যে ৬ রুটে বাড়ছে ট্রেনের ভাড়া – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ ডিসেম্বর, ২০২৫
     ৬:৩৬ পূর্বাহ্ণ

যে ৬ রুটে বাড়ছে ট্রেনের ভাড়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ ডিসেম্বর, ২০২৫ | ৬:৩৬ 23 ভিউ
প্রায় এক দশক পর পূর্বাঞ্চলের ৬টি গুরুত্বপূর্ণ রুটে ট্রেনের ভাড়া বাড়াচ্ছে বাংলাদেশ রেলওয়ে। টিকিটের মূল ভাড়া অপরিবর্তিত থাকলেও ‘পন্টেজ চার্জ’ যোগ হওয়ায় যাত্রীদের এখন থেকে ৫ টাকা থেকে সর্বোচ্চ ২২৬ টাকা পর্যন্ত বেশি দিতে হবে। নতুন ভাড়া কার্যকর হবে ২০ ডিসেম্বর। রেলওয়ে জানায়, যাত্রাপথে সেতু বা এ জাতীয় কোনো অবকাঠামো থাকলে ভাড়ার সাথে যে বাড়তি মাশুল যুক্ত করা হয়ে, সেটাই ‘পন্টেজ চার্জ’। নতুন ভাড়া কার্যকরের পর থেকে ১০০ মিটার দৈর্ঘ্যের সেতুকে আড়াই কিলোমিটার দূরত্ব হিসেবে গণ্য করা হবে। এর ফলে দূরত্ব কাগজে বেড়ে যাবে। আর সে অনুপাতে বাড়ানো হয়েছে ভাড়া। রেলওয়ে সূত্র জানায়, গত ২৫ নভেম্বর রেলের উপপরিচালক (মার্কেটিং) শাহ আলম স্বাক্ষরিত

এক চিঠিতে নতুন ভাড়া ২০ ডিসেম্বর থেকে কার্যকর করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তাকে এ চিঠি দেওয়া হয়। এরপর ৮ ডিসেম্বর সহকারী প্রধান বাণিজ্যিক কর্মকর্তা জসিম উদ্দিন ভূঁইয়া এ চিঠি কার্যকর এ জনস্বার্থে প্রচারের জন্য অনুমোদন করেন। পূর্বাঞ্চলে সর্বনিম্ন ভাড়া বাড়ছে ৫ টাকা আর সর্বোচ্চ ২২৬ টাকা। এর আগে গত ২৫ মে রেলওয়ের মহাপরিচালকের কার্যালয়ে রেলওয়ের আয়-ব্যয় নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় প্রধান অতিথি রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম টিকিটের ভাড়া না বাড়িয়ে আয় বৃদ্ধির পরামর্শ দেন। তিনি রেলওয়ের পূর্বাঞ্চলের ১০০ মিটারের বেশি লম্বা সেতুতে পন্টেজ চার্জ সমন্বয়ের জন্য নির্দেশনা দেন। এর পর

থেকে কাজ শুরু করে রেলওয়ের পূর্বাঞ্চলের বাণিজ্যিক বিভাগ। রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী ৬টি রুটের ১১টি সেতুতে পন্টেজ চার্জ যুক্ত হয়েছে। সেগুলো হলো ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-কক্সবাজার, ঢাকা-সিলেট, চট্টগ্রাম-সিলেট, চট্টগ্রাম-জামালপুর ও ঢাকা-দেওয়ানগঞ্জ রুট। পন্টেজ চার্জ যুক্ত করার পর ঢাকা-চট্টগ্রাম রুটের দূরত্ব ৩৪৬ কিলোমিটার থেকে বেড়ে ৩৮১ কিলোমিটার ধরা হয়েছে। এই রুটে মেইলের ভাড়া ১৩৫ টাকা থেকে ১৫ টাকা বেড়ে ১৫০ টাকা, কমিউটারের ভাড়া ২০ টাকা বেয়ে ১৭০ থেকে ১৯০ টাকা, শোভন চেয়ারের ভাড়া ৪০৫ থেকে ৪৫ টাকা বেড়ে ৪৫০ টাকায় দাঁড়িয়েছে। ঢাকা-চট্টগ্রাম রুটে যাত্রীদের মধ্যে বেশি চাহিদা রয়েছে আন্তঃনগর ট্রেনের টিকিটের। শীততাপ নিয়ন্ত্রিত স্নিগ্ধা আসনের ভাড়া ৭৭৭ টাকার জায়গায় এখন ৮৫৭ টাকা। এসি সিটের টিকিট ৯৩২ থেকে

