
ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর

গণমাধ্যমে ছুটির গেজেট চায় জার্নালিস্ট কমিউনিটি

আগামী ৩ এপ্রিল ছুটি অনুমোদন হলে, ঈদের ছুটি হবে টানা ৯ দিন

চিকিৎসা নিতে চীন ছুটছেন বাংলাদেশিরা

ঈদে নিরাপত্তা নিয়ে ডিএমপির ১৪ অনুরোধ

ঈদে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর আসছে

এবার বেরিয়ে এলো ইউনাইটেড গ্রুপের থলের বিড়াল

ট্রেনে ঈদযাত্রা : আজ বিক্রি হবে ২৯ মার্চের টিকিট
ঈদযাত্রার প্রথমদিনই কর্মবিরতির হুমকি

রেলওয়ে গেটকিপারদের আন্দোলন ক্রমশ দানা বাঁধছে। তাদের দাবি, চাকরি স্থায়ীকরণ। ২৪ মার্চের মধ্যে চাকরি স্থায়ীকরণের ঘোষণা দেওয়া না হলে-ঈদ যাত্রার প্রথম দিন (২৪ মার্চ) থেকেই একযোগে সারা দেশে রেলপথ অবরোধ ও অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাবেন গেটকিপাররা। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ দাবিতে রেলভবনের প্রধান গেট ও ভবনের প্রধান ফটকের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিক্ষুব্ধ গেটকিপাররা। এদিকে কমলাপুর রেলস্টেশনে কনটেইনার ট্রেন লাইনচ্যুত হয়ে পৌনে ২ ঘণ্টা ঢাকার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ থাকে।
রেলওয়ে কর্তৃপক্ষের ভাষ্য, রেলের নির্দিষ্ট প্রকল্পে এদের অস্থায়ী নিয়োগ দেওয়া হয়েছে। বেতন নিশ্চিত করা হয়েছে। চাকরি স্থায়ীকরণ সময়সাপেক্ষ বিষয়। আলোচনার সাধ্যমে সমাধান হতে পারে-যাত্রী জিম্মি করে
নয়। কর্মবিরতির মধ্য দিয়ে নয়। এ প্রসঙ্গে বুধবার বিকালে রেলওয়ে মহাপরিচালক প্রকৌশলী মো. আফজাল হোসেন বলেন, যারা মানববন্ধন কিংবা বিক্ষোভ করছেন তাদের দাবির প্রতি আমরা সবসময়ই পজিটিভ। অস্থায়ীভিত্তিতে চাকরি করছেন তারা। তাদের বেতন নিশ্চিত করা হয়েছে। এখন চাকরি স্থায়ীকরণ বিষয়ে আলোচনা হতে পারে। আলোচনার পথ খোলা রয়েছে। কিন্তু, তারা হঠাৎ কর্মবিরতির হুমকি দিচ্ছেন। এমনটা হলে ট্রেন পরিচালনায় বিঘœ ঘটবে। আমরা তাদের বলেছি, ঈদের পরে এ বিষয়ে আলোচনা হবে। ঈদ যাত্রার আগে কোনোক্রমেই যেন কর্মবিরতির মতো কর্মসূচি পালন না করে। আশা করি তারা এমনটা মেনে নেবেন। এদিকে বুধবার সকাল সাড়ে ১০টায় রেলভবনের সামনে বিক্ষোভ-সমাবেশ ও মানববন্ধনের পর রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে স্মারকলিপি
প্রদান করেন। এদিকে ঘরমুখো মানুষ ২৪ মার্চ রেলপথে ঈদযাত্রা শুরু করবেন। চাকরি স্থায়ীকরণের দাবিতে সেদিন থেকেই কর্মবিরতির ঘোষণা দিয়েছেন আন্দোলনরত গেটকিপার/গেটম্যানরা। এর আগেও রেলওয়ের বিভিন্ন দফতরের কর্মচারীরা নানা ইস্যুতে পুরো রেলে কর্মবিরতির মতো কর্মসূচি পালন করেন। এমন কর্মবিরতিতে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। ঈদ যাত্রায় এমন পরিস্থিতি হলেÑযাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হবে। বিক্ষোভকারীরা জানান, গেটকিপার/গেটম্যানরা দাবি আদায়ে গত বছরের ১৮ আগস্ট রেলভবনে অবস্থান কর্মসূচি পালন করেন। ওইদিন তৎকালীন রেলপথ মন্ত্রণালয়ের সচিবের সভাপতিত্বে উচ্চ পর্যায়ের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রেলসচিব, রেলওয়ে মহাপরিচালক, পাবলিক সার্ভিস কমিশনের প্রতিনিধি, প্রশাসনের সব অ্যাডমিন ক্যাডার, বাংলাদেশ রেলওয়ের পূর্ব/পশ্চিম অঞ্চলের প্রকল্প পরিচালক, সংশ্লিষ্ট কর্মকর্তা,
বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধি, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, বৈষম্যবিরোধী বাংলাদেশ রেলওয়ে পূর্ব এবং পশ্চিম অঞ্চলের প্রকল্পের দেড় হাজার গেটকিপার/গেটম্যানের কেন্দ্রীয় প্রতিনিধিসহ সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেদিন রেলওয়ের মহাপরিচালক সিদ্ধান্ত দেন, বৈষম্যবিরোধী বাংলাদেশ রেলওয়ে পূর্ব এবং পশ্চিম অঞ্চলের প্রকল্পের এক হাজার ৪০৫ জন গেটকিপার ও গেটম্যানের চাকরি স্থায়ীকরণের দাবি যুক্তিসঙ্গত। বৈঠকে গেটকিপার/গেটম্যানের কেন্দ্রীয় প্রতিনিধিরা জানান, তারা যেহেতু দীর্ঘ আট বছর রেলওয়েতে চাকরি করে অভিজ্ঞ, এ বিষয়ে পাবলিক সার্ভিস কমিশন এক সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় আদেশ জারি করবে। মানববন্ধনে তারা আরও বলেন, গত বছরের ১ নভেম্বর আমাদের অফার লেটার হাতে দেওয়ার কথা থাকলেও এখনো দেওয়া হয়নি। বৈঠকে আমাদের বলা হয়, স্থায়ী নিয়োগ প্রক্রিয়ার মতো
৪০ হাজার পরীক্ষার্থীর মধ্য থেকে পরীক্ষায় পাশ করে এক হাজার ৮৮৯ জন প্রকল্পের গেটকিপার/গেটম্যান পদে যোগদান করেন। বর্তমানে কর্মরত এক হাজার ৫০৫ জন। আপনারা আট বছরের অভিজ্ঞ হয়ে উঠেছেন। দ্রুত চাকরি স্থায়ীকরণের আশ্বাসও দেন। গেটকিপার/গেটম্যানরা বলেন, বারবার এ রকম আশ্বাস ও প্রতিশ্র“তি দেওয়া হলেও আমাদের চাকরি স্থায়ীকরণ ও বেতন সমস্যার সমাধান হয়নি। আমরা এই অন্তর্বর্তী সরকারের আমলে নতুন কোনো দাবি তুলছি না। ১৬০ বছরেরও বেশি সময় ধরে রেলের প্রচলিত বিধি মোতাবেক যে কোনো কর্মচারী ৩ বছরের বেশি নিরবচ্ছিন্ন চাকরি করলে তাদের চাকরি সরাসরি স্থায়ীকরণ করা যায়। কমলাপুরে ট্রেন লাইনচ্যুত, ট্রেন চলাচলে বিঘ্ন: কমলাপুর রেলস্টেশনের প্রবেশমুখে কনটেইনার ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকার সঙ্গে
পৌনে ২ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। বুধবার বেলা সাড়ে ১১টায় ট্রেনটি লাইনচ্যুত হয়। দুপুর ১টা ৪০ মিনিটে লাইন ক্লিয়ার করা হলে ঢাকার সঙ্গে সারা দেশে সীমিত পরিসরে ট্রেন চলাচল শুরু হয়।
নয়। কর্মবিরতির মধ্য দিয়ে নয়। এ প্রসঙ্গে বুধবার বিকালে রেলওয়ে মহাপরিচালক প্রকৌশলী মো. আফজাল হোসেন বলেন, যারা মানববন্ধন কিংবা বিক্ষোভ করছেন তাদের দাবির প্রতি আমরা সবসময়ই পজিটিভ। অস্থায়ীভিত্তিতে চাকরি করছেন তারা। তাদের বেতন নিশ্চিত করা হয়েছে। এখন চাকরি স্থায়ীকরণ বিষয়ে আলোচনা হতে পারে। আলোচনার পথ খোলা রয়েছে। কিন্তু, তারা হঠাৎ কর্মবিরতির হুমকি দিচ্ছেন। এমনটা হলে ট্রেন পরিচালনায় বিঘœ ঘটবে। আমরা তাদের বলেছি, ঈদের পরে এ বিষয়ে আলোচনা হবে। ঈদ যাত্রার আগে কোনোক্রমেই যেন কর্মবিরতির মতো কর্মসূচি পালন না করে। আশা করি তারা এমনটা মেনে নেবেন। এদিকে বুধবার সকাল সাড়ে ১০টায় রেলভবনের সামনে বিক্ষোভ-সমাবেশ ও মানববন্ধনের পর রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে স্মারকলিপি
