রানা প্লাজায় উদ্ধার কাজ অসমাপ্ত রেখে ভবন মিশিয়ে দিতে নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা! – ইউ এস বাংলা নিউজ




রানা প্লাজায় উদ্ধার কাজ অসমাপ্ত রেখে ভবন মিশিয়ে দিতে নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা!

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ নভেম্বর, ২০২৪ | ৫:৩৭ 19 ভিউ
সাভারের রানা প্লাজায় উদ্ধারকাজ অসমাপ্ত রেখে মানুষসহ পুরো ভবন মিশিয়ে দিতে নির্দেশ ‍দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তাজরীন ফ্যাশনের পুড়ে যাওয়া মরদেহ পুলিশের মাধ্যমে গুম করারও নির্দেশ ‍দিয়েছিলেন শেখ হাসিনা।এ দাবি ওই সময় নবম পদাতিক ডিভিশনে থাকা জিওসি অবসরপ্রাপ্ত জেনারেল অফিসার মেজর জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দীর।নয়মাস কারাগারে থাকার পর সম্প্রতি তিনি মুক্তি পেয়ে কথা বলেন বেসরকারী একটি স্যাটেলাইট টেলিভিশনের সাথে। ১১ বছর আগে দেশের ইতিহাসে সবচেয়ে বড় হৃদয় বিদারক ঘটনা সাভারের রানা প্লাজা ধস। ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ডের কাছে ১০ তলা রানা প্লাজা ভবন ধসে নিহত হন এক হাজার ১৩৬ জন শ্রমিক। আহত হন দুই হাজারের বেশি

মানুষ। জীবিত উদ্ধার করা হয় দুই হাজার ৪৩৮ জনকে। এই ঘটনাটিকে বিশ্বের ভয়াবহতম ‘ইন্ডাস্ট্রিয়াল ট্র্যাজেডি’ হিসেবে আখ্যা দেয়া হয়ে থাকে। যার প্রভাবে সে সময় বাংলাদেশে শ্রমিকদের কর্ম পরিবেশ ও নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছিল।ওই সময় উদ্ধার কাজে সার্বিক তদারকির দায়িত্বে ছিলেন সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশন। যার প্রধান ছিলেন সাভারের জেনারেল অফিসার কমান্ডিং বা জিওসি তৎকালীন মেজর জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী। ২০২৩ সালের অক্টোবর থেকে কারাগারে থাকা সাবেক এই এসএসএফ প্রধান মুক্তি পান গত ৬ আগস্ট। তার দাবি, রানা প্লাজায় নিহতের সংখ্যা কম দেখাতে নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। মেজর জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী বলেন, উদ্ধার কাজের একপর্যায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে নির্দেশ দেন, অনেক

তো উদ্ধার হলো এবার আটকে পড়াদের চাপা দিয়ে দিতে বলেন তিনি। উদ্ধারকাজ বন্ধ করতেও নির্দেশনা দেন সাবেক এই প্রধানমন্ত্রী। তবে তা বন্ধ করতে রাজি হননি তিনি। জবাবে বলেছিলেন, এটি অসম্ভব, শেখ হাসিনার নির্দেশেই উদ্ধারকাজ চালাচ্ছিলেন তিনি। প্রথমে তাকে জীবিত কিংবা মৃত শেষ ব্যক্তিটাকে উদ্ধার না হওয়া পর্যন্ত এই অভিযান চালানোরও নির্দেশনা দেওয়া হয়েছিল। পরে শেখ হাসিনা তাকে বলেন, ‘স্পেট্রা গার্মেন্টস নামে একটি গার্মেন্টস বিএনপির আমলে ধ্বংস হয়েছিল এবং ওই ঘটনায় মানুষ চাপা দেওয়া হয়েছে কাউকে উদ্ধার করা হয়নি।’ রানা প্লাজা থেকে ১৭ দিন পর জীবিত উদ্ধার হন রেশমা। আলোচিত ঘটনা সম্পর্কে সন্দেহ রয়েছে অনেকেরই। আসলে কী হয়েছিল তখন! এ বিষয়ে সারওয়ার্দী বলেন,

