বরিশালে তোপের মুখে ব্যারিস্টার ফুয়াদ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ ডিসেম্বর, ২০২৫
     ৮:৩২ পূর্বাহ্ণ

বরিশালে তোপের মুখে ব্যারিস্টার ফুয়াদ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ ডিসেম্বর, ২০২৫ | ৮:৩২ 18 ভিউ
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে লাঞ্ছিত করা হয়েছে। অভিযোগ উঠেছে, বক্তব্যে চাঁদাবাজির অভিযোগ করায় তাঁর ওপর হামলার চেষ্টা করেন বিএনপির একদল নেতাকর্মী। তাঁকে রক্ষা করতে গিয়ে এবি পার্টির কয়েক নেতাকর্মী মারধরের শিকার হয়েছেন। রোববার দুপুরে মীরগঞ্জ ফেরিঘাটে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, এদিন বরিশালের রহমতপুর-বাবুগঞ্জ-মুলাদী-হিজলা সড়কের আড়িয়াল খাঁ নদীর ওপর মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান ছিল। এতে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন। তারা চলে যাওয়ার পর বিএনপির কর্মীরা ফুয়াদের ওপর চড়াও হন। প্রত্যক্ষদর্শীরা জানান, ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান শেষে

ফুয়াদ উপস্থিত গণমাধ্যমকর্মীদের বক্তব্য দেন। তিনি বলেন, ‘রাজনৈতিক ছদ্মাবরণে সেতু নির্মাণের ঠিকাদার প্রতিষ্ঠান চায়না ব্রিজ কনস্ট্রাকশন কোম্পানির কাছে চাঁদা চাওয়া হচ্ছে। পাথর-বালু, রড-সিমেন্ট সরবরাহ কাজ পেতে ঠিকাদার প্রতিষ্ঠানকে চাপ দেওয়া হয়। এটা অব্যাহত থাকলে নির্মাণকাজে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে।’ বক্তব্য দেওয়ার পরই বিএনপি নেতাকর্মীরা তাঁকে ঘিরে ধরেন। বক্তব্য ‘মিথ্যা ও উদ্দেশ্যেপ্রণোদিত’ অভিযোগ তুলে তাঁর কাছে কৈফিয়ত চাওয়া হয়। সেখানে উপস্থিত ছিলেন রহমতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাজন সিকদার, কেদারপুর ইউনিয়নের সাবেক যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামান খোকন ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতিকুর রহমান আল আমিনসহ অনেকে। তখন এবি পার্টির নেতাকর্মীদের সঙ্গে তাদের ধাক্কাধাক্কি ও হাতাহাতি হয়। পরিস্থিতি প্রতিকূলে বুঝতে পেরে ফুয়াদ হেঁটে তাঁর

গাড়ির দিকে রওনা হন। তখন বিএনপি নেতাকর্মীরা ‘ভুয়া ভুয়া’সহ তাঁকে উদ্দেশ করে স্লোগান দিয়ে পিছু পিছু যান। ফুয়াদ চলে যাওয়ার পর ওই এলাকায় বিক্ষোভ করেন বিএনপি নেতাকর্মীরা। এবি পার্টির বরিশাল মহানগরের সদস্য সচিব প্রকৌশলী জি এম রাব্বি বলেন, ‘পরিকল্পিতভাবে ইস্যু সৃষ্টি করে ফুয়াদের ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। ফুয়াদ যে অভিযোগ করেছেন তা সঠিক। চাঁদা ও সরবরাহ কাজ না পেলে সেতু নির্মাণ কাজ বন্ধের হুমকি দেওয়া হয়েছে। হামলায় তিনিসহ এবি পার্টির কয়েকজন আহত হয়েছেন।’ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতিকুর রহমান বলেন, ‘মীরগঞ্জ সেতু আমাদের বহু বছরের প্রাণের দাবি ছিল। সেটির ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে। এখনও ঠিকাদার চূড়ান্ত হয়নি। তার আগেই ব্যারিস্টার ফুয়াদ চাঁদাবাজির অভিযোগ

