ডিজিটাল পদ্ধতিতে মতামত নেবে নির্বাচন সংস্কার কমিশন – ইউ এস বাংলা নিউজ




ডিজিটাল পদ্ধতিতে মতামত নেবে নির্বাচন সংস্কার কমিশন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ অক্টোবর, ২০২৪ | ৮:০৪ 81 ভিউ
নির্বাচনি ব্যবস্থাপনা ও আইনি সংস্কারে বিভিন্ন রাজনৈতিক দল, ব্যক্তি, সংগঠন ও প্রতিষ্ঠানের মতামত চাইবে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন। ডিজিটাল পদ্ধতিতে মতামত নিতে চলতি সপ্তাহে ওয়েবসাইট, ফেসবুক পেজ ও ই-মেইল আইডি প্রকাশ করবে কমিশন। সোমবার নির্বাচন ভবনে কমিশনের বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার। নির্বাচন বিষয়ে যে কেউ যে কোনো মতামত দিতে পারেন দাবি করে তিনি বলেন, উন্মুক্ত মতামত নেওয়া হবে। আমরা একটা ওয়েবসাইট তৈরি করছি। এতে কী থাকা উচিত, তা নিয়ে আলোচনা করেছি। আমাদের ফেসবুক পেজ হবে, আমাদের ই-মেইল হবে। সবার কাছ থেকে তথ্য, প্রস্তাব ও সুপারিশ চাইব। ওয়েবসাইট ইসির ওয়েবসাইটের সাবডোমেইন হবে। এক সপ্তাহের

মধ্যেই হয়ে যাবে। মতামত দেওয়ার ক্ষেত্রে বিষয় নির্দিষ্ট করা হবে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা উন্মুক্ত মতামত নেব। কোনো বিষয় নির্দিষ্ট করে দেব না। বিগত সংসদ নির্বাচনে যেসব অনিয়ম, ব্যত্যয় ঘটেছে, এগুলো কমিশন চিহ্নিত করবে জানিয়ে তিনি বলেন, ভালো কিছু হয়ে থাকলে সেগুলোও আমরা চিহ্নিত করব। নির্বাচনি প্রক্রিয়া পর্যালোচনা করে যেসব ব্যত্যয় পাওয়া যাবে, তা চিহ্নিত করে এ বিষয়ে সুপারিশ করব। অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ থাকবে জানিয়ে তিনি বলেন, তবে সে কথা বলার সময় এখনো আসেনি। আমরা নির্বাচন কর্মকর্তা ও কমিশনের বিষয়ও পর্যালোচনা করব। নির্বাচনের কোন বিষয়গুলোয় সংস্কার আসছে- এমন প্রশ্নের জবাবে বদিউল আলম মজুমদার বলেন,

আমরা জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনের আইন ও বিধিমালার লাইন ধরে ধরে পর্যালোচনা করছি। আরপিও আমরা গভীরভাবে পর্যালোচনা করছি। জাতীয় নির্বাচনের জন্য এটা মাদার অব ল। সীমানা পুনর্নির্ধারণ আইন, ভোটার তালিকা আইন, ইসি সচিবালয় আইনÑসবই দেখছি। গভীরভাবে পর্যালোচনা করছি। কী কী বিষয়ে সুপারিশ করব, তা এখনো বলার মতো অবস্থায় আসেনি। নির্বাচন কমিশন নিয়োগের আইন অগ্রাধিকার দিয়ে সংস্কার করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, সরকার যখন চাইবে আশা করি তখনই আমরা ওনাদের একটা খসড়া দিতে পারব। এটার সঙ্গে অনেক বিষয় যুক্ত আছে। আলোচনার ভিত্তিতে হলে ভালো হবে। জাতীয় সংসদের আগে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ করবেন কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,

এটাও আমাদের এখতিয়ারবহির্ভূত। এ বিষয়ে সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শাবিতে নেই জরুরি সেবা, ভোগান্তিতে শিক্ষার্থীরা ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পশ্চিমা ১৫ দেশের বড় পদক্ষেপ গাজার একাংশ দখলের ইঙ্গিত ইসরাইল মন্ত্রীর মাইলফলক স্পর্শ করে মুগ্ধ সাগর-হিমেল সাইবার হামলার আশঙ্কায় সতর্কতা জারি বাংলাদেশ ব্যাংকের জাপান পার হয়ে যুক্তরাষ্ট্রে সুনামির আঘাত ভারতের পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির আহ্বানে ১৫ দেশের যৌথ বিবৃতি ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিচ্ছে মাল্টা ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে কর্মীদের সরিয়ে নিল জাপান ইসরাইলের দুই মন্ত্রীর নেদারল্যান্ডসে প্রবেশ নিষিদ্ধ করা হলো আমির খানের ‘সিতারে জামিন পার’ এবার দেখা যাবে ইউটিউব চ্যানেলে রংপুরে সনাতনী সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদ করেছে ‘একাত্তরের প্রহরী ফাউন্ডেশন,যুক্তরাষ্ট্র’ আমেরিকার উপকূলেও সুনামি শুরু! এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য নতুন নির্দেশনা অন্তর্বর্তী সরকারের বিদায়ের সময় এসেছে: দেবপ্রিয় চট্টগ্রামে একযোগে চার ধরনের জ্বরের প্রকোপ সুনামি আতঙ্কে সর্বোচ্চ সতর্ক অবস্থানে ৫২ দেশ-অঞ্চল এক নারীর সাথে দুই ভাইয়ের বিয়ে আজ মহাকাশে পাড়ি দেবে ‘নিসার’