ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
খালেদা জিয়ার মৃত্যুর দিন রুমিনসহ ৯ নেতাকে বহিষ্কার করল বিএনপি
গণতন্ত্র নয়, লুটতন্ত্র, বিএনপির তারেক রহমানকে নিয়ে যুক্তরাষ্ট্রের ভয়ংকর অভিযোগ
দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে বিএনপির রুমিন ফারহানাকে বহিষ্কার করা হয়েছে
আওয়ামী লীগের কার্যালয়ে, আওয়ামী লীগের নেতাদের বাড়িঘরে হামলা নিন্দা ও প্রতিবাদ
অবৈধ তফসিল মানি না, মানবো না।
তারেকের দেশে ফেরার আগে লন্ডনে জামায়াত আমির: সমঝোতা নাকি গোপন ষড়যন্ত্রের ছক?
নির্বাচনে এককভাবে অংশ নেবে জাপা, মনোনয়ন বিক্রি শুরু
স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়ন জমায় বাধা: সার্ভার ডাউন দেখিয়ে জামাতী প্রসাশনের ইচ্ছাকৃত প্রতিবন্ধকতা সৃষ্টি!
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়তে চাওয়া তাসনিম জারা বড় বিপাকে পড়েছেন। মনোনয়নপত্র জমার শেষ দিন আজ হলেও ভোটারদের সমর্থন যাচাইয়ের জন্য প্রয়োজনীয় ভোটার নম্বর পাওয়ার সব পথ বন্ধ হয়ে যাওয়ায় তার প্রার্থিতা অনিশ্চিত হয়ে পড়েছে।
তাসনিম জারা অভিযোগ করেছেন, সরকার ইচ্ছাকৃতভাবে এই প্রতিবন্ধকতা সৃষ্টি করে তার স্বতন্ত্র প্রার্থী হওয়া বাধাগ্রস্ত করছে।
নির্বাচনী আইন অনুযায়ী, স্বতন্ত্র প্রার্থী হতে হলে নির্বাচনী এলাকার মোট ভোটারের কমপক্ষে ১% (ঢাকা-৯ আসনে প্রায় ৪,৬৯৩ জন) ভোটারের সমর্থনসূচক স্বাক্ষর জমা দিতে হয়। এর সঙ্গে প্রত্যেক সমর্থকের ভোটার নম্বর (সিরিয়াল নম্বর) বাধ্যতামূলক। গতকাল থেকে খিলগাঁও এলাকায় স্বাক্ষর সংগ্রহ শুরু করেন তাসনিম জারা। কিন্তু ভোটার
নম্বর যাচাইয়ের অনলাইন পোর্টাল, এসএমএস, কল সেন্টার এবং কিউআর কোড স্ক্যান—সব পদ্ধতিই অকার্যকর হয়ে পড়েছে। তাসনিম জারা বলেন, “ভোটার নম্বর লাগবে। কিন্তু সকল পদ্ধতি অকার্যকর। ওয়েবসাইটের সার্ভারও ডাউন। আমি স্বতন্ত্র প্রার্থী হবো, এক্ষেত্রে ভোটার নম্বর লাগবেই। একদম অসম্ভব করে রাখা হয়েছে। প্রত্যেকটা পথ বন্ধ রাখা হয়েছে।” জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করে স্বতন্ত্রভাবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন তাসনিম জারা। তার অভিযোগ, সরকার তার মতো স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচনে অংশগ্রহণে সব রকম বাধা সৃষ্টি করছে। যদিও নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।আজ বিকেল ৫টার মধ্যে মনোনয়নপত্র জমা না দিতে পারলে তাসনিম জারার প্রার্থিতা বাতিল হয়ে যাবে। এ অবস্থায়
তার সমর্থকরা সকাল থেকে স্বাক্ষর সংগ্রহে ব্যস্ত থাকলেও ভোটার নম্বরের সমস্যা অমীমাংসিত রয়েছে। নির্বাচনী প্রক্রিয়ায় এ ধরনের প্রযুক্তিগত সমস্যা স্বতন্ত্র প্রার্থীদের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
নম্বর যাচাইয়ের অনলাইন পোর্টাল, এসএমএস, কল সেন্টার এবং কিউআর কোড স্ক্যান—সব পদ্ধতিই অকার্যকর হয়ে পড়েছে। তাসনিম জারা বলেন, “ভোটার নম্বর লাগবে। কিন্তু সকল পদ্ধতি অকার্যকর। ওয়েবসাইটের সার্ভারও ডাউন। আমি স্বতন্ত্র প্রার্থী হবো, এক্ষেত্রে ভোটার নম্বর লাগবেই। একদম অসম্ভব করে রাখা হয়েছে। প্রত্যেকটা পথ বন্ধ রাখা হয়েছে।” জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করে স্বতন্ত্রভাবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন তাসনিম জারা। তার অভিযোগ, সরকার তার মতো স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচনে অংশগ্রহণে সব রকম বাধা সৃষ্টি করছে। যদিও নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।আজ বিকেল ৫টার মধ্যে মনোনয়নপত্র জমা না দিতে পারলে তাসনিম জারার প্রার্থিতা বাতিল হয়ে যাবে। এ অবস্থায়
তার সমর্থকরা সকাল থেকে স্বাক্ষর সংগ্রহে ব্যস্ত থাকলেও ভোটার নম্বরের সমস্যা অমীমাংসিত রয়েছে। নির্বাচনী প্রক্রিয়ায় এ ধরনের প্রযুক্তিগত সমস্যা স্বতন্ত্র প্রার্থীদের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।



