অন্তর্বর্তী সরকার অনেক ভুল করছে: মান্না – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ জানুয়ারি, ২০২৫
     ১১:৪০ অপরাহ্ণ

অন্তর্বর্তী সরকার অনেক ভুল করছে: মান্না

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ জানুয়ারি, ২০২৫ | ১১:৪০ 125 ভিউ
সম্প্রতি এক আলোচনা সভায় মাহমুদুর রহমান মান্না বলেন, এই সরকার অনেক ভুল করছে, মাঝে মাঝে এমনকি অন্যয় ও করছে। যারা এই পরিবর্তনের কথা বলছেন তাঁরা এক চোখে দেখেন আরেক চোখে দেখেন না। আমার বহুদিনের পরিচিত পুরনো এক বন্ধু আমেরিকা থেকে এসেছেন, সাতদিন পরে আজকে তার সাথে আমার দুপুর ১টা রেস্টুরেন্টে বসে খাওয়ার কথা। উনি পৌঁছেছেন, আমি যেতে পারিনি। দেশটা বদলে যাচ্ছে, দেশটা বদলাবার পথে উঠেছে।কেউ কেউ আছেন,যাঁরা এই বদলাবার তরিকাটা বুঝন না। যারা বদল বা পরিবর্তন জীবনে দেখিনি, বাংলাদেশে এরকম মানুষও এখন এই বদল বা পরিবর্তনের নেতা পর্যন্ত হয়ে বসে আছে।যারা বলছেন, বৈষম্য বিরোধী লড়াই করছেন। ওই নেতাদের কাউকেই আপনি সম্ভবত

এই যে কর্মচারী কর্মকর্তারা বৈষম্য বিরোধী লড়াই করছেন, তাঁর সাথে একাত্মতা ঘোষণা করতে দেখেননি। আমি বলছি আবার,যারা রক্ত দিয়ে জীবন দিয়ে এই পরিবর্তনটা আনল, তাঁরাও অনেকে এখনও বৈষম্য বিরোধী এই লড়াইয়ের সাথে একাত্ম হতে পারেনি। এই আউটসোর্স এই বিষয়টা বুঝতে চাইছিলাম, এমনিতে বাইরে আমরা যখন আউটসোর্সিং বলি, তখন তাঁর মিনিং ডক্টর ইউনুস করবেন। চাকরির জন্য আরেকজনের কাছে কেন যাবে, চাকরি নিজেই খুঁজে নাও।এমপ্লয়মেন্ট নিজে তৈরি করো এবং সমস্ত অত্যাচার নির্যাতন বঞ্চনার বিরুদ্ধে নিজে নিজে প্রতিরোধ করতে শিখো। অথচ এই সচিবালয়ের মধ্যে কী চলছে সেটা জানেন। যে সংস্কার কমিশন হয়েছে, তাঁদের বৈঠকে, যেখানে তারা তাদের প্রস্তাব পেশ করেছেন সেখানে গিয়েছি। প্রশাসন

ক্যাডারে যে পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে, ১টা ঝড় তুলে দিয়েছে। যারা এই পরিবর্তনের কথা বলছেন, তাঁরা এক চোখে দেখেন আর চোখে দেখেন না। এই জন্য চোখে কেবল এডমিন ক্যাডার দেখেন আরেক চোখ বন্ধ। আপনাদের দেখতে পারেন না বলে আপনাদের সমস্যা সমাধানের কথাও তাঁরা বলতে পারেন,কী করা দরকার? নিশ্চিতভাবেই তাঁর দাবি আরও জোরদার করে।আন্দোলন আরও শক্তভাবে করেন।এই সরকারের কোনো জবাবদিহিতা আছে। এই সরকারকে আর একবার ভোটে দাড়াবে। এই সরকার নতুন করে পার্টি বানাবে? ওরা যদি বলে এত কাজ করতে পারব না কোনো রকম ১টা ভোট দিয়ে চলে যাব। তারপরে যেখানে যেখানে ছিলাম ভাল ছিলাম ঐ জীবনে চলে যেতে চাই, তখন কী করবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ফের সংঘর্ষ, হতাহত বহু শাহবাগ মোড় ছেড়ে শহীদ মিনারে শিক্ষকরা এআই চ্যালেঞ্জ নিয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে ইসির আলোচনা রাকসু নির্বাচন: কেন্দ্রে মোবাইল-ক্যামেরা নিতে পারবেন না ভোটাররা ডেঙ্গুতে চারজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৮ মিরপুরে অগ্নিকাণ্ড: হতাহতদের সহায়তার ঘোষণা, তদন্ত কমিটি যুগ পার হলেও ডিমিউচ্যুয়ালাইজেশনের সুফল আসেনি শেয়ারবাজারে উদ্ধার হয়নি চাইনিজ রাইফেল-এসএমজি-আড়াই লাখ গুলি, নির্বাচনে নিরাপত্তা শঙ্কা চাকসু ভোটের ফলাফল বৃহস্পতিবার ‘ইত্যাদি’ এবার কুড়িগ্রামে দেশের পর্দায় মানবতা বনাম কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বন্দ্বের সিনেমা সারাদেশে একযোগে লালন উৎসব ও মেলা করবে শিল্পকলা একাডেমি ৩৫ বছর পর চাকসু নির্বাচন আজ পুয়ের্তো রিকোকে গোলবন্যায় ভাসিয়ে আর্জেন্টিনার বিশাল জয় বাংলাদেশকে মাত্র ৯৩ রানে গুটিয়ে, হোয়াইটওয়াশ করলো আফগানিস্তান মিরপুরের আগুনে মৃত্যু বেড়ে ১৬ শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা রাসায়নিকের বিষাক্ত ধোঁয়ায় অজ্ঞান, পুড়ে অঙ্গার শ্রমিকরা: ফায়ার সার্ভিস নিহতদের মুখ ঝলসে যাওয়ায় পরিচয় শনাক্তে লাগবে ডিএনএ পরীক্ষা মাদাগাস্কারের ক্ষমতা দখল করল সেনাবাহিনী