কারখানা বন্ধ, কর্মহীন নারী শ্রমিকরা বাধ্য হচ্ছেন পতিতাবৃত্তিতে – ইউ এস বাংলা নিউজ




কারখানা বন্ধ, কর্মহীন নারী শ্রমিকরা বাধ্য হচ্ছেন পতিতাবৃত্তিতে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জানুয়ারি, ২০২৫ | ৭:৪৭ 57 ভিউ
গত পাঁচ মাসে দেশের অন্যতম প্রধান শিল্পাঞ্চল আশুলিয়া, গাজীপুর, টঙ্গী, ইপিজেডসহ বিশেষায়িত শিল্প এলাকার বহু কারখানা বন্ধ হয়ে গেছে। এসব কারখানায় কাজ করেন কয়েক লাখ নারী-পুরুষ। যাদের বড় অংশই নারী। কর্মহীন এই নারীদের জন্য সংসার চালানো কষ্টসাধ্য হয়ে পড়েছে। অন্যদিকে বিকল্প আয়ের উৎস না পেয়ে তারা বাধ্য হচ্ছেন পতিতাবৃত্তিতে নাম লেখাতে। জানা গেছে, জুলাই-আগস্টের সরকারবিরোধী আন্দোলন ও সহিংসতায় সৃষ্ট বিদেশি ক্রেতাদের আস্থার সংকটসহ বিভিন্ন কারণে কার্যাদেশ কমে যাওয়ায় কারখানা বন্ধ করে দিতে বাধ্য হন অসংখ্য কারখানার মালিক। যেসব কারখানা চালু আছে, সেখানেও কার্যাদেশ এতটাই কমেছে যে, খরচ পোষাতে হিমশিম খেতে হচ্ছে মালিকদের। ফলে অনেক কারখানায় শ্রমিকদের বেতন বকেয়া পড়েছে কয়েক মাসের। এমন

অবস্থায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শ্রমিকরা। নিম্ন আয়ের এই বিপুল জনগোষ্ঠী ঢাকা শহরে টিকে থাকার সংগ্রামে বিকল্প খুঁজছেন হন্যে হয়ে। তাদের জীবনে নেমে এসেছে চরম বিপর্যয়। একদিকে দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতি, তারওপর চাকরি নেই; খাওয়া-পরার খরচ আর বাড়িভাড়া মেটাতে হচ্ছে ধারকর্জ করে। কিন্তু এভাবে আর কতদিন? উপায়ন্তর না দেখে বাধ্য হলেন তারা অন্ধকার রাস্তায় নামতে। রাতের আঁধারে রাস্তায় নামা আশুলিয়ার একটি গার্মেন্টসের নারী শ্রমিক শারমিন আক্তার (ছদ্মনাম) বলেন, “তিন মাস বেতন বন্ধ, পরে কারখানাও বন্ধ হয়ে গেছে। ঘরে বৃদ্ধ মা-বাপ— কীভাবে তাদের মুখে খাবার তুলে দেব? কাজের জন্য অনেক জায়গায় গেছি, কিন্তু কাজ পাইনি। বাধ্য হয়ে অন্য মেয়েদের সাথে রাস্তায় দাঁড়িয়েছি। এই

কাজ করতে ভালো লাগে না, কিন্তু পেট তো মানে না।” টঙ্গীর একটি বন্ধ হয়ে যাওয়া কারখানার শ্রমিক রুনা বেগম (ছদ্মনাম) বলেন, “আমার স্বামী নাই। গার্মেন্টে কাজ করতাম। ওইটা বন্ধ হয়ে যাবার পর ধার-কর্জ করেছি, না খেয়েও থেকেছি। কিন্তু বাচ্চারা তো ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না। তাই এই পথে নামতে বাধ্য হলাম।” আশুলিয়ার এক দোকানদার মো. জাকির হোসেন আক্ষেপ নিয়ে বলেন, “এই মেয়েরা চাকরি করত, এখন রাত-বিরাতে রাস্তায় দাঁড়ায়। ওরা অনেকেই আমার দোকান থেকে জিনিসপত্র কিনত। এখন তাদের অবস্থা দেখে মন খারাপ হয়। কী করবে বলেন! দেশের যে অবস্থা, মানুষের হাতে টাকা-পয়সা নাই। যারা ছোট চাকরি করত, এদের মাস চলতে টানাটানি। আমরা

