আমার দুই ভাই মাদ্রাসায় পড়েছে, আমি তাদের মৃত্যুতে উল্লাস করব? – ইউ এস বাংলা নিউজ




আমার দুই ভাই মাদ্রাসায় পড়েছে, আমি তাদের মৃত্যুতে উল্লাস করব?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ নভেম্বর, ২০২৪ | ৮:০৩ 26 ভিউ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। বর্তমানে সেখানেই অবস্থান করছেন তিনি। সরকারের পতনের পর ৮ আগস্ট নোবেলজয়ী ড. মুহাম্মদ উইনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। গত রোববার সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে এ সংস্কৃতিবিষয়ক উপদেষ্টাকে নিয়ে নানান বিতর্ক। এ নিয়ে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) তার ফেসবুকে দেওয়া একটি পোস্টে এ নির্মাতা শাপলা চত্ত্বরের ঘটনায় তাকে নিয়ে যে বিতর্ক চলছে সেটির জবাব দিয়েছেন। তিনি লিখেছেন— আমার দর্শক ভাইবোনেরা, আপনারা যারা আমার কাজ-কর্ম সম্পর্কে অবগত আছেন তারা নিশ্চয়ই জানেন মানুষ এবং

ফিল্মমেকার হিসাবে আমি মধ্যপন্থার। আমি চাই পরস্পরবিরোধী মত নিয়াও আমরা এমপ্যাথি লইয়া পাশাপাশি থাকি। জাতীয় নিরাপত্তার স্বার্থে একে অপরের পাশাপাশি থাকা এবং কোনো ধর্মীয় বিষয়ে অপ্রয়োজনীয় কটাক্ষ এবং হাঙ্গামায় না জড়ানোর জন্য একটা লেখা লিখে বহুবিধ ট্যাগও খেয়েছি। আমাদের আজিজ মার্কেটে দীপন খুনের পর লিখছিলাম। তিনি বলেন, বহু ডিজিটাল কার্ড এবং ফেক স্ক্রিনশট ঘুরছে যেখানে দাবি করা হচ্ছে আমি নাকি ২০১৩ সালে বলেছি— ‘শাপলা চত্বর জঞ্জাল মুক্ত হয়েছে’। ডাহা মিথ্যা কথা। শাপলা চত্বরের ঘটনার পর আমি বরং লিখেছি— মাদ্রাসার সাধারণ ছাত্রদের মৃত্যুতে আমি ঘুমাতে পারছি না! ইংরেজিতে লেখা পোস্টটি আগ্রহীরা দেখে আসতে পারেন। আমার ছবি দিয়ে কিছু কিছু ফেক উইকিপিডিয়া স্ক্রিনশটও

ঘুরছে। প্লিজ ইগনোর অল দিজ। তিনি আরও বলেন, আমার আপন দুই ভাই মাদ্রাসায় পড়েছে। আমি সাধারণ মাদ্রাসাছাত্রদের মৃত্যুতে উল্লাস করব? মাদ্রাসার ছাত্র কেন, কোনো মানুষের মৃত্যুতে আমি উল্লাস করব? আমি তো— এমনকি অপরাধীর মৃত্যুতেও শোক করি। মিথ্যা কথা ছড়ানোরও তো একটা মাত্রা থাকে। আমার প্রযোজনায় আমার ছোট ভাই কিবরিয়া পরিচালনা করেছিল ‘আব্দুল্লাহ’, যেখানে দেখানো হয়েছে কেবলমাত্র মাদ্রাসায় পড়ার কারণে একটা ছেলেকে আমাদের সো-কলড প্রগতিশীল সমাজে কি রকম স্টিগমা ফেস করতে হয়। বোরকা স্টিগমাটাইজ করা নিয়ে বহুবার লিখেছি। সবার প্রতি বিশেষভাবে অনুরোধ জানিয়ে মোস্তফা সরয়ার ফারুকী বলেন, দয়া করে সব কিছু বিশ্বাস করার আগে একটু কষ্ট করে যাচাই করে নিন। আমরা আমাদের

কাজটা এনজয় করছি। আশা করি আগামী সপ্তাহের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কাজের শুরুটা করতে পারব, যার ভেতর দিয়ে প্রাথমিকভাবে আট বিভাগীয় শহরে একটা নবতরঙ্গ শুরু করতে পারব। পারব জুলাই ন্যারেটিভ নির্মাণ করতে, ১৫ বছরের দুঃশাসনের এক্সরে রিপোর্ট তৈরি করতে। সো লেটস নট ওয়েস্ট আওয়ার এনার্জি বিহাইন্ড হেইট্রেড!

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কাল যুক্তরাষ্ট্রে যাচ্ছেন মোদি গুয়েতেমালায় বাস উল্টে নিহত ৫১ ধর্মসভায় অতিথি করা নিয়ে বিরোধে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা ‘আমি বাংলায় গান গাই’ গানের শিল্পীর শারীরিক অবস্থার অবনতি দৌলতপুরে যুবককে গুলি করে হত্যা ‘বলার মতো’ অগ্রগতির প্রতীক্ষায় ১৩ বছর প্রমিস ডে-তে আজ প্রিয়জনকে প্রতিশ্রুতি দিন ডিসেম্বরের মধ্যে নির্বাচন, আশ্বস্ত করল সরকার চীনে বিয়ে কমার রেকর্ড, বাড়ছে বিচ্ছেদ স্টিল-অ্যালুমিনিয়ামে ২৫ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের গাজা নিয়ে হামাসের হুঁশিয়ারি ‘ননী ছিঃ ছিঃ ছিঃ’ থেকে রেহাই পেল না ভারত-ইংল্যান্ড ম্যাচও শহীদ মিনারে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবস্থান ফের র‌্যাম্পে রুনার ঝলক, নজর কাড়লেন ১০ ছবিতে ‘গাজা স্টাইলে’ পশ্চিম তীরেও ফিলিস্তিনিদের গুলি করে মারছে ইসরাইল ৩ মাসেও পূর্ণাঙ্গ হয়নি বাফুফের কমিটি ৫.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল মরক্কো শতাধিক দেশের অংশগ্রহণে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলন, নেপথ্যে কী? ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব সংক্রান্ত আদেশ আটকে দিল আদালত গাজা সংকট নিয়ে পাকিস্তান ও সৌদি আরবের উদ্যোগে ওআইসির জরুরি বৈঠক