চাল চুরির দায়ে বহিষ্কারের পর এবার সড়কের ইট তুলে নিলেন সেই যুবদল নেতা – ইউ এস বাংলা নিউজ




চাল চুরির দায়ে বহিষ্কারের পর এবার সড়কের ইট তুলে নিলেন সেই যুবদল নেতা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১:১১ 81 ভিউ
ভোলার চরফ্যাশনের বিচ্ছিন্ন দ্বীপ ঢালচর ইউনিয়নের যুবদলের বহিষ্কৃত সহ-সভাপতি মোক্তার হোসেন ফরাজীর বিরুদ্ধে নির্মাণাধীন সড়কের ইট তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। গত বছরের ২ নভেম্বর ঢালচর ইউনিয়নের জেলেদের জন্য বরাদ্দ দেওয়া জেলে পুনর্বাসনের চাল চুরির দায়ে মোক্তার ফরাজীকে যুবদল থেকে বহিষ্কার করা হয়। সেই ঘটনার ৩ মাস ৯ দিন পর আবারও তিনি এমন কাণ্ড ঘটালেন বলে জানা গেছে। তবে মোক্তার হোসেনের দাবি, তিনি ঢালচর ইউনিয়নের প্রশাসক ঢালচর রেঞ্জ কর্মকর্তা মাহিদুল ইসলামের অনুমতিতেই সড়কের ইট তুলে নিয়ে স্থানীয় একটি মসজিদে দান করেছেন। এলাকাবাসী জানান, সম্প্রতি ঘূর্ণিঝড় দানার প্রভাবে অতি জোয়ারে ওই সড়কটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়রা তাদের বসতঘরে ব্যবহারের জন্য যে-যার মতো করে দিনের বেলায়

সড়কের ইট তুলে নেন। সেই সুযোগে সম্প্রতি দিনের আলোতে প্রকাশ্যে ঢালচর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি (বহিষ্কৃত) মোক্তার হোসেন ফরাজী নিজের পারিবারিক কাজে ব্যবহারের জন্য সড়ক থেকে প্রায় ৫০০০ ইট তুলে নিয়ে যান। ইট তুলে নেওয়ার সময় স্থানীয়রা বাধা দিলে মোক্তার তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া এবং প্রাণনাশের হুমকি দেন। এদিকে প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, ২০১৯-২০২০ অর্থবছরে পর্যটন দ্বীপ ঢালচরের মানুষ ও পর্যটকদের যাতায়াতের সুবিধার কথা বিবেচনা করে ঢালচর বাজার থেকে আনন্দবাজার ভায়া পোস্ট অফিস সংলগ্ন এলাকায় প্রায় ৪৪ লাখ টাকা ব্যয়ে একটি হেরিংবন সড়ক নির্মাণ করা হয়। ঘূর্ণিঝড় দানার প্রভাবে সড়কটির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়, যা পূর্ণ মেরামতের বিষয়টি প্রক্রিয়াধীন। সেই সড়কের

ইট তুলে নেওয়ার ফলে এলাকার বাসিন্দা ও তরুয়া দ্বীপে ঘুরতে আসা পর্যটকদের যাতায়াতে বিঘ্ন ঘটছে। ভোগান্তিতে পড়েছেন ওই গ্রামের কয়েকশ পরিবার। দ্রুত সড়কটি পুনর্নির্মাণের দাবি জানায় এলাকাবাসী। অভিযুক্ত যুবদল নেতা মোক্তার হোসেন জানান, জোয়ারের প্রভাবে সড়কটি ভেঙে যাওয়ায় তিনি কিছু ইট তুলে নিয়ে একটি মসজিদে দান করেছেন। সরকারি সড়কের ইট তুলে নিয়ে মসজিদে দান করতে পারেন কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ইউনিয়ন পরিষদের প্রশাসক ও ঢালচর রেঞ্জ কর্মকর্তা মাহিদুল ইসলামের অনুমতি নিয়েই করেছি। আর ক্ষমতা থাকলে সবই করা যায়। তবে অনুমতি দেওয়ার বিষয়টি কথা অস্বীকার করেছেন ঢালচর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও ঢালচর রেঞ্জ কর্মকর্তা মাহিদুল ইসলাম। তিনি জানান, সরকারি সড়কের ইট তুলে

নিতে অনুমতি দেওয়ার ক্ষমতা আমার নেই। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিএম অলি উল্লাহ জানান, সরকারি সড়কের ইট তুলে নেওয়ার বৈধতা কারো নেই। আর সড়কের ইট তুলে নিয়ে কোনো প্রতিষ্ঠানে দান করার তো কোনো প্রশ্নই ওঠে না। বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। দক্ষিণ আইচা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক মাস্টার বলেন, সরকারি সড়কের ইট তুলে নিয়ে কোথাও দান করা বা নিজের কাজে ব্যবহার করার কোনো বৈধতা নেই। আমাদের দলের কেউ যদি এমন অপকর্ম করে থাকে, তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তবে গত বছরের ২ নভেম্বর ঢালচর ইউনিয়নের জেলেদের জন্য বরাদ্দ দেওয়া জেলে পুর্নবাসনের চাল চুরির দায়ে মোক্তার ফরাজীকে

বহিষ্কার করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি জানান, এ বিষয়ে কেউ আমাকে জানায়নি। সড়কের ইট তুলে নেওয়ার বৈধতা কারো নেই। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে পাঠিয়ে তদন্ত স্বাপেক্ষে এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কক্ষপথে রাশিয়ার ‘অস্ত্রবাহী’ স্যাটেলাইট, বিশ্বের জন্য ভয়ানক বার্তা ইসরায়েলের ৫ সামরিক স্থাপনায় সরাসরি আঘাত হানে ইরানের ক্ষেপণাস্ত্র : রয়টার্স ইরানি সিনেমা ভালোবাসার ছবি আঁকে হৃদয়ে জুলাইযোদ্ধাদের জন্য ২৫ কোটি টাকার বিশেষ তহবিল এসএসসির ফল প্রকাশে নতুন পদ্ধতি, জানবেন যেভাবে ভারতীয় পাহাড়ী ঢল, ফেনী ও কুমিল্লায় ভয়াবহ বন্যার শঙ্কা মেট্রোতে গড়ে প্রতিদিন যাত্রী ওঠে ৪ লাখ, কোন স্টেশনে বেশি ৯৯ রানে বিধ্বস্ত বাংলাদেশ, শ্রীলঙ্কার সিরিজ জয় ট্রাম্পের ‘শুল্কের বিপদ’ এড়াতে আরও বোয়িং কেনার ভাবনা সরকারের নির্বাচনের তারিখ আমি নিজেও জানি না: সিইসি ইসরায়েলি হামলায় ১৮ সহস্রাধিক শিক্ষক-শিক্ষার্থী নিহত কুসুম হয়ে আসছেন জয়া আহসান টিকটকে পরিচয়-ইমোতে ভিডিও কল, অতঃপর… ট্রাম্পের জন্য হুমকি হতে পারে ‘আমেরিকা পার্টি’ পদ্মার ভয়াবহ ভাঙনে মুহূর্তে বিলীন ১৯ স্থাপনা উত্তাল সমুদ্রে নেমে ভেসে গেলেন চবির ৩ শিক্ষার্থী নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পকে নেতানিয়াহুর মনোনয়ন পুঁতে রাখা বোমা বিস্ফোরণ, ৫ ইসরায়েলি সেনা নিহত নজিরবিহীন অনিয়মের নজির জনস্বাস্থ্যের প্রকল্পে মশা নিধন চোখে পড়ে না, চিকিৎসা নিয়ে কত কিছু!