আগামীর বাংলা হবে ইসলামের বাংলা ইসলামী আদর্শ বাস্তবায়ন ছাড়া অন্য কিছু মানবো না – ইউ এস বাংলা নিউজ




আগামীর বাংলা হবে ইসলামের বাংলা ইসলামী আদর্শ বাস্তবায়ন ছাড়া অন্য কিছু মানবো না

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ নভেম্বর, ২০২৪ | ৯:৩৪ 22 ভিউ
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই) বলেছেন, আগামীর দেশ বিনির্মাণে ইসলামী আদর্শ বাস্তবায়ন করে সে আলোকে দেশ পরিচালনা করতে হবে। বিগত ৫৩ বছরের আলোকে বলা যায় এখন ইসলামী আদর্শ বাস্তবায়নই এদেশের সকল সঙ্কটের একমাত্র সমাধান। আগামীর বাংলা হবে ইসলামের বাংলা, ইসলামপন্থিদের বাংলা, আলেম-ওলামাদের বাংলা। ইসলামী নীতি ও আদর্শের বাইরে ডেমোক্রেসি, সেক্যুলারিজম, জাতীয়তাবাদ, লেলিন, কালমার্কস-এর আদর্শ আমরা মানবো না। তিনি আগামী নির্বাচনে শান্তির প্রতীক হাতপাখাকে বিজয় করে জনগণের শান্তি নিশ্চিত করার আহ্বান জানান। তিনি বলেন, হাতপাখা বিজয় হলে জনগণের মুক্তি হবে, বৈষম্য দূর হবে, শান্তি প্রতিষ্ঠা হবে। আজ (বুধবার) বিকেলে ঐতিহাসিক বাউফল পাবলিক মাঠে ইসলামী

আন্দোলন বাংলাদেশ পটুয়াখালীর বাউফল উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত বিশাল গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের অর্জিত বিজয় রক্ষা দেশ বিরোধী সকল ষড়যন্ত্র, দুর্নীতি, সন্ত্রাস, সকল বৈষম্যের মোকাবেলা ও ভোটাধিকার রক্ষার্থে এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবী সহ ৯ দফা দাবীর বাস্তবায়নের লক্ষ্যে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলন বাউফল উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. নজরুল ইসলামের সভাপতিত্বে গণসমাবেশে প্রধান বক্তা ছিলেন দলের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা মো. সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, পটুয়াখালী জেলা সভাপতি মুফতি মো. হাবিবুর রহমান, হাওলাদার মো. সেলিম, মাওলানা মুহা. কাজী গোলাম সরোয়ার, মাওলানা মুহা. নজরুল ইসলাম প্রমুখ। মুফতী ফয়জুল

করীম বলেন, হাতপাখাকে বিজয়ী করলে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। হাতপাখা সাম্যের প্রতীক। হাতপাখা সবার প্রতীক। মুসলমানরা হাতপাখা ব্যবহার করে, হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টানসহ সকল জাতি ধর্ম ও বর্নের মানুষ হাতপাখা ব্যাবহার করে। হাতপাখাকে বিজয় করলে এদেশ দুর্নীতিমুক্ত হবে। জনগণকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, বাংলাদেশকে রক্ষা করার জন্য, সজাগ থাকতে হবে। দুই ঘন্টা দাওয়াতি কাজ করতে হবে। ইসকন বাংলাদেশের মধ্যে নতুন সন্ত্রাবাদ সৃষ্টি করতে চায়। তারা ভিন্ন আঙ্গিকে এ দেশকে অস্থির করতে চায়। তোমরা সাবধান হয়ে যাও। বাংলাদেশের মানুষ ঘুমিয়ে যায় নাই। অস্থিরতা তৈরী করতে চাইলে বাংলাদেশের মানুষ তোমাদের ঝাড়––পেটা করে এদেশ ছাড়া করবে। বাংলাদেশ হচ্ছে আলেম ওলামাদের । ইসলামী আন্দোলনের নায়েবে আমীর

আরও বলেন, ‘৭২এর সংবিধানে চার মুলনীতির কথা থাকলেও ৭২-এ যে সংবিধানে রচিত হয়েছিল তাতে স্বাধীনতার চেতনা ছিল না। গত ৫ আগষ্ট ছাত্র-জনতার বিল্পবের মাধ্যমে একজন স্বৈরশাসকের হাত থেকে দেশ রক্ষা পেয়েছে। তিনি অন্তর্বর্তিকালীন সরকারের কাছে দাবী জানান, শুধু নেতা নয়, নীতি ও আদর্শের পরিবর্তন চাই। দেশ থেকে সকল ষড়যন্ত্র, দুর্নীতি ও সন্ত্রাস দূর করতে হবে। বিগত হাসিনার সরকারের আমলে দেশে কোন ভোটারধিকার ছিল না। জনগণ যাতে ভোট দিতে পারে তা নিশ্চিত করতে হবে। ৫ আগষ্ট ছাত্র-জনতার সাথে ইসলামী আন্দোলনে কর্মীদের অবদান সবচেয়ে বেশি ছিল। অন্যান্য রাজনৈতিক দলের বড় মাপের নেতাদের কোন অবদান ছিল না। তিনি আরো বলেন, দেশকে মাদক ও সন্ত্রাসমুক্ত

রাখতে হলে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দিতে আহবান জানান। ইসলামী আইন ছাড়া দেশে কেহ শান্তি দিতে পারবে না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘অখণ্ড বাংলাদেশ’ গঠনের ডাক, তীব্র প্রতিক্রিয়া দিল্লির রাজপথে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি খাদ্যপণ্যের মূল্য বৃদ্ধি: সংকটে নিম্ন আয়ের মানুষ রাজধানীতে ছিনতাইয়ের বাড়বাড়ন্ত সংখ্যালঘুদের নির্যাতনের ঘটনায় মিঠুন চক্রবর্তীর সতর্কবার্তা জার্মানি নির্বাচনে ইলন মাস্কের হস্তক্ষেপ নিয়ে তর্ক-বিতর্ক গত ৪৮ ঘণ্টায় ৩ মন্দিরে হামলা, প্রশ্নবিদ্ধ ‘নতুন বাংলাদেশ’ ‘খুনি হিসেবে র‌্যাবকে সমাজে রাখা ঠিক হবে না’ দিল্লিতে নির্বাসিত হাসিনা, বাংলাদেশ- ভারত সম্পর্কে টানাপোড়ন: এবিসি আমাদের পাকঘরে উঁকি মারবেন না: ভারতকে ডা. শফিকুর রহমান রাখাইনে সামরিক সদর দপ্তর দখলে নিয়েছে আরাকান আর্মি শেখ হাসিনাকে দেখে রাখার ঘোষণা দিয়ে নিজেই হলেন পলাতক ২৬ বছর আগের ইলন মাস্কের ‘প্রলাপ’এখন বাস্তব দ্বিতীয়বারের মতো পাকিস্তান থেকে পণ্য নিয়ে চট্টগ্রামে ভিড়লো জাহাজ ভারত একটি মারমুখী রাষ্ট্র হিসেবে আবির্ভূত হয়েছে: আশরাফ কায়সার ‘আওয়ামী লীগ দালাল না, ভারতেরই সরকার ছিল’ নাটোরে মহাশ্মশানে ডাকাতি, মন্দিরে লুটপাট, সেবায়েতকে হত্যা ১৯ বাংলাদেশি নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের খসড়া তালিকা প্রকাশ মূল্যস্ফীতি প্রকাশে কারচুপি নেই, তাই বেশি দেখাচ্ছে: অর্থ উপদেষ্টা