কয়েকজন উপদেষ্টার কথায় খটকা লাগে, বললেন মির্জা ফখরুল – ইউ এস বাংলা নিউজ




কয়েকজন উপদেষ্টার কথায় খটকা লাগে, বললেন মির্জা ফখরুল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ নভেম্বর, ২০২৪ | ১০:০৮ 33 ভিউ
কয়েকজন উপদেষ্টার কথায় খটকা লাগে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আপনারা একটা সরকারে আছেন, দায়িত্ব পালন করছেন। এমন কোনো কথা বলবেন না বা এমন কোনো কাজ করবেন না, যাতে জনগণ বিভ্রান্ত হয়। স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ বলেছেন, সরকারের মেয়াদ চার বছর। এটা তাঁর বলার কথা নয়।’ বৃহস্পতিবার ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এ কথা বলেন তিনি। দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে তিনি বলেন, ‘কেন দ্রুত নির্বাচন চাই, এটা পরিষ্কার করেছি। নির্বাচিত সরকার ছাড়া জনগণকে আর কেউ ব্যবহার করতে পারবে না। এ জন্য সংস্কার করতে হবে। সেই সংস্কার জনপ্রতিনিধি

দিয়ে সংসদে পাস করাতে হবে। সুতরাং, নির্বাচন যত তাড়াতাড়ি হবে, দেশের জন্য তত মঙ্গল।’ মির্জা ফখরুল বলেন, ‘কোথাও ফাঁদ থাকলে গণতন্ত্রের শত্রুরা বিপ্লবকে ব্যর্থতায় পরিণত করার সুযোগ পাবে। বিভিন্ন মহল দাবি-দাওয়া নিয়ে আসছে। এরা কেন এই দাবি আগে করেনি?’ দাবি উত্থাপনকারীদের অপেক্ষা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘জনগণের সরকার আসুক, তার পর দাবি নিয়ে আসুন। এভাবে দাবি নিয়ে এলে দেশের স্থিতিশীলতা নষ্ট হয়।’ বিএনপি মহাসচিব বলেন, ‘বাংলাদেশ অসাম্প্রদায়িকতায় বিশ্বাসী। আমরা সব সম্প্রদায় একসঙ্গে কাজ করে আসছি, একসঙ্গে যুদ্ধ করেছি। কিন্তু ইদানীং একটি সম্প্রদায়ের মানুষের মধ্যে বড় রকমের আন্দোলন সৃষ্টি করার চেষ্টা দেখছি, যেটা ভারতের বক্তব্যের সঙ্গে মিলে যায়, যেটা বাংলাদেশের বিপ্লবকে অনেকাংশে

বিপন্ন করার চেষ্টা।’ তিনি বলেন, ‘আমাকে বিদেশি সাংবাদিকরা ফোন করেন, বিশেষ করে ভারতের সাংবাদিকরা বলতে চান, ড. ইউনূস কি রাষ্ট্র চালাতে পারছেন না? আমি তাদের বলি, গোটা দেশের মানুষ তাঁর ওপর আস্থাশীল। তিনি সুন্দরভাবে দেশ চালাচ্ছেন।’ জেএসডি সভাপতি আ স ম আবদুর রবের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, জেএসডির তানিয়া রব, শহিদ উদ্দিন মাহমুদ স্বপন প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘অখণ্ড বাংলাদেশ’ গঠনের ডাক, তীব্র প্রতিক্রিয়া দিল্লির রাজপথে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি খাদ্যপণ্যের মূল্য বৃদ্ধি: সংকটে নিম্ন আয়ের মানুষ রাজধানীতে ছিনতাইয়ের বাড়বাড়ন্ত সংখ্যালঘুদের নির্যাতনের ঘটনায় মিঠুন চক্রবর্তীর সতর্কবার্তা জার্মানি নির্বাচনে ইলন মাস্কের হস্তক্ষেপ নিয়ে তর্ক-বিতর্ক গত ৪৮ ঘণ্টায় ৩ মন্দিরে হামলা, প্রশ্নবিদ্ধ ‘নতুন বাংলাদেশ’ ‘খুনি হিসেবে র‌্যাবকে সমাজে রাখা ঠিক হবে না’ দিল্লিতে নির্বাসিত হাসিনা, বাংলাদেশ- ভারত সম্পর্কে টানাপোড়ন: এবিসি আমাদের পাকঘরে উঁকি মারবেন না: ভারতকে ডা. শফিকুর রহমান রাখাইনে সামরিক সদর দপ্তর দখলে নিয়েছে আরাকান আর্মি শেখ হাসিনাকে দেখে রাখার ঘোষণা দিয়ে নিজেই হলেন পলাতক ২৬ বছর আগের ইলন মাস্কের ‘প্রলাপ’এখন বাস্তব দ্বিতীয়বারের মতো পাকিস্তান থেকে পণ্য নিয়ে চট্টগ্রামে ভিড়লো জাহাজ ভারত একটি মারমুখী রাষ্ট্র হিসেবে আবির্ভূত হয়েছে: আশরাফ কায়সার ‘আওয়ামী লীগ দালাল না, ভারতেরই সরকার ছিল’ নাটোরে মহাশ্মশানে ডাকাতি, মন্দিরে লুটপাট, সেবায়েতকে হত্যা ১৯ বাংলাদেশি নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের খসড়া তালিকা প্রকাশ মূল্যস্ফীতি প্রকাশে কারচুপি নেই, তাই বেশি দেখাচ্ছে: অর্থ উপদেষ্টা