রেশমাকে উদ্ধারের পর অনেক কথা হয়েছে। সংসদে এটা নিয়ে প্রতিবাদও হয়েছে। কীভাবে উদ্ধার হলো কি হলো এসব জানতে চাওয়া হয়েছে। তিনি নিজে এবং অন্যান্য সংগঠন থেকে বলা হয়েছিল এ ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করা হোক। অনেক মিডিয়া টেলিভিশন তার এবং রেশমার কাছ থেকেও ইন্টারভিউ নিয়েছিল। পরে রেশমা একটি পাঁচ তারকা হোটেলে চাকরি করতো এসব কেউ প্রচার করেনি বলেও মন্তব্য করেন তিনি। শুধু রানা প্লাজা নয়, ২০১২ সালের নভেম্বর মাসে তাজরীন ফ্যাশন নামে একটি পোশাক কারখানায় আগুনে অঙ্গার হন ১১৭ পোশাক-কর্মী। আহতের সংখ্যা ছাড়িয়েছিল ২০০’র মতো। হাসান সারওয়ার্দী দাবি করেন, তাজরীন ফ্যাশনের ঘটনার সময়ও তাকে আইন সিদ্ধ নয়-এমন নির্দেশনা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী

শেখ হাসিনা। তিনি বলেন, প্রথমে সেনা সদরের মাধ্যমে এবং পরে প্রধানমন্ত্রী নিজেই বলেন এই লাশগুলোকে পুলিশের কাছে দিয়ে গুম করে ফেলতে হবে। তিনি এর কারণ জিজ্ঞাসা করায় প্রধানমন্ত্রী বললেন গুম না করলে পরের দিন বিএনপি এবং খালেদা জিয়া লাশ নিয়ে মিছিল করবে। রাস্তাঘাট বন্ধ করে সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করবে। এমন আরও অনৈতিক নির্দেশনা অমান্য করায় তিনি আওয়ামী লীগ সরকারের অপ্রিয় পাত্রে পরিণত হন বলে দাবি করেন ন্যাশনাল ডিফেন্স কলেজের সাবেক এই কমান্ড্যান্ট।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শুটিংয়ে দুর্ঘটনার শিকার অক্ষয় কুমার, যা বলেন চিকিৎসক কলকাতায় বন্যা ও তারিন বললেন, আমাদের ভৌগোলিক সীমা নেই… ই-সিগারেট আমদানি নিষিদ্ধ করল সরকার মিশা সওদাগরের বোনের বাসা থেকে ৬০ ভরি স্বর্ণ চুরি ২০২৫ সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ র‍্যাগিংয়ের অপরাধে চুয়েটের ১১ শিক্ষার্থীকে বহিষ্কার ১৪৪ দিন পর আন্দোলনে নিহত সায়েমের লাশ উত্তোলন নতুন হিজাব আইন চালু ইরানে, না মানলে মৃত্যুদণ্ড বড়দিন-থার্টি ফার্স্ট নাইটে যে বিষয়ে নিষেধাজ্ঞা দিল ডিএমপি বেড়েছে সময়, ২৯ ডিসেম্বর থেকে ৪৭তম বিসিএসের আবেদন শুরু কেমন হবে এ বছরের শীতকাল? গাজায় স্থায়ী যুদ্ধবিরতির পক্ষে ভোট দিল ১৫৮ দেশ সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশের তালিকায় বাংলাদেশ নিঃসঙ্গতা বেড়েছে জার্মানিতে তুরস্কের মধ্যস্থতায় সোমালিয়া ও ইথিওপিয়ার উত্তেজনা নিরসনে চুক্তি জনসচেতনতাই ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে মুক্তির পথ: চসিক মেয়র ৮০ বেশি ম্যারাথনে অংশ নিয়েছেন ময়নুল আহমেদ ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন মন্ত্রণালয়ের কার্যক্রম বন্ধ গুম-খুনের জন্য ক্ষমা চাইলেন র‍্যাবের ডিজি ‘এক দেশ, এক নির্বাচন’ মোদীর মন্ত্রিসভা দিল অনুমোদন