ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
আধুনিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন সমন্বিত ভূগর্ভস্থ সুবিধা উন্মোচন করবে ইরান
ইরানের ইসলামিক রেভল্যুশন গার্ডস কর্পস (আইজিআরসি) এরোস্পেস ফোর্স বড় আকারের সামরিক মহড়ার জন্য আধুনিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন সমন্বিত নতুন ভূগর্ভস্থ সুবিধা উন্মোচন করবে। সোমবার (৬ জানুয়ারি) সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আইজিআরসির মুখপাত্র জেনারেল আলি মোহাম্মদ নাইনি।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তাসনিম নিউজ এজেন্সি।
জেনারেল আলি মোহাম্মদ নাইনি চলমান ‘পায়ম্বার-ই আজম (দ্য গ্রেট প্রফেট) ১৯’ সামরিক মহড়া এবং আগামী দিনে অনুষ্ঠিত হতে যাওয়া আরও কয়েকটি মহড়ার বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত জানান।
তিনি বলেন, মহড়ার সময় আইআরজিসি এরোস্পেস ফোর্স ‘মিসাইল ও ড্রোন সিটিস’ উন্মোচন করবে। একই সময়ে ইরানের দক্ষিণে একটি ভূগর্ভস্থ শহর এবং ক্ষেপণাস্ত্রবাহী জাহাজ উন্মোচন করা হবে।
এছাড়া আইআরজিসির একটি
‘ইউনিক ড্রোন’ এর নতুন ভার্সনও উন্মোচন করা হবে বলেও জানান তিনি। মোহাম্মদ নাইনি বলেন, আইআরজিসির নৌবাহিনী আগামী ১৮ থেকে ২৩ জানুয়ারি পারস্য উপসাগরে একটি সামরিক মহড়ার আয়োজন করবে। আর আগামী ১১ জানুয়ারি হরমুজ প্রণালীতে স্মার্ট ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য একটি মহড়ায় প্রায় ৩০০টি যুদ্ধজাহাজ অংশ নেবে। তিনি আরও জানান, আগামী ২৭ জানুয়ারির মহড়ায় প্রায় দু হাজার সামরিক ও বেসামরিক জাহাজ অংশগ্রহণ করবে। এছাড়াও একটি বৃহত্তম নৌ কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। ‘শহীদ বাহমান বাকেরী' এবং 'রইস আলী দেলোয়ারীর' নামে দুটি যুদ্ধজাহাজ আইআরজিসি নৌবাহিনীর বহরে যোগ দেবে। জেনারেল নাইনি আগামী ১০ জানুয়ারি রাজধানী তেহরানে ১ লাখ ১০ হাজার বাসিজ বাহিনীকে নিয়ে
একটি মহড়ার পরিকল্পনারও কথা জানান। আইআরজিসির এই মুখপাত্র আরও বলেন, ইরান যেকোনও মাত্রার বড়ধরনের কঠিন যুদ্ধের জন্য আনেক আগে থেকেই পুরোপুরি প্রস্তুত।
‘ইউনিক ড্রোন’ এর নতুন ভার্সনও উন্মোচন করা হবে বলেও জানান তিনি। মোহাম্মদ নাইনি বলেন, আইআরজিসির নৌবাহিনী আগামী ১৮ থেকে ২৩ জানুয়ারি পারস্য উপসাগরে একটি সামরিক মহড়ার আয়োজন করবে। আর আগামী ১১ জানুয়ারি হরমুজ প্রণালীতে স্মার্ট ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য একটি মহড়ায় প্রায় ৩০০টি যুদ্ধজাহাজ অংশ নেবে। তিনি আরও জানান, আগামী ২৭ জানুয়ারির মহড়ায় প্রায় দু হাজার সামরিক ও বেসামরিক জাহাজ অংশগ্রহণ করবে। এছাড়াও একটি বৃহত্তম নৌ কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। ‘শহীদ বাহমান বাকেরী' এবং 'রইস আলী দেলোয়ারীর' নামে দুটি যুদ্ধজাহাজ আইআরজিসি নৌবাহিনীর বহরে যোগ দেবে। জেনারেল নাইনি আগামী ১০ জানুয়ারি রাজধানী তেহরানে ১ লাখ ১০ হাজার বাসিজ বাহিনীকে নিয়ে
একটি মহড়ার পরিকল্পনারও কথা জানান। আইআরজিসির এই মুখপাত্র আরও বলেন, ইরান যেকোনও মাত্রার বড়ধরনের কঠিন যুদ্ধের জন্য আনেক আগে থেকেই পুরোপুরি প্রস্তুত।