প্রদান করেন। এদিকে ঘরমুখো মানুষ ২৪ মার্চ রেলপথে ঈদযাত্রা শুরু করবেন। চাকরি স্থায়ীকরণের দাবিতে সেদিন থেকেই কর্মবিরতির ঘোষণা দিয়েছেন আন্দোলনরত গেটকিপার/গেটম্যানরা। এর আগেও রেলওয়ের বিভিন্ন দফতরের কর্মচারীরা নানা ইস্যুতে পুরো রেলে কর্মবিরতির মতো কর্মসূচি পালন করেন। এমন কর্মবিরতিতে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। ঈদ যাত্রায় এমন পরিস্থিতি হলেÑযাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হবে। বিক্ষোভকারীরা জানান, গেটকিপার/গেটম্যানরা দাবি আদায়ে গত বছরের ১৮ আগস্ট রেলভবনে অবস্থান কর্মসূচি পালন করেন। ওইদিন তৎকালীন রেলপথ মন্ত্রণালয়ের সচিবের সভাপতিত্বে উচ্চ পর্যায়ের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রেলসচিব, রেলওয়ে মহাপরিচালক, পাবলিক সার্ভিস কমিশনের প্রতিনিধি, প্রশাসনের সব অ্যাডমিন ক্যাডার, বাংলাদেশ রেলওয়ের পূর্ব/পশ্চিম অঞ্চলের প্রকল্প পরিচালক, সংশ্লিষ্ট কর্মকর্তা,
বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধি, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, বৈষম্যবিরোধী বাংলাদেশ রেলওয়ে পূর্ব এবং পশ্চিম অঞ্চলের প্রকল্পের দেড় হাজার গেটকিপার/গেটম্যানের কেন্দ্রীয় প্রতিনিধিসহ সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেদিন রেলওয়ের মহাপরিচালক সিদ্ধান্ত দেন, বৈষম্যবিরোধী বাংলাদেশ রেলওয়ে পূর্ব এবং পশ্চিম অঞ্চলের প্রকল্পের এক হাজার ৪০৫ জন গেটকিপার ও গেটম্যানের চাকরি স্থায়ীকরণের দাবি যুক্তিসঙ্গত। বৈঠকে গেটকিপার/গেটম্যানের কেন্দ্রীয় প্রতিনিধিরা জানান, তারা যেহেতু দীর্ঘ আট বছর রেলওয়েতে চাকরি করে অভিজ্ঞ, এ বিষয়ে পাবলিক সার্ভিস কমিশন এক সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় আদেশ জারি করবে। মানববন্ধনে তারা আরও বলেন, গত বছরের ১ নভেম্বর আমাদের অফার লেটার হাতে দেওয়ার কথা থাকলেও এখনো দেওয়া হয়নি। বৈঠকে আমাদের বলা হয়, স্থায়ী নিয়োগ প্রক্রিয়ার মতো
৪০ হাজার পরীক্ষার্থীর মধ্য থেকে পরীক্ষায় পাশ করে এক হাজার ৮৮৯ জন প্রকল্পের গেটকিপার/গেটম্যান পদে যোগদান করেন। বর্তমানে কর্মরত এক হাজার ৫০৫ জন। আপনারা আট বছরের অভিজ্ঞ হয়ে উঠেছেন। দ্রুত চাকরি স্থায়ীকরণের আশ্বাসও দেন। গেটকিপার/গেটম্যানরা বলেন, বারবার এ রকম আশ্বাস ও প্রতিশ্র“তি দেওয়া হলেও আমাদের চাকরি স্থায়ীকরণ ও বেতন সমস্যার সমাধান হয়নি। আমরা এই অন্তর্বর্তী সরকারের আমলে নতুন কোনো দাবি তুলছি না। ১৬০ বছরেরও বেশি সময় ধরে রেলের প্রচলিত বিধি মোতাবেক যে কোনো কর্মচারী ৩ বছরের বেশি নিরবচ্ছিন্ন চাকরি করলে তাদের চাকরি সরাসরি স্থায়ীকরণ করা যায়। কমলাপুরে ট্রেন লাইনচ্যুত, ট্রেন চলাচলে বিঘ্ন: কমলাপুর রেলস্টেশনের প্রবেশমুখে কনটেইনার ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকার সঙ্গে
পৌনে ২ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। বুধবার বেলা সাড়ে ১১টায় ট্রেনটি লাইনচ্যুত হয়। দুপুর ১টা ৪০ মিনিটে লাইন ক্লিয়ার করা হলে ঢাকার সঙ্গে সারা দেশে সীমিত পরিসরে ট্রেন চলাচল শুরু হয়।