বেড়ে হয়েছে ১ হাজার ৩০ টাকা। এসি বার্থের (শুয়ে যাওয়ার আসন) ভাড়া ১ হাজার ৪৪৮ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ১ হাজার ৫৯১ টাকা হয়েছে। এ রুটের বিরতিহীন ট্রেনে, যেমন সুবর্ণ এক্সপ্রেস ও সোনার বাংলা এক্সপ্রেস, স্নিগ্ধা আসনের ভাড়া ৮৫৫ থেকে বেড়ে ৯৪৩ টাকা। প্রথম বার্থ ও এসি সিটের দাম হয়েছে যথাক্রমে ১ হাজার ১৩৩ এবং ১ হাজার ৭৪৬ টাকা, যা আগে ছিল ১ হাজার ২৫ ও ১ হাজার ৫৯০ টাকা। কক্সবাজার ও পর্যটক এক্সপ্রেস ট্রেনের ক্ষেত্রে স্নিগ্ধা আসনের ভাড়া ১ হাজার ৩২২ থেকে বেড়ে ১ হাজার ৪৪৯ টাকা হয়েছে। এসি সিটের ভাড়া ১ হাজার ৫৯০ থেকে বৃদ্ধি পেয়ে ১ হাজার ৭৪০ টাকা

হয়েছে। এসি বার্থের টিকিটের দাম সর্বোচ্চ বৃদ্ধি পেয়ে ২ হাজার ৪৩০ থেকে ২ হাজার ৬৫৬ টাকা হয়েছে। ঢাকা-সিলেট রুটে মেইল ট্রেনের ভাড়া ১২৫ থেকে ১৪০ টাকা হয়েছে। কমিউটার ট্রেনের ভাড়া ১৬০ থেকে ১৭০ টাকা নির্ধারিত হয়েছে। শোভন চেয়ার ৩৭৫ থেকে বেড়ে ৪১০ টাকা। স্নিগ্ধা আসনের নতুন ভাড়া ৭৮৮ টাকা, যা আগে ছিল ৭১৯ টাকা। এসি সিটের ভাড়া ৮৬৩ থেকে বেড়ে ৯৪৩ টাকা এবং এসি বার্থের ভাড়া ১ হাজার ৩৩৮ থেকে ১ হাজার ৪৬৫ টাকা হয়েছে। চট্টগ্রাম-সিলেট রুটে স্নিগ্ধা আসনের ভাড়া ৮৫৭ থেকে বেড়ে ৯০৯ টাকা। শোভন চেয়ার ২৫ টাকা বৃদ্ধি পেয়ে ৪১০ টাকা হয়েছে। প্রথম বার্থের নতুন ভাড়া ১ হাজার ১৩৭ টাকা,

এসি সিটের ১ হাজার ৮৭ টাকা এবং এসি বার্থের ভাড়া ১ হাজার ৫৯১ থেকে বেড়ে ১ হাজার ৬৭৮ টাকা হয়েছে। চট্টগ্রাম-জামালপুর রুটে মেইল ট্রেনের ভাড়া ১৭৫ থেকে ১৮৫ টাকা নির্ধারিত হয়েছে। শোভন চেয়ার ৫২৫ থেকে বেড়ে ৫৪৫ টাকা, স্নিগ্ধা আসন ১ হাজার ৭ থেকে ১ হাজার ৪১ টাকা, এসি সিট ১ হাজার ২০৮ থেকে ১ হাজার ২৫৪ টাকা এবং এসি বার্থ ১ হাজার ৮৫৬ থেকে ১ হাজার ৯২৫ টাকা হয়েছে। ঢাকা-দেওয়ানগঞ্জ রুটে মেইল ট্রেনের ভাড়া অপরিবর্তিত। কমিউটার ট্রেনের ভাড়া ১০৫ থেকে ১১০ টাকা, শোভন চেয়ার ২৫০ থেকে ২৫৫ টাকা, স্নিগ্ধা আসন ৪৭৮ থেকে ৪৮৯ টাকা, এসি সিট ৫৭৫ থেকে ৫৮৭ টাকা এবং

এসি বার্থ ৯০৭ থেকে ৯২৪ টাকা নির্ধারিত হয়েছে। রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক মাহবুবুর রহমান জানান, ১০০ মিটারের বেশি দীর্ঘ পুরোনো সেতুগুলোর রক্ষণাবেক্ষণ খরচ পূরণের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী পন্টেজ চার্জ যুক্ত করে ভাড়া বৃদ্ধি করা হয়েছে। তবে সব রুটে নয়, কেবল নির্বাচিত কিছু রুটে এই সমন্বয় করা হয়েছে। যেসব রুটে ভাড়া বেড়েছে, তা তুলনামূলকভাবে বেশি নয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউ ইয়র্ক সিটির যে আসনে লড়বেন ল্যান্ডার, সমর্থন মামদানির সৌদিতে যে শর্তে মদ কিনতে পারবেন বিদেশিরা ভেনেজুয়েলা উপকূলে তেলবাহী জাহাজ জব্দ ট্রাম্পের ম্যানহাটনে ছুরিকাঘাতে সাবওয়ে স্টেশনের যাত্রী গুরুতর আহত জীবনে হারিয়ে যাওয়া উদ্দীপনা ফেরাবে ৪টি কাজ অস্ট্রেলিয়ায় কিশোরদের সামাজিক মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা কার্যকর জাহাঙ্গীরের অযোগ্যতার স্বীকারোক্তি নাকি দায়িত্বহীনতার প্রমাণ? – হত্যাকাণ্ড বন্ধে ম্যাজিক লাগে না, লাগে সৎসাহস আর যোগ্যতা দুদকের তদন্তে অর্ধেক আসামি খালাস : ইউনুসের রাজনৈতিক মামলাবাজির চূড়ান্ত পরাজয় “যখন ৬ টা লাশ পড়লো আমি সাথে সাথে ইনকোয়ারি কমিটি করলাম তদন্ত করতে, সেই তদন্ত ইউনূস সাহেব বন্ধ করলো কেন?” –জননেত্রী শেখ হাসিনা⁩ জুলাই–আগস্ট ২০২৪-এর সহিংসতা নিয়ে পিবিআই তদন্ত: ৫৬% মামলা “মিথ্যা ও ভিত্তিহীন”, বেশির ভাগ মামলায় ৯০% পর্যন্ত আসামির সঙ্গে ঘটনার কোনো সংযোগ নেই ইউরোপীয় পার্লামেন্টের হিউম্যান রাইটস সাব-কমিটি ও সাউথ এশিয়ান সাব-কমিটির সদস্যদের সাথে বৈঠক করেছেন ইউরোপে অবস্থানরত বাংলাদেশি সিভিল সোসাইটির একটি প্রতিনিধি দল ইউরোপীয় পার্লামেন্ট সদস্যদের সাথে বাংলাদেশি প্রতিনিধি দলের বৈঠক নোয়াখালীতে ইলিয়াসের কুশপুত্তলিকা দাহ বরিশালের নদীপথে মুক্তিবাহিনীর আকস্মিক আক্রমণ, পাকিস্তানি নৌঘাঁটি দুর্বল হয়ে পড়ে ড. ইউনূসের পদত্যাগ ও নির্বাচনে অংশগ্রহণের দাবিতে আওয়ামী লীগের ৩ দিনের কর্মসূচি ঘোষণা, শনিবার দেশজুড়ে ‘লকডাউন’ ডিএমপির ডিসি সামীর বিরুদ্ধে মামলা-বাণিজ্য ও অর্থ আত্মসাৎ এবং লন্ডনে টাকা পাচারের গুরুতর অভিযোগ ১৫ ঘণ্টা পার হলেও উদ্ধার হয়নি শিশু সাজিদ তানিয়া রবের গাড়ি বহরে হামলা নব্য ফ্যাসিবাদের পদধ্বনি : জেএসডি ৩৫ ফুট গর্তে একাধিকবার পাঠানো হলো ক্যামেরা, দেখা যায়নি শিশুটিকে আবারও হাফেজ আনাসের বিশ্বজয়