‘বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি বন্ধের আহ্বান সময়োপযোগী’ – ইউ এস বাংলা নিউজ




‘বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি বন্ধের আহ্বান সময়োপযোগী’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ সেপ্টেম্বর, ২০২৪ | ৯:২৬ 98 ভিউ
বিশ্ববিদ্যালয়ে দলীয় ছাত্ররাজনীতি বন্ধের আহ্বান সময়োপযোগী বলে মন্তব্য করেছেন জাতীয় আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহ মো. খসরুজ্জামান। এ আহ্বান দেশে শোষণমুক্ত নতুন সমাজ গড়ার প্রক্রিয়াকে সহায়ক শক্তি হিসেবে কাজ করবে বলে তিনি মনে করেন। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জাতীয় আইনজীবী সমিতি হচ্ছে দেশের সব বার অ্যাসোসিয়েশনের নির্দলীয় ফেডারেশন। সমিতির সভাপতি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনকে ফলপ্রসূ করার লক্ষ্যে সরকারি, বেসরকারি সকল প্রতিষ্ঠানকে দলীয়মুক্ত রাখার শক্ত উদ্যোগ নিতে হবে। তিনি বলেন, দেশের সর্বত্র দলীয় রাজনীতি সৃষ্টি করায় বিচার ব্যবস্থা থেকে শুরু করে প্রশাসন, বার এসোসিয়েশন এবং প্রেসক্লাবসহ গুরুত্বপূর্ণ সকল প্রতিষ্ঠানে বিভক্তি সৃষ্টি হয়েছে। ফলে মানবিক মূল্যবোধের চরম অবক্ষয় ঘটেছে।

প্রকৃত ন্যায় বিচার থেকে জনগণ বঞ্চিত হয়েছে। এ অবস্থা থেকে সরে আসতে হবে। জ্যেষ্ঠ এ আইনজীবী আরও বলেন, বর্তমান লোভ লালসার রাজনীতি পরস্পরের প্রতি শত্রুতার সৃষ্টি করেছে। এরূপ রাজনীতি পরিহার করে দেশ এবং জাতির সার্বিক কল্যাণে নতুন সমাজ গড়ার প্রত্যয়ে স্বচ্ছ রাজনীতির আহ্বান জানান তিনি। উল্লেখ্য, দেশের সব বিশ্ববিদ্যালয়ে সব অপসংস্কৃতির জন্য দলীয় লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি দায়ী উল্লেখ করে তা বন্ধের আহ্বান জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। ক্যাম্পাসে ছাত্ররাজনীতি ছাত্র সংসদ নির্ভর হবে উল্লেখ করে এ প্রসঙ্গে আলোচনার দ্বার উন্মুক্ত বলেও জানান তিনি। ১৪ সেপ্টেম্বর সন্ধ্যায় নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি। পোস্টে ছাত্ররাজনীতির ফরমেট আলোচনার

মাধ্যমে নির্ধারণ করা হবে বলে জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এ সমন্বয়ক।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইরানের সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে আহত ১৭: এমডিএ ফেনীতে দুই নদীর বাঁধে ভাঙন, ৯ গ্রাম প্লাবিত ৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস রাজধানীর প্রেসক্লাব এলাকা রণক্ষেত্র খেপে আগুন মিত্ররা, ইরানের হুকুমের আগেই চালাতে পারে হামলা আজও তালাবদ্ধ নগর ভবন, নাগরিক সেবা ব্যাহত সচিবালয়ে কর্মচারীদের নতুন কর্মসূচি ফুলপুর তারাকান্দায় বাস-সিএনজি সংঘর্ষ, নিহত ৩ ইসরাইলজুড়ে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, আহত ১১ বেন গুরিয়ন বিমানবন্দরসহ ইসরায়েলের সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা স্ক্রিনশট ‘ফাঁস’ করে যা বললেন নিলা ইসরাফিল বিএনপি মহাসচিবের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ আবাসিক হোটেলে অভিযান, দুই নারীসহ ম্যানেজার গ্রেপ্তার ঈদের সিনেমার প্রচারণায় এগিয়ে নায়িকারা দুপুরের মধ্যে যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস ২ ঘণ্টা পর হাজারীবাগের তিন ট্যানারি কারখানার আগুন নিয়ন্ত্রণে পিপিপিতে গুরুত্ব দ্বিতীয় পদ্মা সেতুসহ ৮ প্রকল্প জটিল রোগাক্রান্তদের হজ পালনে নিষেধাজ্ঞা গণতন্ত্রের পথে পিআর পদ্ধতির বিকল্প নেই বিচার বিভাগীয় সচিবালয় চায় সুপ্রিমকোর্ট