করেছেন। আমরা এর প্রতিবাদ জানিয়েছি। কোনো হামলা হয়নি। মিথ্যা বক্তব্যের জন্য ক্ষমা না চাইলে ফুয়াদকে বাবুগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করা হবে।’ রহমতপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক রাজন সিকদার বলেন, ‘ফুয়াদকে সুনির্দিষ্ট করে বলতে হবে কে বা কারা চাঁদা চেয়েছে। ঢালাওভাবে অভিযোগ করলে এলাকাবাসী মেনে নেবে না। আজ জনতা সেটাই প্রমাণ করেছে। তাঁকে ভুয়া বানিয়ে মীরগঞ্জ থেকে বিতাড়িত করেছে।’ এ বিষয়ে বাবুগঞ্জ থানার ওসি জহিরুল আলম বলেন, ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে দুই উপদেষ্টা চলে যাওয়ার পর এবি পার্টি ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সামান্য হাতাহাতি হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অপারেশন নাট ক্র্যাক: আখাউড়া দখলের যুদ্ধ সাভারে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ‘ফ্যাসিবাদ’ ও ‘সন্ত্রাসের রাজত্ব’ কায়েমের অভিযোগ: ফার্স্টপোস্টে ছাত্রলীগের সভাপতির নিবন্ধ ‘স্বাধীনতা বিরোধী’ ও চীনপন্থীদের কবজায় দ্বিপাক্ষিক বাণিজ্য প্যানেল, বিতাড়িত সব ভারতীয় শিল্পগোষ্ঠী ‘দেশের প্রশংসনীয় অগ্রগতি রাষ্ট্র পরিচালনায় শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের ফল’: মাহফুজ আনাম জরিপে ধস: অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে ‘চরম অসন্তুষ্ট’ ৯২ শতাংশ মানুষ, তলানিতে জনপ্রিয়তা রংপুরে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যা : নির্বাচিত সরকারকে উৎখাতের পর দেশে এখন কিসের রাজত্ব চলছে? ঝিনাইদহ শত্রুমুক্ত: পশ্চিমাঞ্চলীয় রণাঙ্গনে যৌথবাহিনীর জয়যাত্রা অব্যাহত চরম প্রতিকূলতাতেও অটুট জনসমর্থন: আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন চায় না দেশের ৬৯ শতাংশ মানুষ আঞ্চলিক ভূ-রাজনীতির মারপ্যাঁচ: ঢাকায় মার্কিন যুদ্ধ-বিশেষজ্ঞদের উপস্থিতি মাদারীপুরে ৬ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ‘ফ্যাসিবাদ’ ও ‘সন্ত্রাসের রাজত্ব’ কায়েমের অভিযোগ পাকিস্তানের সঙ্গে সামরিক সখ্য: জাতীয় নিরাপত্তা ও অর্থনীতি চরম ঝুঁকির মুখে বিজয়ের মাস ডিসেম্বর ছয় বছরের শান্তি, মাত্র ছয় মাসেই নরক : নোবেলজয়ী ইউনুস সরকারের আরেকটি অর্জন সুন্দরবনে! সুদখোরের দেশে রিকশাচালকের মৃত্যু : যে লোক নোবেল পেয়েছিল গরিবের রক্ত চুষে আওয়ামী লীগের জনপ্রিয় নেতৃত্বকে দুর্বল করতে পরিকল্পিত আগুন–সন্ত্রাস? জামায়েতকে ভোট না দিলে পিঠের চামড়া থাকবে না —ভোটারদের হুমকি দিচ্ছেন প্রার্থীরা বহুদিন ধরে বিএনপি–জামায়াত এবং সুশীল সমাজের একটি অংশ ২০১৩ সালের ৫ মে আওয়ামী লীগ রাজধানীর মোহাম্মদপুরে দিনেদুপুরে মা মেয়েকে কুপিয়ে হত্যা