তো দোকানদারি করি, মানুষের পকেটের অবস্থা বুঝি সবার আগে। এই মেয়েগুলোরও পরিবার, বাচ্চাকাচ্চা আছে। এরা এই পথে না নেমে কই যাবে?” খোঁজ নিয়ে জানা গেছে, গত কয়েক মাসের রাজনৈতিক অস্থিরতার প্রভাবে বিদেশি ক্রেতারা অন্তত ২০ শতাংশ অর্ডার বাতিল করেছেন, যার প্রধান কারণ শ্রমিক অসন্তোষ এবং উদ্যোক্তাদের প্রতি আস্থার সংকট। বিশেষ করে আশুলিয়ার কারখানাগুলোর বিষয়ে ক্রেতাদের উদ্বেগ বেশি। বিজিএমইএ-এর এক প্রতিবেদনে দেখা গেছে, ২০২৪ সালে বাংলাদেশের গার্মেন্টস রপ্তানির লক্ষ্যমাত্রা ছিল ৪৪ বিলিয়ন ডলার, বছরের অর্ধেক সময় পর্যন্ত লক্ষ্যমাত্রা থেকে বেশি রপ্তানি হলেও জুলাই-আগস্ট পরবর্তী সময় থেকে পিছিয়ে পড়তে থাকে রপ্তানি আয়। অবশেষে ২০২৪ শেষ হয়েছে ৪০ বিলিয়ন ডলার রপ্তানি আয়ে; যা লক্ষ্যমাত্রা থেকে

৪ বিলিয়ন ডলার কম। এর ফলে বাংলাদেশ ইতিমধ্যে ২য় সর্ববৃহৎ গার্মেন্টস রপ্তানিকারক দেশের অবস্থান হারিয়েছে। বিজিএমইএ ও বিকেএমইএর পরিসংখ্যান অনুযায়ী, যদি পরিস্থিতির উন্নতি না হয়, তাহলে আগামী ৬ মাসে দেশের আরও ১০০টির মতো কারখানা বন্ধ হয়ে যেতে পারে। পরিস্থিতি এক বছরেও স্বাভাবিক না হলে বন্ধ হয়ে যাবে কয়েকশ কারখানা। ইতিমধ্যে সাভার ও আশুলিয়ায় থাকা ৪৫০টি কারখানার মধ্যে অনেকগুলোই ক্ষতিগ্রস্ত হয়েছে জুলাই-আগস্টের রাজনৈতিক সহিংসতার ফলে। বর্তমানে বিজিএমইএ ও বিকেএমইএ-এর তালিকাভুক্ত প্রায় ২শ কারখানা বন্ধ। বিদেশি ক্রেতারা এই অঞ্চলগুলোর শ্রমিক অসন্তোষ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং এখানকার কারখানাগুলোতে কাজ দিতে অনাগ্রহ প্রকাশ করছেন। সাম্প্রতিক বছরগুলোতে এমন মানবিক বিপর্যয় আর দেখা দেয়নি উল্লেখ করে দুস্থ নারীদের নিয়ে

