মূল্যায়নে তাদের পুরোপুরি আস্থা এখনো আসেনি বলে সন্দেহ প্রকাশ করে সংস্থাটি। ট্রাম্প প্রশাসন জন র্যাটক্লিফকে সিআইএর নতুন প্রধান হিসেবে নিয়োগ দেওয়ার পরই এসব মূল্যায়ন সামনে আনা হলো। গত বৃহস্পতিবার দায়িত্বে বসেছেন জন র্যাটক্লিফ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, ট্রাম্পের আগের মেয়াদেও এই দায়িত্বে ছিলেন জন র্যাটক্লিফ। আর করোনা উৎস নিয়ে ট্রাম্পের অবস্থানের সঙ্গে তিনিও এখনো একমত।

ট্রাম্প বারবার এই ভাইরাসকে ‘চায়না ভাইরাস’ বলে অভিহিত করেছেন। জন র্যাটক্লিফও বলে আসছেন, করোনা চীনের উহানের ইনস্টিটিউট অব ভাইরোলজি থেকে ছড়িয়ে থাকতে পারে। উহানের যে মাংসের বাজারে প্রথম এই ভাইরাস ছড়িয়েছে, তা ল্যাব থেকে ৪০ মিনিটের পথ। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর সারাবিশ্বে ছড়িয়ে পড়ে এই ভাইরাস। এতে ৭০ লাখের বেশি মানুষ মারা গেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমেরিকা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেড় যুগ বন্ধ ৭০ ট্রেন যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই ইসরাইলি হামলায় নিহত আরও ৮৪ ফিলিস্তিনি দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে প্রশিক্ষণের নামে কোটি কোটি টাকা অপচয় ১৩ লাখ আফগান শরণার্থীকে দেশে পাঠিয়েছে পাকিস্তান মেক্সিকোতে তিনটি গাড়ির মধ্যে সংঘর্ষে নিহত ২১ ডায়াবেটিস থাকলে কি পাকা আম খাওয়া ঠিক হবে, যা বলছেন পুষ্টিবিদ সাবেক সেনাসদস্যদের আবেদন সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে, ধৈর্য ধরার পরামর্শ ফারাক্কা যেন নদী হত্যার মেশিন এনবিআর বিলুপ্তি নিয়ে দুই পক্ষ মুখোমুখি ‘চল চল যমুনা যাই’ এই রাজনীতি আর হতে দেব না: তথ্য উপদেষ্টা দাঁড়ায়ে আছি, আমাকে মার বেটা, মার শর্ত বাস্তবায়ন না করলে ঋণ ছাড় নয় মাদক-অপকর্মের আখড়া সোহরাওয়ার্দী উদ্যান মিলানকে হারিয়ে ৫১ বছর পর শিরোপা জিতল বোলোনিয়া শেষ মুহূর্তের গোলে বার্সার উদযাপন ‘থামাল’ রিয়াল হারিয়ে যাচ্ছে পারিবারিক গল্পের নাটক বাকৃবিতে পুনরায় গেস্টরুম সংস্কৃতি চালুর অভিযোগ আঞ্চলিক আকাশসীমা স্বাভাবিক, বিমানের টরন্টো লন্ডন রোমের ফ্লাইটের সময়সূচি পুনর্নির্ধারণ সিরিয়াকে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আহ্বান ট্রাম্পের