আতঙ্কের মাঝেও বিয়ের সানাই – ইউ এস বাংলা নিউজ




আতঙ্কের মাঝেও বিয়ের সানাই

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ মে, ২০২৫ | ৯:১৮ 54 ভিউ
পরনে লেহেঙ্গা, সঙ্গে ভারী গহনা। বউ সেজে বসে আছেন ১৮ বছর বয়সি রাবিয়া বিবি। মাথায় পাগড়ি ও শেরোয়ানি পরে বরবেশে পাশেই রয়েছেন চৌধুরী জুনাইদ (২৩)। দুজনই পাকিস্তানশাসিত কাশ্মীরের বাসিন্দা। ভারত ও পাকিস্তানে চলমান উত্তেজনার মাঝেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তারা। এদিকে সীমান্তে বুলেট-বারুদের গন্ধ অন্যদিকে যুদ্ধের আশঙ্কা। চরম এ আতঙ্কের মাঝেই পাকিস্তানের কাশ্মীরে বাজছে বিয়ের সানাই। এএফপি। ভারতের পহেলগাঁওয়ে ২৬ জনকে হত্যার ঘটনায় আবারও বৈরীভাব তৈরি হয়েছে ভারত-পাকিস্তান সম্পর্কে। সীমান্তে দুদেশের মধ্যে চলছে গোলাগুলি, সামরিক মহড়া। দুদেশই একে অপরকে দিচ্ছে হুমকি। এমন নাজুক পরিস্থিতিতেও নির্ধারিত তারিখে বিয়ের সিদ্ধান্তে অটল ছিলেন জুনাইদ ও রাবিয়া। পাকিস্তান নিয়ন্ত্রিত সীমান্তবর্তী কাশ্মীরের একটি প্রত্যন্ত উপত্যকা নীলম

ভ্যালিতে বাস করেন তারা। দুদেশের এমন উত্তেজনার মাঝেও বিয়ের সিদ্ধান্তে রাবিয়া বলেন, ‘আমাদের শৈশব থেকেই এমন পরিস্থিতি দেখে এসেছি, এখন আর আমরা ভয় পাই না। আর পাবও না। আমরা শান্তি চাই, যাতে আমাদের জীবন ক্ষতিগ্রস্ত না হয়।’ এ বিষয়ে রাবিয়ার বর জুনাইদ বলেন, ‘মানুষ উদ্বিগ্ন এবং চিন্তিত, তবুও, আমরা কোনো ঐতিহ্যবাহী বিয়ের অনুষ্ঠান বাতিল করিনি’। তবে শুধু জুনাইদ দম্পতি নয়, অন্য এক গ্রামে বিয়ে করেছেন যান্ত্রিক প্রকৌশলী শোয়েব আখতারও। পরিবার-পরিজনদের সঙ্গে থাকা ২৫ বছর বয়সি আখতার বলেন, ‘এটি আমাদের জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত এবং আমরা কোনো কিছুতেই এটি নষ্ট করতে দেব না। এখন আমি বিয়ে করছি এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ

বিষয়। যদি যুদ্ধ আসে, আমরা যখনই তা ঘটবে তখনই তা মোকাবিলা করব। তার স্ত্রী বলেন, ‘আমরা খুশি এবং যদি ভারতের কিছু সমস্যা থাকে, তবে আমাদের কিছু যায় আসে না। আমরা দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছি। আমাদের এবং আমাদের জাতির স্বার্থের জন্য লড়াই করব।’ ১৯৪৭ সালে ব্রিটিশ শাসন অবসানের পর থেকে ভারত ও পাকিস্তান হিমালয় অঞ্চল নিয়ে বেশ কয়েকটি যুদ্ধ করেছে। বিভক্ত মুসলিম-সংখ্যাগরিষ্ঠ অঞ্চলের উভয় পাশে বসবাসকারী সাধারণ কাশ্মীরিরা প্রায়ই ক্রসফায়ারের শিকার হন। ২২ এপ্রিল পহেলগাঁওয়ের ঘটনার পর থেকে পারমাণবিক অস্ত্রধারী চির প্রতিদ্বন্দ্বীদের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। কেননা ঘটনার পরপরই পাকিস্তানকে দোষারোপ করে আসছে ভারত, যা মানতে নারাজ ইসলামাবাদ। পাকিস্তানের দাবি-ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

রাজনৈতিক স্বার্থ হাসিলেই এ হামলার নাটক সাজিয়েছেন। এমন ঘটনায় সীমান্তের দুই পারেই মানুষ রাত কাটাচ্ছেন আতঙ্কে। জেগে থাকছেন অনিশ্চয়তার মধ্যে। যুদ্ধাতঙ্কে চুরান্ডা থেকে চকোঠি, সাইন্থ থেকে ত্রেওয়া-প্রতিটি সীমান্তবর্তী গ্রামের ঘরে ঘরেই এখন গড়ে উঠছে বাঙ্কার। জরুরি রসদ মজুত করছেন সেখানেই। প্রতিদিনের জীবনযাপন চালিয়ে যাচ্ছেন ভয় আর দুশ্চিন্তার ছায়ায়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘অন্যায় চলতে থাকলে প্রতিক্রিয়া আসবেই’— মোহাম্মদ এ. আরাফাতের হুঁশিয়ারি আন্তর্জাতিক অপশক্তির সাথে সম্পৃক্ত শিশু বক্তার দম্ভোক্তি: আমরা এখন আর আঞ্চলিক খেলোয়াড় না বন্ধ হচ্ছে সিইপিজেডের কারখানাগুলো: সংকট ধামাচাপায় সংবাদ প্রকাশে বাধা দিলেও দাবিয়ে রাখা যায়নি শ্রমিকদের অপহরণসহ সকল অপরাধ বেড়েছে কয়েক গুণ: ইউনূস-আমলে আইনশৃঙ্খলার চরম অবনতি নিজ ভূখণ্ডে পাকি বিমানবাহিনীর বোমাবর্ষণ: নারী-শিশুসহ নিহত ৩০, অস্বীকার সরকারের অন্ধকারের হাতছানি বিগ চেঞ্জ পদক পেয়ে ড. ইউনূস: মানুষের সব সমস্যার সমাধান ব্যবসায়িক উপায়ে করা সম্ভব আবারও বাড়তে পারে সয়াবিন তেলের দাম, ক্ষোভ হতাশায় নিম্নআয়ের মানুষ দূর্গাপুজায় ঝুঁকিপূর্ণ জেলার তালিকায় চট্টগ্রামঃ উচ্চ ঝুঁকিতে পাঁচ জেলা বাণিজ্য সচিব নিয়োগে এনসিপি নেতা নাহিদকে ৩৫ কোটি টাকা ঘুষ প্রদানের অভিযোগ অনন্ত-বর্ষাসহ ৫ জনের বিরুদ্ধে প্রতারণা মামলা হয়রানি ঠেকাতে ওয়ারেন্ট সমন যাবে অনলাইনে রাজধানীতে আজ কোথায় কী ইসরায়েলের বিরুদ্ধে কড়া নিষেধাজ্ঞা ঘোষণা স্পেনের ঢাকার তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস লিটনদের ভারত পরীক্ষা আজ কী ঘটেছিল ইতিহাসের এই দিনে কক্সবাজার সৈকতের অবৈধ দোকান উচ্ছেদ ও লাইসেন্স বাতিলের উদ্যোগ এক দিনের ব্যবধানে স্বর্ণের দামে আবার রেকর্ড ট্রাম্প কিছুতেই নোবেল পেতে পারেন না : ফ্রান্সের প্রেসিডেন্ট