গাজায় নৃশংসতার প্রতিবাদে ইসরায়েলি পুরস্কার প্রত্যাখ্যান পাকিস্তানি স্থপতির – ইউ এস বাংলা নিউজ




গাজায় নৃশংসতার প্রতিবাদে ইসরায়েলি পুরস্কার প্রত্যাখ্যান পাকিস্তানি স্থপতির

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ মার্চ, ২০২৫ | ১০:১৭ 60 ভিউ
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল অব্যাহতভাবে নৃশংস হামলা চালিয়ে যাচ্ছে, যা বিশ্বজুড়ে নিন্দার ঝড় তুলেছে। ফিলিস্তিনিদের বিরুদ্ধে চলমান এই বর্বরতার প্রতিবাদে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পাকিস্তানি স্থপতি ও সংরক্ষণবিদ ইয়াসমিন লারি দৃঢ় অবস্থান গ্রহণ করেছেন। পাকিস্তানি স্থপতি এই বছরের ইসরায়েলের উলফ পুরস্কার প্রত্যাখ্যান করে মানবতার পাশে দাঁড়ানোর অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। বৃহস্পতিবার (১৩ মার্চ) পাকিস্তানের সংবাদমাধ্যম ডন তাদের প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রসঙ্গত, ইসরায়েলে ১৯৭৮ সালে প্রবর্তিত উলফ পুরস্কার বিজ্ঞানী ও শিল্পীদের অসামান্য কৃতিত্বের স্বীকৃতি হিসেবে দেওয়া হয়। পুরস্কারের অন্যতম উদ্দেশ্য ছিল ‘বিভিন্ন জাতির) মানুষের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক’ গড়ে তোলা। তবে গাজায় চলমান হত্যাযজ্ঞের মধ্যে ইসরায়েলের দেওয়া কোনো সম্মাননা গ্রহণ করা অনৈতিক

বলে মনে করেন ইয়াসমিন লারি। প্রতিবেদনে তিনি বলেন, আমাকে এটা করতেই হতো। আমার কোনো বিকল্প ছিল না। আমাকে করতেই হতো। নাহলে আমরা আর কী করতে পারি? আমাদের হাত বাঁধা। আমরা এখানে বসে আছি… ওদের (মধ্যপ্রাচ্যের মানুষদের) থেকে অনেক, অনেক দূরে। তাই আমি মনে করি, একজনকে অবশ্যই জানাতে হবে তার অবস্থান কোথায়। উল্লেখ্য, ইয়াসমিন লারি পাকিস্তানে নিবন্ধিত প্রথম নারী স্থপতি। তিনি শুধু নান্দনিক স্থাপত্যের জন্যই নয়, সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে তার অসাধারণ কাজের জন্যও বিশ্বজুড়ে প্রশংসিত। তিনি বলেন, আমি গরিবদের জন্য কাজ করি। কয়েক বছর আগে পাকিস্তানের সিন্ধু প্রদেশের বন্যাকবলিত মানুষদের জন্য তিনি হাজারো স্বল্প খরচের এক কক্ষবিশিষ্ট ঘর নির্মাণে সহায়তা করেছিলেন। ইয়াসমিন লারি ইতোমধ্যে বেশ কয়েকটি

মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য- ২০২৩ সালের রয়্যাল গোল্ড মেডেল ফর আর্কিটেকচার, যা ব্রিটেনের রাজা রয়্যাল ইনস্টিটিউট অব ব্রিটিশ আর্কিটেক্টসের সুপারিশ প্রদান করেন। ২০২০ সালে জেন ড্রু পুরস্কার, যা আধুনিক স্থাপত্যে নারীদের অসামান্য অবদানের জন্য প্রদান করা হয়। ইয়াসমিন লারি শুধু স্থাপত্যের ক্ষেত্রেই নয়, করাচির ঐতিহ্য সংরক্ষণেও অনন্য ভূমিকা রেখেছেন। ১৯৯৬ সালে তার লেখা ‘দ্য ডুয়াল সিটি : করাচি ডিউরিং দ্য রাজ’ বইটি অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস থেকে প্রকাশিত হয়। বইটিতে তিনি করাচির ঔপনিবেশিক ইতিহাস, স্থাপত্য এবং জনগোষ্ঠী নিয়ে আলোচনা করেছেন। তিনি পাকিস্তানের প্রথমদিকের সংরক্ষণবিদদের একজন, যিনি করাচির উপকূলীয় ঐতিহ্য রক্ষার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। ইসরায়েলের সাম্প্রতিক হামলার বিরুদ্ধে

আন্তর্জাতিক অঙ্গনে প্রতিবাদের ধরন ক্রমেই পরিবর্তিত হচ্ছে। ইয়াসমিন লারির মতো একজন বিশ্বমানের স্থপতির পুরস্কার প্রত্যাখ্যান বিশ্বব্যাপী আলোচনার জন্ম দিয়েছে। তার এই সিদ্ধান্ত শুধু ব্যক্তিগত নৈতিক অবস্থান নয়, বরং বিশ্ববিবেককে গাজার মানুষের পাশে দাঁড়ানোর আহ্বানও বটে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশের ৬৪ জেলায় হবে ‘মডেল মন্দির’ মধ্যপ্রাচ্য কাঁপাচ্ছে ইসরায়েল, বড় দ্বিধায় সৌদি-আমিরাত নেপালের নতুন প্রধানমন্ত্রীর স্বামী ১৯৭৩ সালে বিমান ছিনতাই করেছিলেন ইসরায়েলের কর্মকাণ্ড কীভাবে সহ্য করছে আমিরাত? শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়ার পূর্ব উপকূল মেট্রোরেলের টিকিট ব্যবস্থাপনায় ঠিকাদার নিয়োগে নয়ছয় সাবেক ডিআইজি নাহিদুল ইসলাম গ্রেপ্তার সন্ধ্যা ৭টার মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে জাকসু নির্বাচনে আরেক কমিশনারের পদত্যাগ সাতক্ষীরা সীমান্ত দিয়ে ১০ জনকে হস্তান্তর করল বিএসএফ ইসরায়েলের কর্মকাণ্ড কীভাবে সহ্য করছে আমিরাত? ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা, তেল আবিবে বেজে উঠল সাইরেন এবার ইসরাইলি কূটনীতিককে তলব করল স্পেন দরপত্র ছাড়াই ২ কোটি ৬৬ লাখ টাকার কাজ সম্পন্ন সেই অধ্যক্ষ লুটে নিলেন ৫ কোটি টাকা ৩৮৯ বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মূল্যস্ফীতি সহনীয় মাত্রায় আনতে তিন চ্যালেঞ্জ চট্টগ্রামে দখল চাঁদাবাজি নিয়ে খুনোখুনি বাড়ছে দখলদাররা গিলে খাচ্ছে কীর্তনখোলা নদী ছাত্র-জনতাকে জড়িয়ে ধরে অঝোরে কাঁদলেন ইউএনও