কাজ করা উন্নয়নকর্মী ফারজানা সুলতানা, বলেন, বর্তমান পরিস্থিতি তাদের বাধ্য করেছে এই পথে নামতে। অথচ এই নারী শ্রমিকরাই বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাদের সুরক্ষা নিশ্চিত না করতে না পারলে সমাজ এবং অর্থনীতি দুই-ই ক্ষতিগ্রস্ত হবে। যৌনপেশায় বাধ্য হওয়া তাদের ইচ্ছার অধীন নয়, এটি সম্পূর্ণ পরিস্থিতির ফল। এই সংকট মোকাবিলায় সরকারকে এগিয়ে আসতে হবে।” বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম জানান, ব্র্যান্ড ও বায়াররা এখন আশুলিয়া অঞ্চলের কারখানাগুলোতে কাজ দেওয়ার বিষয়ে দ্বিধাগ্রস্ত। তারা খুব সতর্ক হয়ে গেছে এবং তাদের আস্থা তলানিতে। আমাদের অর্ডার অন্য জায়গায় সরে যাওয়ার স্পষ্ট প্রমাণ সামনে আসবে। শ্রমিক অসন্তোষ ছাড়াও বিদ্যুৎ এবং গ্যাসের মূল্য বৃদ্ধিকে কারখানা বন্ধের অন্যতম কারণ উল্লেখ করে

বিজিএমইএ সভাপতি খন্দকার রফিকুল ইসলাম বলেন, “আমরা শ্রমিকদের যৌক্তিক দাবি মেনে নিতে চাই। তবে বিদ্যুৎ ও গ্যাসের চরম মূল্যবৃদ্ধির কারণে আমাদের কারখানাগুলো বন্ধের পথে। সরকার যদি আমাদের সহযোগিতা না করে, তবে ভবিষ্যতে আরও বেশি কারখানা বন্ধ হয়ে যেতে পারে।” কর্মহীন নারী শ্রমিকদের পেটের দায়ে পতিতাবৃত্তি করা প্রসঙ্গে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির শিক্ষক অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, “নারী শ্রমিকদের এমন পেশা বেছে নেওয়া থেকে স্পষ্ট, দেশের অর্থনৈতিক, সামাজিক সংকট চরমে। পেটের দায়ে কেউ শরীর বিক্রিতে বাধ্য হবেন, এমন বাংলাদেশ তো আমরা চাইনি। এই সংকট দূরীকরণে সরকার, কারখানার মালিকপক্ষ ও উন্নয়ন সংস্থাগুলোকে একসাথে কাজ করতে হবে। তা না হলে এই সংকট আরও গভীর হবে।”

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কারা বেশি নারী বিদ্বেষী, ছবি বিকৃতির মাধ্যমে তা প্রমাণ হয়েছে ঢাকা–ইসলামাবাদের ঘনিষ্ঠতা: দক্ষিণ এশিয়ার নতুন সমীকরণ, উদ্বেগে নয়াদিল্লি কুশিয়ারার সাদা বালি হরিলুট যেভাবে আওয়ামী লীগ নেতা-কর্মীদের হত্যা করা হচ্ছে কারাগারে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদ বুয়েটের শিক্ষার্থীদের যমুনায় যেতে বাধা দেওয়ায় আট পুলিশ সদস্য আহত চীনা নাগরিকের ওয়ালেট চুরি, গ্রেপ্তার ২ আরও ভয়ংকর হচ্ছে উত্তর কোরিয়া গাজায় একদিনে নিহত আরও ৬৪, ত্রাণ নিতে গিয়ে প্রাণ গেল ১৩ জনের বিতর্কিত মন্তব্যের অভিযোগে পাকিস্তানি আলেম আলি মির্জা গ্রেফতার ভোটযুদ্ধে প্রাণবন্ত ক্যাম্পাস ইসরাইলের সঙ্গে আব্রাহাম চুক্তির সম্ভাবনা নাকচ করল সিরিয়া উচ্চ মূল্যস্ফীতিসহ ১০ কারণে দারিদ্র্য বৃদ্ধি ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী আজ সংকটাপন্ন ৫ ব্যাংকে ভুগছে তৈরি পোশাক খাত গাজায় একদিনে নিহত আরও ৬৪, ত্রাণ নিতে গিয়ে প্রাণ গেল ১৩ জনের আজারবাইজানের মাধ্যমে রাশিয়া থেকে গ্যাস আনবে ইরান বিটিভির নাটকে গাইলেন পপি-রিফাত আরও ২৯২ যুদ্ধবন্দি বিনিময় করল রাশিয়া-ইউক্রেন