ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
নয়া বন্দোবস্তঃ মুক্তিযুদ্ধ বিরোধী পুরনো ষড়যন্ত্র
খুলনায় জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দীর ভারতীয় ভিসা আবেদন প্রত্যাখ্যান: নথিপত্রে অসংগতি ও সন্দেহের জেরে বিভ্রাট
রাজধানীতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ, প্রধান উপদেষ্টার কঠোর নির্দেশ
জামায়াতের নেতাকর্মীরা চাঁদা না পেয়ে হিন্দু পল্লীতে ন্যাক্কারজনক হামলা চালায়
ফ্যাসিস্ট ইউনুসের প্রশাসনিক মব সন্ত্রাসের শিকার বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা – কর্মীরা।
“কিছুদিন পরে মানুষ অনাহারে মারা যাবে, সরকারের কোন ব্যবস্থা নাই তো” — জনতার কথা
“আওয়ামী লীগ যোগ কইরা ইউনূস একবার সুষ্ঠু নির্বাচন দিক, তাহলে দেহা যাইবো কেডা পার হয়” — রিকশাচালক
“কারও মৃত্যুতে আলহামদুলিল্লাহ বলার শিক্ষা পাইনি, তবে উসমান হাদী একজন বাচাল ধর্মান্ধ জঙ্গী” — সিদ্দিকী নাজমুল আলম
সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ও সমসাময়িক বিষয় নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। এক ফেসবুক স্ট্যাটাসে তিনি উসমান হাদী এবং মৃত্যুর সময় উল্লাস প্রকাশ করার সংস্কৃতি নিয়ে কড়া মন্তব্য করেছেন।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে সিদ্দিকী নাজমুল আলম লেখেন, "কারও মৃত্যুতে আলহামদুলিল্লাহ কিংবা মৃত্যুর মুখে কেউ পতিত হলে আলহামদুলিল্লাহ বলার পারিবারিক কিংবা দলীয় শিক্ষা কোনটাই আমরা পাইনি।"
জীবন নিয়ে তিনি রাজনীতি করেন না উল্লেখ করে নাজমুল আলম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা মাসুদের হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে আনেন। তিনি অভিযোগ করে বলেন, "মাসুদকে হত্যা করে উল্লাস করেছিলে তোমরা। তোমরা মাসুদের নবাগত সন্তানের কথাটাও চিন্তা
করোনি। এরকম হাজারো উদাহরণ আছে বিগত ১৭ মাসের।" স্ট্যাটাসের পরবর্তী অংশে তিনি উসমান হাদীর তীব্র সমালোচনা করেন। তিনি উসমান হাদীকে 'বাচাল ধর্মান্ধ জঙ্গী' হিসেবে আখ্যায়িত করে বলেন, "সে তার অশ্রাব্য কথায় আমাদেরকে চরমভাবে আক্রান্ত করে বিভিন্ন সময়।" তবে মানবিক দিক বিবেচনা করে সিদ্দিকী নাজমুল আলম উল্লেখ করেন, সুস্থ হয়ে ভবিষ্যতে আবারও গালিগালাজ করবেন জেনেও একজন মানুষ হিসেবে তিনি উসমান হাদীর মৃত্যু কামনা করেন না। স্ট্যাটাসের একদম শেষে তিনি কিছুটা আক্ষেপ বা সতর্কবাণী মিশ্রিত সুরে লেখেন, "এতো বেশী ভাত দুধে মাখা আসলেই ভালোনা.......,,,,"। পোস্টটি দেওয়ার অল্প সময়ের মধ্যেই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় এবং এ নিয়ে নানা মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।
করোনি। এরকম হাজারো উদাহরণ আছে বিগত ১৭ মাসের।" স্ট্যাটাসের পরবর্তী অংশে তিনি উসমান হাদীর তীব্র সমালোচনা করেন। তিনি উসমান হাদীকে 'বাচাল ধর্মান্ধ জঙ্গী' হিসেবে আখ্যায়িত করে বলেন, "সে তার অশ্রাব্য কথায় আমাদেরকে চরমভাবে আক্রান্ত করে বিভিন্ন সময়।" তবে মানবিক দিক বিবেচনা করে সিদ্দিকী নাজমুল আলম উল্লেখ করেন, সুস্থ হয়ে ভবিষ্যতে আবারও গালিগালাজ করবেন জেনেও একজন মানুষ হিসেবে তিনি উসমান হাদীর মৃত্যু কামনা করেন না। স্ট্যাটাসের একদম শেষে তিনি কিছুটা আক্ষেপ বা সতর্কবাণী মিশ্রিত সুরে লেখেন, "এতো বেশী ভাত দুধে মাখা আসলেই ভালোনা.......,,,,"। পোস্টটি দেওয়ার অল্প সময়ের মধ্যেই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় এবং এ নিয়ে নানা মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।



