
ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর

অবৈধ সরকারের পতন ছাড়া গণতন্ত্র ও আইনের সুশাসন সম্ভব নয়: বাংলাদেশ ছাত্রলীগ

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে জামায়াত ও এনসিপির হুমকি: রাজনৈতিক ঐক্যের ফাটল নাকি নতুন ষড়যন্ত্রের ছায়া?

মূলা, বেগুনসহ এনসিপিকে ফের ৫০টি প্রতীক বেছে নিতে সময় বেঁধে দিলো ইসি

ব্যস্ততার কারণে জামায়াতের নেতাকর্মীদের চাঁদাবাজির খোঁজ নিতে পারছেন না আমির শফিকুর

‘আমাদের বিয়ে আগামী বছর একটি উপযুক্ত সময়ে ইনশাআল্লাহ’

জাতীয় পার্টির কার্যালয়ের সামনে অ্যাকশনে পুলিশ

জামায়াতকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা দিতে ট্রাম্প-রুবিওকে পরামর্শ মাইকেল রুবিনের
অন্তর্বর্তী সরকার অনেক ভুল করছে: মান্না

সম্প্রতি এক আলোচনা সভায় মাহমুদুর রহমান মান্না বলেন, এই সরকার অনেক ভুল করছে, মাঝে মাঝে এমনকি অন্যয় ও করছে। যারা এই পরিবর্তনের কথা বলছেন তাঁরা এক চোখে দেখেন আরেক চোখে দেখেন না। আমার বহুদিনের পরিচিত পুরনো এক বন্ধু আমেরিকা থেকে এসেছেন, সাতদিন পরে আজকে তার সাথে আমার দুপুর ১টা রেস্টুরেন্টে বসে খাওয়ার কথা। উনি পৌঁছেছেন, আমি যেতে পারিনি।
দেশটা বদলে যাচ্ছে, দেশটা বদলাবার পথে উঠেছে।কেউ কেউ আছেন,যাঁরা এই বদলাবার তরিকাটা বুঝন না। যারা বদল বা পরিবর্তন জীবনে দেখিনি, বাংলাদেশে এরকম মানুষও এখন এই বদল বা পরিবর্তনের নেতা পর্যন্ত হয়ে বসে আছে।যারা বলছেন, বৈষম্য বিরোধী লড়াই করছেন। ওই নেতাদের কাউকেই আপনি সম্ভবত
এই যে কর্মচারী কর্মকর্তারা বৈষম্য বিরোধী লড়াই করছেন, তাঁর সাথে একাত্মতা ঘোষণা করতে দেখেননি। আমি বলছি আবার,যারা রক্ত দিয়ে জীবন দিয়ে এই পরিবর্তনটা আনল, তাঁরাও অনেকে এখনও বৈষম্য বিরোধী এই লড়াইয়ের সাথে একাত্ম হতে পারেনি। এই আউটসোর্স এই বিষয়টা বুঝতে চাইছিলাম, এমনিতে বাইরে আমরা যখন আউটসোর্সিং বলি, তখন তাঁর মিনিং ডক্টর ইউনুস করবেন। চাকরির জন্য আরেকজনের কাছে কেন যাবে, চাকরি নিজেই খুঁজে নাও।এমপ্লয়মেন্ট নিজে তৈরি করো এবং সমস্ত অত্যাচার নির্যাতন বঞ্চনার বিরুদ্ধে নিজে নিজে প্রতিরোধ করতে শিখো। অথচ এই সচিবালয়ের মধ্যে কী চলছে সেটা জানেন। যে সংস্কার কমিশন হয়েছে, তাঁদের বৈঠকে, যেখানে তারা তাদের প্রস্তাব পেশ করেছেন সেখানে গিয়েছি। প্রশাসন
ক্যাডারে যে পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে, ১টা ঝড় তুলে দিয়েছে। যারা এই পরিবর্তনের কথা বলছেন, তাঁরা এক চোখে দেখেন আর চোখে দেখেন না। এই জন্য চোখে কেবল এডমিন ক্যাডার দেখেন আরেক চোখ বন্ধ। আপনাদের দেখতে পারেন না বলে আপনাদের সমস্যা সমাধানের কথাও তাঁরা বলতে পারেন,কী করা দরকার? নিশ্চিতভাবেই তাঁর দাবি আরও জোরদার করে।আন্দোলন আরও শক্তভাবে করেন।এই সরকারের কোনো জবাবদিহিতা আছে। এই সরকারকে আর একবার ভোটে দাড়াবে। এই সরকার নতুন করে পার্টি বানাবে? ওরা যদি বলে এত কাজ করতে পারব না কোনো রকম ১টা ভোট দিয়ে চলে যাব। তারপরে যেখানে যেখানে ছিলাম ভাল ছিলাম ঐ জীবনে চলে যেতে চাই, তখন কী করবে।
এই যে কর্মচারী কর্মকর্তারা বৈষম্য বিরোধী লড়াই করছেন, তাঁর সাথে একাত্মতা ঘোষণা করতে দেখেননি। আমি বলছি আবার,যারা রক্ত দিয়ে জীবন দিয়ে এই পরিবর্তনটা আনল, তাঁরাও অনেকে এখনও বৈষম্য বিরোধী এই লড়াইয়ের সাথে একাত্ম হতে পারেনি। এই আউটসোর্স এই বিষয়টা বুঝতে চাইছিলাম, এমনিতে বাইরে আমরা যখন আউটসোর্সিং বলি, তখন তাঁর মিনিং ডক্টর ইউনুস করবেন। চাকরির জন্য আরেকজনের কাছে কেন যাবে, চাকরি নিজেই খুঁজে নাও।এমপ্লয়মেন্ট নিজে তৈরি করো এবং সমস্ত অত্যাচার নির্যাতন বঞ্চনার বিরুদ্ধে নিজে নিজে প্রতিরোধ করতে শিখো। অথচ এই সচিবালয়ের মধ্যে কী চলছে সেটা জানেন। যে সংস্কার কমিশন হয়েছে, তাঁদের বৈঠকে, যেখানে তারা তাদের প্রস্তাব পেশ করেছেন সেখানে গিয়েছি। প্রশাসন
ক্যাডারে যে পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে, ১টা ঝড় তুলে দিয়েছে। যারা এই পরিবর্তনের কথা বলছেন, তাঁরা এক চোখে দেখেন আর চোখে দেখেন না। এই জন্য চোখে কেবল এডমিন ক্যাডার দেখেন আরেক চোখ বন্ধ। আপনাদের দেখতে পারেন না বলে আপনাদের সমস্যা সমাধানের কথাও তাঁরা বলতে পারেন,কী করা দরকার? নিশ্চিতভাবেই তাঁর দাবি আরও জোরদার করে।আন্দোলন আরও শক্তভাবে করেন।এই সরকারের কোনো জবাবদিহিতা আছে। এই সরকারকে আর একবার ভোটে দাড়াবে। এই সরকার নতুন করে পার্টি বানাবে? ওরা যদি বলে এত কাজ করতে পারব না কোনো রকম ১টা ভোট দিয়ে চলে যাব। তারপরে যেখানে যেখানে ছিলাম ভাল ছিলাম ঐ জীবনে চলে যেতে চাই, তখন কী করবে।