চাল চুরির দায়ে বহিষ্কারের পর এবার সড়কের ইট তুলে নিলেন সেই যুবদল নেতা – ইউ এস বাংলা নিউজ




চাল চুরির দায়ে বহিষ্কারের পর এবার সড়কের ইট তুলে নিলেন সেই যুবদল নেতা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১:১১ 5 ভিউ
ভোলার চরফ্যাশনের বিচ্ছিন্ন দ্বীপ ঢালচর ইউনিয়নের যুবদলের বহিষ্কৃত সহ-সভাপতি মোক্তার হোসেন ফরাজীর বিরুদ্ধে নির্মাণাধীন সড়কের ইট তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। গত বছরের ২ নভেম্বর ঢালচর ইউনিয়নের জেলেদের জন্য বরাদ্দ দেওয়া জেলে পুনর্বাসনের চাল চুরির দায়ে মোক্তার ফরাজীকে যুবদল থেকে বহিষ্কার করা হয়। সেই ঘটনার ৩ মাস ৯ দিন পর আবারও তিনি এমন কাণ্ড ঘটালেন বলে জানা গেছে। তবে মোক্তার হোসেনের দাবি, তিনি ঢালচর ইউনিয়নের প্রশাসক ঢালচর রেঞ্জ কর্মকর্তা মাহিদুল ইসলামের অনুমতিতেই সড়কের ইট তুলে নিয়ে স্থানীয় একটি মসজিদে দান করেছেন। এলাকাবাসী জানান, সম্প্রতি ঘূর্ণিঝড় দানার প্রভাবে অতি জোয়ারে ওই সড়কটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়রা তাদের বসতঘরে ব্যবহারের জন্য যে-যার মতো করে দিনের বেলায়

সড়কের ইট তুলে নেন। সেই সুযোগে সম্প্রতি দিনের আলোতে প্রকাশ্যে ঢালচর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি (বহিষ্কৃত) মোক্তার হোসেন ফরাজী নিজের পারিবারিক কাজে ব্যবহারের জন্য সড়ক থেকে প্রায় ৫০০০ ইট তুলে নিয়ে যান। ইট তুলে নেওয়ার সময় স্থানীয়রা বাধা দিলে মোক্তার তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া এবং প্রাণনাশের হুমকি দেন। এদিকে প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, ২০১৯-২০২০ অর্থবছরে পর্যটন দ্বীপ ঢালচরের মানুষ ও পর্যটকদের যাতায়াতের সুবিধার কথা বিবেচনা করে ঢালচর বাজার থেকে আনন্দবাজার ভায়া পোস্ট অফিস সংলগ্ন এলাকায় প্রায় ৪৪ লাখ টাকা ব্যয়ে একটি হেরিংবন সড়ক নির্মাণ করা হয়। ঘূর্ণিঝড় দানার প্রভাবে সড়কটির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়, যা পূর্ণ মেরামতের বিষয়টি প্রক্রিয়াধীন। সেই সড়কের

ইট তুলে নেওয়ার ফলে এলাকার বাসিন্দা ও তরুয়া দ্বীপে ঘুরতে আসা পর্যটকদের যাতায়াতে বিঘ্ন ঘটছে। ভোগান্তিতে পড়েছেন ওই গ্রামের কয়েকশ পরিবার। দ্রুত সড়কটি পুনর্নির্মাণের দাবি জানায় এলাকাবাসী। অভিযুক্ত যুবদল নেতা মোক্তার হোসেন জানান, জোয়ারের প্রভাবে সড়কটি ভেঙে যাওয়ায় তিনি কিছু ইট তুলে নিয়ে একটি মসজিদে দান করেছেন। সরকারি সড়কের ইট তুলে নিয়ে মসজিদে দান করতে পারেন কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ইউনিয়ন পরিষদের প্রশাসক ও ঢালচর রেঞ্জ কর্মকর্তা মাহিদুল ইসলামের অনুমতি নিয়েই করেছি। আর ক্ষমতা থাকলে সবই করা যায়। তবে অনুমতি দেওয়ার বিষয়টি কথা অস্বীকার করেছেন ঢালচর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও ঢালচর রেঞ্জ কর্মকর্তা মাহিদুল ইসলাম। তিনি জানান, সরকারি সড়কের ইট তুলে

নিতে অনুমতি দেওয়ার ক্ষমতা আমার নেই। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিএম অলি উল্লাহ জানান, সরকারি সড়কের ইট তুলে নেওয়ার বৈধতা কারো নেই। আর সড়কের ইট তুলে নিয়ে কোনো প্রতিষ্ঠানে দান করার তো কোনো প্রশ্নই ওঠে না। বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। দক্ষিণ আইচা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক মাস্টার বলেন, সরকারি সড়কের ইট তুলে নিয়ে কোথাও দান করা বা নিজের কাজে ব্যবহার করার কোনো বৈধতা নেই। আমাদের দলের কেউ যদি এমন অপকর্ম করে থাকে, তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তবে গত বছরের ২ নভেম্বর ঢালচর ইউনিয়নের জেলেদের জন্য বরাদ্দ দেওয়া জেলে পুর্নবাসনের চাল চুরির দায়ে মোক্তার ফরাজীকে

বহিষ্কার করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি জানান, এ বিষয়ে কেউ আমাকে জানায়নি। সড়কের ইট তুলে নেওয়ার বৈধতা কারো নেই। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে পাঠিয়ে তদন্ত স্বাপেক্ষে এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাল চুরির দায়ে বহিষ্কারের পর এবার সড়কের ইট তুলে নিলেন সেই যুবদল নেতা সংবিধান সংস্কার কমিশনে গুরুত্ব সাত বিষয়ে জরুরি সংস্কার শেষে নির্বাচনে যেতে চায় সরকার দেশের মানুষ সরকারি সেবায় অসন্তুষ্ট রাশিয়ার বিদ্যুৎ সাম্রাজ্যে ফাটল ভারতের গাফিলতি, হিলিতে কমেছে আমদানি ও রপ্তানি ডিআইজিসহ ৪ পুলিশ কর্মকর্তা আটক ১৮৩ ফিলিস্তিনির মুক্তি দিল ইসরাইল, হাসপাতালে ভর্তি ৭ আলিকদম সীমান্তে ৩৩ রোহিঙ্গা আটক নিজ আসনে কেজরিওয়ালের ভরাডুবি, বিজেপিকে অভিনন্দন বড় অর্থনীতিবিদ হয়েও দেশের অর্থনীতিকে ভালো করতে পারেন নাই: মান্না সুপ্রিমকোর্টে নিরাপত্তা জোরদার দিল্লির মসনদ হারালেন কেজরিওয়াল, বিজেপির জয় জেলেনস্কির সঙ্গে আগামী সপ্তাহে দেখা করতে পারেন ট্রাম্প আরও তিন জিম্মিকে মুক্তি দিল হামাস জিম্মি হস্তান্তর অনুষ্ঠানে আবারও ব্যাপক শােডাউন হামাসের ট্রাম্পের গাজা খালির প্রস্তাব ‘পুরোপুরি খারিজ’ করলেন জার্মান চ্যান্সেলর ‘মুরগির মতো প্রাণ বাঁচিয়ে বিড়ালের মতো বেঁচে থাকুন’, কাকে বললেন চমক ত্রিদেশীয় সিরিজে টস জিতে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড মালয়েশিয়ায় ৭৪ বাংলাদেশিসহ আটক ১১৬ অভিবাসী