
ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর

হুসেইনকে ভাইস প্রেসিডেন্ট নিয়োগের তীব্র নিন্দা, যা বলল হামাস

বৈরুতে ইসরাইলি ড্রোন হামলা, বহু হতাহতের আশঙ্কা

লন্ডনে পাকিস্তান হাইকমিশনে হামলা, যা বললেন শাহবাজ

‘বহুমুখী বিধ্বংসী যুদ্ধজাহাজ’ উদ্বোধন করে কিমের হুঁশিয়ারি

চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে কী নিয়ে বৈঠক হলো ইসলামী আন্দোলনের

সংকট এড়াতে হাত বাড়াতে হবে ট্রাম্পকেই

পুতিনকে ফের নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের
ইরানে ভয়াবহ বিস্ফোরণে নিহত বেড়ে ২৫, আহত ৮০০

ইরানের বৃহত্তম বাণিজ্যিক বন্দর শহিদ রেজায়ী পোর্টে ভয়াবহ এক বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ২৫ জনে পৌঁছেছে। শনিবারের এ ঘটনায় অন্তত ৮০০ জন আহত হয়েছেন।
রোববার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। খবর আল-জাজিরার।
প্রতিবেদন অনুযায়ী, বিস্ফোরণটি ইরানের দক্ষিণের বান্দর আব্বাস শহরের শাহিদ রাজায়ী বন্দরে ঘটে। এই বন্দরটি মূলত বহুল গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীর কাছে অবস্থিত। বিশ্ব তেল সরবরাহের এক-পঞ্চমাংশ এই পথ দিয়েই পরিবাহিত হয়।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে বন্দরটির কাস্টমস অফিস জানায়, বিস্ফোরণটি সম্ভবত বিপজ্জনক ও রাসায়নিক সামগ্রীর গুদামে অগ্নিকাণ্ডের ফলে ঘটেছে।
ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ প্রকাশিত ছবিতে দেখা যায়, বিস্ফোরণের পর উদ্ধারকর্মী ও বেঁচে যাওয়া মানুষজন ধ্বংসস্তূপে ঢাকা
প্রশস্ত সড়ক ধরে হাঁটছেন। একটি ট্রাকের ট্রেইলার আগুনে পুড়ছিল এবং একটি চূর্ণ-বিচূর্ণ গাড়ির পাশে রক্তের দাগ দেখা যাচ্ছিল, যখন একটি হেলিকপ্টার ধোঁয়ার বিশাল মেঘের ওপর পানি ছিটিয়ে দিচ্ছিল। স্থানীয় জরুরি পরিষেবাগুলোর বরাত দিয়ে রাষ্ট্রীয় টিভি আইআরইবি জানিয়েছে, ‘শত শত মানুষকে নিকটবর্তী চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে প্রাদেশিক রক্ত স্থানান্তর কেন্দ্র রক্তদানের জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে। সর্বশেষ এই বিস্ফোরণটি এমন এক সময়ে ঘটল, যার কয়েক মাস আগে ইরানের পূর্বাঞ্চলীয় তাবাস শহরের একটি কয়লা খনিতে গ্যাস লিক থেকে ঘটে যাওয়া দুর্ঘটনায় ৫০ জনেরও বেশি মানুষ প্রাণ হারায়। অন্যদিকে এই বিস্ফোরণের সময় ওমানের রাজধানী মাসকাটে ইরান-যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের পারমাণবিক আলোচনাও চলছিল। সেখানে উভয় পক্ষই আলোচনায়
অগ্রগতির কথা জানিয়েছে। এর আগে, ২০২০ সালের মে মাসে একই বন্দরে একটি বড় ধরণের সাইবার হামলার জন্য ইসরাইলের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। যার ফলে বন্দরটির কার্যক্রম কয়েকদিনের জন্য অচল হয়ে পড়ে। ওই ঘটনার ঠিক পাঁচ বছরের মাথায় একই বন্দরে আবার বিস্ফোরণ ঘটল। আর এটি এমন এক সময়ে ঘটলো যখন ওমানে নতুন একটি পারমাণবিক চুক্তির লক্ষ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা চলছে। এর ফলে এই বিস্ফোরণ আঞ্চলিক নিরাপত্তা এবং কূটনৈতিক প্রচেষ্টায় নতুন চাপ তৈরি করতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা।
প্রশস্ত সড়ক ধরে হাঁটছেন। একটি ট্রাকের ট্রেইলার আগুনে পুড়ছিল এবং একটি চূর্ণ-বিচূর্ণ গাড়ির পাশে রক্তের দাগ দেখা যাচ্ছিল, যখন একটি হেলিকপ্টার ধোঁয়ার বিশাল মেঘের ওপর পানি ছিটিয়ে দিচ্ছিল। স্থানীয় জরুরি পরিষেবাগুলোর বরাত দিয়ে রাষ্ট্রীয় টিভি আইআরইবি জানিয়েছে, ‘শত শত মানুষকে নিকটবর্তী চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে প্রাদেশিক রক্ত স্থানান্তর কেন্দ্র রক্তদানের জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে। সর্বশেষ এই বিস্ফোরণটি এমন এক সময়ে ঘটল, যার কয়েক মাস আগে ইরানের পূর্বাঞ্চলীয় তাবাস শহরের একটি কয়লা খনিতে গ্যাস লিক থেকে ঘটে যাওয়া দুর্ঘটনায় ৫০ জনেরও বেশি মানুষ প্রাণ হারায়। অন্যদিকে এই বিস্ফোরণের সময় ওমানের রাজধানী মাসকাটে ইরান-যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের পারমাণবিক আলোচনাও চলছিল। সেখানে উভয় পক্ষই আলোচনায়
অগ্রগতির কথা জানিয়েছে। এর আগে, ২০২০ সালের মে মাসে একই বন্দরে একটি বড় ধরণের সাইবার হামলার জন্য ইসরাইলের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। যার ফলে বন্দরটির কার্যক্রম কয়েকদিনের জন্য অচল হয়ে পড়ে। ওই ঘটনার ঠিক পাঁচ বছরের মাথায় একই বন্দরে আবার বিস্ফোরণ ঘটল। আর এটি এমন এক সময়ে ঘটলো যখন ওমানে নতুন একটি পারমাণবিক চুক্তির লক্ষ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা চলছে। এর ফলে এই বিস্ফোরণ আঞ্চলিক নিরাপত্তা এবং কূটনৈতিক প্রচেষ্টায় নতুন চাপ তৈরি করতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা।