ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
এনসিপির এক নেতাকে সাময়িক অব্যাহতি
গণসংযোগের সময় বিএনপির প্রার্থী গুলিবিদ্ধ
এরশাদ উল্লাহ টার্গেটে ছিলেন না : সিএমপি কমিশনার
কুষ্টিয়ায় মনোনয়নবঞ্চিত বিএনপি নেতার সমর্থকদের দ্বিতীয় দিনে সড়ক অবরোধ
বিএনপি-এনসিপি সমঝোতায় বঞ্চিত হলো জুলাই এর নারী নেত্রীরা
প্রধান রাজনৈতিক দল নিষিদ্ধ: পশ্চিমা হস্তক্ষেপ চাইলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোমেন
রাজনৈতিক কৌশলে পরাজিত বিএনপি কি জামায়াতকে নিষিদ্ধের পথে হাঁটবে!
আল্লাহর কাছে আর্জি, বাঙালি মুসলমানের তাকদির খুলে যাক, খুলে যাক বরকত ও রহমতের দুয়ার: আবু সাদিক
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি আবু সাদিক (সাদিক কায়েম) পহেলা বৈশাখ উপলক্ষে এক মানবিক ও হৃদয়স্পর্শী বার্তা দিয়েছেন। সোমবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি ফসল কাটার মৌসুমে বাঙালি কৃষকের জীবনের বাস্তবতা ও তাদের ঈমানি মানসিকতার সঙ্গে বরকতের প্রার্থনা তুলে ধরেন।
পোস্টে তিনি লিখেন, ‘‘বৈশাখে বাঙাল কৃষক ফসল ঘরে তোলে, শোকর করে আল্লাহর। এই সময়ে হয় পূর্বের ঋণ পরিশোধ, নয়া বছরের ন্যায্য শুরু। বৃষ্টির জন্য তাঁদের আকুলপ্রাণ দোয়া ও নতুন চাষের প্রস্তুতি- এ যেন তাঁদের ঈমান ও পরিশ্রমের মেলবন্ধন।’’
পহেলা বৈশাখকে ঘিরে তিনি আল্লাহর দরবারে একটি গুরুত্বপূর্ণ প্রার্থনা উত্থাপন করেন। লেখেন, “আল্লাহর কাছে আর্জি,
সবার তাকদির খুলে যাক, খুলে যাক বরকত ও রহমতের দুয়ার।” তার এই বার্তায় যেমন রয়েছে বাঙালি সংস্কৃতি ও কৃষিজীবনের প্রতি সহানুভূতি, তেমনি প্রতিফলিত হয়েছে একজন ঈমানদার ব্যক্তির বরকতময় ভবিষ্যতের প্রত্যাশা। বাঙালি মুসলমানের বৈশাখ যেন শুধু নতুন বছরের সূচনা নয়, বরং তা যেন হয়ে ওঠে নতুন তাওবা, নতুন শোকর এবং বরকতের নতুন দুয়ার উন্মোচনের মাহেন্দ্রক্ষণ- আবু সাদিকের এই বার্তায় তা-ই যেন পরিপূর্ণভাবে প্রতিফলিত হয়।
সবার তাকদির খুলে যাক, খুলে যাক বরকত ও রহমতের দুয়ার।” তার এই বার্তায় যেমন রয়েছে বাঙালি সংস্কৃতি ও কৃষিজীবনের প্রতি সহানুভূতি, তেমনি প্রতিফলিত হয়েছে একজন ঈমানদার ব্যক্তির বরকতময় ভবিষ্যতের প্রত্যাশা। বাঙালি মুসলমানের বৈশাখ যেন শুধু নতুন বছরের সূচনা নয়, বরং তা যেন হয়ে ওঠে নতুন তাওবা, নতুন শোকর এবং বরকতের নতুন দুয়ার উন্মোচনের মাহেন্দ্রক্ষণ- আবু সাদিকের এই বার্তায় তা-ই যেন পরিপূর্ণভাবে প্রতিফলিত হয়।



