বাড়ির বাগানেই ছিল ১০২টি বিষধর সাপ! – ইউ এস বাংলা নিউজ




বাড়ির বাগানেই ছিল ১০২টি বিষধর সাপ!

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:০৯ 61 ভিউ
অস্ট্রেলিয়ায় বাড়ির আশপাশে সাপ দেখতে পাওয়া খুবই সাধারণ একটি ঘটনা। কিন্তু তাই বলে ১০২টি বিষধর সাপ! সিডনির এক বাড়িতে এমন কাণ্ডই ঘটেছে। বাড়িটির মালিক ডেভিড স্টেইন সর্বপ্রথম এ সাপের অস্তিত্ব টের পান। বৃহস্পতিবার সিএনএন জানিয়েছে, স্টেইন তার বাড়ির পেছনের বাগানে গাছের চারপাশে স্তূপ করে রাখা কাঠের গুঁড়োর মধ্যে একাধিক সাপ দেখতে পান। পরে তিনি ‘র‍্যাপটাইল রিলোকেশন সিডনি’ নামে একটি প্রাণী সংরক্ষণ সংস্থার সঙ্গে যোগাযোগ করেন। সংস্থাটির সাপ উদ্ধারকারী সদস্য ডিলান কুপার যখন স্তূপ করে রাখা কাঠের গুঁড়ো খুঁড়ছিলেন, তখন একের পর এক সাপ বেরিয়ে আসতে থাকে! শেষ পর্যন্ত মোট ১০২টি সাপ উদ্ধার করেন তিনি। এর মধ্যে রয়েছে ৫টি পূর্ণবয়স্ক এবং ৯৭টি নবজাতক

সাপ। সংস্থাটির মালিক কোরি কেরেওয়ারো জানিয়েছেন, উদ্ধার করা সাপগুলো ছিল রেড-বেলিড ব্ল্যাক স্নেক। বিষধর এই প্রজাতির স্ত্রী সাপেরা সাধারণত একত্র হয়ে সন্তান প্রসব করে। তবে একসঙ্গে এতগুলো সাপের জন্ম হতে কেউ স্বচক্ষে দেখেছে, এমন ঘটনা বিরল। কেরেওয়ারো বলেন, এটি সত্যিই অদ্ভুত। তিনি জানান, উদ্ধারের সময় একটি গর্ভবতী সাপকে ব্যাগের ভেতরে রাখার পরও এটি নতুন সাপের জন্ম দিয়েছে। সবগুলো সাপকে নিরাপদে সরিয়ে নিতে সাপ উদ্ধারকারী ডিলান কুপারের প্রায় তিন ঘণ্টা সময় লেগেছে। কেরেওয়ারো বলেন, বাড়ির মালিক ডেভিড স্টেইন সঠিক সময়ে সাপ উদ্ধারের জন্য কল করেছিলেন। কারণ নবজাতক সাপগুলো ইতিমধ্যে আশপাশে ছড়িয়ে পড়ার প্রস্তুতি নিচ্ছিল। তিনি একদম সঠিক সময়ে আমাদের খবর দিয়েছেন। ডেভিড স্টেইন সিডনি শহরের কেন্দ্র

থেকে প্রায় ২০ মাইল দূরে হর্সলি পার্কে থাকেন। অস্ট্রেলিয়ান টেলিভিশন শো ‘সানরাইজকে’ তিনি জানান, গত সপ্তাহে তিনি বাগানের মধ্যে সাপগুলোর সন্ধান পান। তিনি বলেন, আমি কাঠের গুঁড়োর স্তূপের ওপর সাপের একটি দল দেখতে পেয়ে আঁতকে উঠি। পরে ক্যামেরা নিয়ে আসতে আসতেই ওগুলো স্তূপের ভেতরে ঢুকে পড়ে। স্টেইন প্রথমে ভেবেছিলেন, মাত্র ছয়টি সাপ আছে। কিন্তু তার স্ত্রী অনলাইনে খোঁজ করে জানতে পারেন, সন্তান প্রসবের সময় এই প্রজাতির একাধিক স্ত্রী সাপ একসঙ্গে জড়ো হয়। এ অবস্থায় স্টেইন আরও বেশি সংখ্যক সাপ রয়েছে বলে সন্দেহ করেন এবং র‍্যাপটাইল রিলোকেশন সিডনির সঙ্গে যোগাযোগ করেন। স্টেইন বলেন, পুরো ঘটনাটা দেখা রোমাঞ্চকর ছিল। তবে এখন ওগুলো চলে যাওয়ায়

আমি স্বস্তি অনুভব করছি। সাপ উদ্ধারকারী সংস্থাটির প্রধান কেরেওয়ারো জানিয়েছেন, স্টেইনের বাড়ি থেকে ধরা সাপগুলোকে এখন একটি জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
লাগাতার অনশনের ‘হুঁশিয়ারি’ প্রাথমিকের শিক্ষকদের গোপালগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার ১৬৪ গাজীপুরে কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে নিহত বেড়ে ৫ তুরস্কে আইএস সন্দেহে গ্রেপ্তার ১৫৩ জন ঢাকায় জাতিসংঘ মানবাধিকার অফিসের কার্যক্রম শুরু ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ১১৪ ভারতের তেল শোধনাগারের ওপর ইইউ’র নিষেধাজ্ঞা গোপালগঞ্জে বাড়ল কারফিউর মেয়াদ নগ্ন নারীর ছবি এঁকে ট্রাম্পের শুভেচ্ছা, যুক্তরাষ্ট্রজুড়ে তোলপাড় যুক্তরাষ্ট্রে চুরি করতে গিয়ে ভারতীয় নারী আটক এবার রণবীরের নায়িকা হচ্ছেন শ্রীলীলা অন্যান্য দেশের নির্বাচন নিয়ে মন্তব্য না করতে ট্রাম্পের নির্দেশনা ঢাকায় জাতিসংঘ মানবাধিকার মিশনের কার্যক্রম শুরু ইরান পারমাণবিক চুক্তিতে না এগোলে ফের নিষেধাজ্ঞা : ফ্রান্স প্রাইভেটকারে চুরির গরু নিয়ে যাচ্ছিল চোর, অতঃপর… নির্বাচনী জনসভায় ভাষণ দিতে পশ্চিমবঙ্গে মোদি ডেঙ্গুর প্রকোপ নিয়ে আন্তর্জাতিক গবেষণার ফল আমিরাতের কাছে এনভিডিয়ার চিপ বিক্রিতে ভয় আমেরিকার হাতিরঝিলে রাত ১১টা পর্যন্ত যান চলাচল বন্ধ তরুণ অভিনেতার সঙ্গে কারিনার প্রেম