আ.লীগ নেতাদের সঙ্গে গায়েবি মামলার আসামি এবি পার্টির নেতা – ইউ এস বাংলা নিউজ




আ.লীগ নেতাদের সঙ্গে গায়েবি মামলার আসামি এবি পার্টির নেতা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ নভেম্বর, ২০২৪ | ৪:০৯ 81 ভিউ
কক্সবাজারের চকরিয়ায় নাশকতার মামলায় আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে আসামি করা হয়েছে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার পেকুয়া-কুতুবদিয়া উপজেলা প্রতিনিধি ও এবি পার্টির নেতা সাংবাদিক গিয়াস উদ্দিনকে। গত ১৩ নভেম্বর থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে রুজু হওয়া ওই মামলার এজাহারনামীয় ৪৮ নম্বর আসামি করা হয়েছে গিয়াস উদ্দিনকে। গিয়াস উদ্দিন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) পেকুয়া উপজেলা কমিটির এক নম্বর যুগ্ম আহ্বায়ক ও জেলা কমিটির সদস্য। এছাড়া তিনি দৈনিক দেশ রূপান্তর পত্রিকার পেকুয়া-কুতুবদিয়া প্রতিনিধি এবং দীর্ঘ দুই যুগ ধরে তিনি সাংবাদিকতা করে আসছেন। নাশকতা মামলায় আসামি হওয়ার প্রতিক্রিয়ায় তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দেন। সেখানে লেখেন— গত ১৩ নভেম্বর চকরিয়া থানায় দায়ের

করা ফ্যাসিবাদি আমলের লীগের নেতাদের সঙ্গে আমাকেও মিথ্যা মামলায় আসামি করা হয়েছে। এর পর আরেক স্ট্যাটাসে লেখেন— তাকে মামলার আসামি করার পেছনে কারা রয়েছেন তাদের ব্যাপারে অনুসন্ধান চলবে। চকরিয়া থানা পুলিশ জানায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার পালাকাটা রাস্তার মাথা নামক স্থানে গত ৩ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে যানবাহন ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এই ঘটনায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করেন চকরিয়া পৌরসভার নিজপানখালী গ্রামের সিরাজ আহমদের ছেলে ওয়ার্ড বিএনপি নেতা আমির আলী। মামলায় কক্সবাজার-১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য জাফর আলমসহ ১৩৭ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ১৫০ জনের বিরুদ্ধে মামলাটি রুজু করা হয়। এ বিষয়ে চকরিয়া থানার

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর কাদের ভূঁইয়া জানান, মহাসড়কে ইজিবাইক ভাঙচুর, অগ্নিসংযোগ, নাশকতামূলক কর্মকাণ্ডের দায়ে মামলাটি রুজু করেন ক্ষতিগ্রস্ত ইজিবাইক চালক। তবে এজাহারে কারা আসামি হয়েছেন তা তিনি জানেন না। এদিকে বাদী আমির আলীর কাছে জানতে চাওয়া হয় মামলার এজাহারনামীয় ৪৮ নম্বর আসামির নাম এবং তার বাড়ি কোথায়? এই প্রশ্ন করা হলে তিনি (বাদী) জরুরি কাজে ব্যস্ত আছেন বলে মোবাইলফোন কেটে দেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১১ বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি অনুমোদন ঢাকা কলেজ-সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত ২ উমামার নেতৃত্বে স্বতন্ত্র প্যানেল ঘোষণা ইসলামাবাদের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে বেইজিং — চীনা পররাষ্ট্রমন্ত্রী ১৪৬ কোটি কর ফাঁকির অভিযোগ তিন কর্মকর্তার বিরুদ্ধে নির্বাচনের কর্মপরিকল্পনা নিয়ে বৈঠকে ইসি সফলভাবে লক্ষ্যবস্তু ধ্বংস করল ইরানের অ্যান্টি-শিপ ক্রুজ ক্ষেপণাস্ত্র ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ, যা বলছে পুলিশ এনবিআর বিলুপ্ত করে ২ বিভাগ, অধ্যাদেশ পাশ সন্ত্রাসবিরোধী সহযোগিতা জোরদারের অঙ্গীকার পাকিস্তান-চীন-আফগানিস্তানের ৮ হাজার কোটি টাকা হাতিয়েছে স্বপনচক্র এক বছরেও গ্রেফতার হয়নি পালানো ৭২৪ বন্দি প্রশাসন রাজনীতিবিদ ব্যবসায়ী মিলেমিশে সাদা পাথর লুট চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি ফেসবুকে পোস্টে পদত্যাগের পর জাবি বাগছাস নেতার মিষ্টি বিতরণ বেসিক ব্যাংকের সব সূচক নিম্নমুখী দুই কর্মকর্তা বরখাস্ত, তদন্ত কমিটি গঠন দুদকের দুই উপপরিচালক বরখাস্ত ক্ষমতার দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের জনমতের পাল্লা দ্রুত নিচে নামছে