ইউ এস বাংলা নিউজ ডেক্স
ফের ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, শুক্রবার কততে বিক্রি হচ্ছে
বিশ্ববাজারে স্বর্ণের দাম ফের কিছুটা বেড়েছে। বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার দাম বাড়ায় বিনিয়োগকারীরা স্বস্তিতে রয়েছেন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ধাতুটির দাম দুই সপ্তাহের উচ্চতায় পৌঁছানোয় বিনিয়োগকারীরা মুনাফা তুলে নিতে শুরু করেছেন।
তবুও ডিসেম্বর মাসে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদের হার কমাতে পারে— এমন আশঙ্কায় টানা চতুর্থ মাসের মতো দাম বৃদ্ধির পথে রয়েছে স্বর্ণ।
আজ মার্কেট খোলার কিছুক্ষণ পরেই স্পট গোল্ড শূন্য দশমিক ১% বেড়ে আউন্সপ্রতি ৪,১৬২.৫৯ ডলার হয়, যা সেশন শুরুর দিকে ১৪ নভেম্বরের পর সর্বোচ্চ দামে পৌঁছে। সপ্তাহের হিসেবে স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছে প্রায় ২ দশমিক ৪%, আর পুরো মাসে বৃদ্ধির হার দাঁড়াতে যাচ্ছে ৩ দশমিক ৯%।
এদিকে, সিএমই গ্রুপে বড় ধরনের প্রযুক্তিগত ত্রুটিতে
তাদের মুদ্রা লেনদেন প্ল্যাটফর্মসহ বৈদেশিক মুদ্রা, কমোডিটি, ট্রেজারি ও স্টক ফিউচারস ট্রেডিং বন্ধ হয়ে যায়। আউটেজের আগে ডিসেম্বর ডেলিভারির মার্কিন স্বর্ণ ফিউচারস আউন্সপ্রতি ৪,২২১.৩০ ডলার ছিল। স্বর্ণবাজারে লাভ তুলে নেওয়ার এই প্রবণতার মাঝেও বিশ্লেষকরা বলছেন, স্বর্ণের প্রতি সার্বিক মনোভাব এখনো ইতিবাচক। স্বতন্ত্র বিশ্লেষক রস নরম্যান বলেন, “স্বর্ণের এমন অসাধারণ বৃদ্ধির পর মুনাফা নেওয়ার লোভ থাকেই। তবে বাজারের ভেতরের মনোভাব এখনো অত্যন্ত শক্তিশালী।” তিনি আরও জানান, বৈশ্বিক ঋণ, শুল্ক ও নিষেধাজ্ঞা সংক্রান্ত উদ্বেগ, পাশাপাশি বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের স্বর্ণ ক্রয় বৃদ্ধি এ বছরে স্বর্ণের দামে বড় ধরনের উত্থান ঘটিয়েছে।
তাদের মুদ্রা লেনদেন প্ল্যাটফর্মসহ বৈদেশিক মুদ্রা, কমোডিটি, ট্রেজারি ও স্টক ফিউচারস ট্রেডিং বন্ধ হয়ে যায়। আউটেজের আগে ডিসেম্বর ডেলিভারির মার্কিন স্বর্ণ ফিউচারস আউন্সপ্রতি ৪,২২১.৩০ ডলার ছিল। স্বর্ণবাজারে লাভ তুলে নেওয়ার এই প্রবণতার মাঝেও বিশ্লেষকরা বলছেন, স্বর্ণের প্রতি সার্বিক মনোভাব এখনো ইতিবাচক। স্বতন্ত্র বিশ্লেষক রস নরম্যান বলেন, “স্বর্ণের এমন অসাধারণ বৃদ্ধির পর মুনাফা নেওয়ার লোভ থাকেই। তবে বাজারের ভেতরের মনোভাব এখনো অত্যন্ত শক্তিশালী।” তিনি আরও জানান, বৈশ্বিক ঋণ, শুল্ক ও নিষেধাজ্ঞা সংক্রান্ত উদ্বেগ, পাশাপাশি বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের স্বর্ণ ক্রয় বৃদ্ধি এ বছরে স্বর্ণের দামে বড় ধরনের উত্থান ঘটিয়েছে।



