ইয়ামির বিস্ফোরক মন্তব্য – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২৫
     ৫:৫৫ অপরাহ্ণ

ইয়ামির বিস্ফোরক মন্তব্য

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২৫ | ৫:৫৫ 15 ভিউ
বলিউড যাত্রা রোমান্টিক কমেডি দিয়ে শুরু হলেও সময়ের সঙ্গে নিজেকে বদলেছেন ইয়ামি গৌতম। হয়ে উঠেছেন বলিউডের ভার্সেটাইল অভিনেত্রী। রোমান্টিক কমেডির গণ্ডি ভেঙে একের পর এক চ্যালেঞ্জিং চরিত্রে বাজিমাত করেছেন তিনি। সম্প্রতি বহুল আলোচিত শাহ বানো মামলা অবলম্বনে নির্মিত ‘হক্‌’ ছবিতে তার অভিনয় নতুন করে নাড়া দিয়েছে দর্শক-সমালোচকদের। শুক্রবার (২৮ নভেম্বর) জন্মদিনে অভিনেত্রী শুভেচ্ছার বন্যায় ভাসলেও অন্যদিকে বলিউডের পুরস্কার বিতরণী নিয়ে তার এক বক্তব্য তাকে নিয়ে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ‘হক্‌’-এর সাফল্যের কারণে নাকি চারটি নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। যদিও অভিনেত্রী সেই প্রশ্নের জবাবের দায়িত্ব দিলেন প্রযোজকদের ঘাড়ে। ইয়ামি বলেছেন, ‘এই ঘোষণা তো প্রযোজক করবেন।’ তবে দর্শকের

ভালোবাসায় নিজেকে যে ভাসিয়ে দিয়েছেন, সে কথা একবাক্যে স্বীকার করেছেন অভিনেত্রী। নেটাগরিকের একাংশের মত, এই ছবি জাতীয় পুরস্কার পাবেই। অভিনেত্রীও কি এমনই বিশ্বাস করেন কি না? এই প্রশ্নের উত্তরে ঠাট্টা করে ইয়ামি বলেন, ‘এই প্রশ্নের উত্তর থেকে কী কী শিরোনাম হতে পারে সেটাই ভাবছি শুধু। কী উত্তর হতে পারে আমার সত্যিই ধারণা নেই। আমি খুব সতর্ক থাকার চেষ্টা করছি, মেপে কথা বলার চেষ্টা করছি। আমি চাই না, আমার উত্তর শুনে এমন কিছু মনে হোক, যেটা আমি নই।’ অভিনেত্রীর কথায়, এটা আমার দর্শকের বক্তব্য, আর সেটাই আমার জন্য বিশাল বড় উপহার। ওদের জন্যই আজ আমি এই জায়গায়। অবশ্যই কিছু পরিচালক আমার ওপর ভরসা

করেছেন যেটা বেশিরভাগ পরিচালকই করতে পারেননি। আমি কোনো পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যাই না, তাদের প্রতি সম্মান রেখেই বলছি। কিন্তু কেন কোনো পার্টি বা পুরস্কারের অনুষ্ঠানে সে ভাবে দেখা যায় না অভিনেত্রীকে? অথচ বলা হয়, এসব অনুষ্ঠানে উপস্থিতিই বেশি করে কাজ পেতে নাকি সাহায্য করে যে কোনো শিল্পীকে? এ প্রশ্নের উত্তরে ইয়ামি বলেন, নিশ্চয়ই তা-ই। কোনো সন্দেহ নেই। কিন্তু আমি যদি তার সঙ্গে একাত্মবোধ করতে না পারি, তাহলে কাজ করব কীভাবে? আমি কাউকে কীভাবে বলব যে, এই সুযোগটা আমার চাই? আমি পরিশ্রম করব, সঠিক চিত্রনাট্য বাছব এবং কিছু পরিচালক আমাকে বেছে নেবেন, সেই সুযোগের অপেক্ষা করব। সেভাবেই ২০১৯ সালে ‘উরি’ হয়েছিল। এরপর অভিনেত্রী

তার বক্তব্যে তুলে ধরেন, কিছু কিছু মানুষ ‘অ্যাওয়ার্ড’-এ বিশ্বাস করতে পারেন। কিন্তু তিনি করেন না। ইয়ামি বলেন, ‘যেভাবে এসব অনুষ্ঠান হয় এখন, দেখে মনে হয় ওরা নিজেরাই বলছে, ‘আমাদের বিশেষ গুরুত্ব দেওয়ার দরকার নেই’। এটা কিন্তু আমি বলছি না। দর্শকই এই কথা বলছে এখন।’ ইয়ামির কথায়, যদি কারও মনে হয় যে পুরস্কারেই তার মন ভরে, তাহলে তা-ই করুক। কোনো সমস্যা নেই। কিন্তু কারও যদি মনে হয় যে, না আমি নিজের পথ নিজে তৈরি করব, আমার সফর আলাদা, তা হলে সেটাই সে করুক। এটা ভিন্ন পথ, কিন্তু আমি এতেই বিশ্বাসী। উল্লেখ্য, ২০১২ সালে সুজিত সরকরের পরিচালনায় নির্মিত সিনেমা ‘ভিকি ডোনার’-এর মাধ্যমে বি-টাউনে পদার্পণ

করেন ইয়ামি গৌতম। তবে ইয়ামির বড় পর্দায় অভিষেক হয় ২০১০ সালে কন্নড়, পঞ্জাবি ও তেলুগু সিনেমার মাধ্যমে। তার উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে রয়েছে, ‘বাদলাপুর’, ‘সানাম রে’, ‘কাবিল’, ‘এ থার্সডে’, ‘ওএমজি ২’, ‘আর্টিকল ৩৭০’, ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’-এর মতো ছবি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সংকটে দীপিকার স্কিন কেয়ার ব্র্যান্ড জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচনে প্রার্থী যারা বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ , সমুদ্রবন্দরে হুঁশিয়ারি সংকেত আরও ৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে স্থায়ীভাবে অভিবাসন বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের সরবরাহ বাড়লেও কমছে না সবজির দাম সমুদ্রের নিচের ভূমিকম্পে বাংলাদেশে সুনামির ঝুঁকি কতটা? শক্তি বাড়িয়ে ৮৮ কিলোমিটার বেগে এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ টঙ্গীতে ৫ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু মাটি খননের সময় বেরিয়ে এলো মর্টার শেল ফের ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, শুক্রবার কততে বিক্রি হচ্ছে তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে স্থায়ীভাবে অভিবাসন বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের ইয়ামির বিস্ফোরক মন্তব্য রিয়ার সহজ স্বীকারোক্তি কারাগারে মৃত্যুর মিছিল থামছেই না দুই হত্যা, দুই বিশ্ববিদ্যালয়, এক নিস্ক্রিয় সরকার : বিচার পাবে কবে? গম থেকে চাল, সবই সিঙ্গাপুর দিয়ে : ইউনুস সরকারের ক্রয়ে কার স্বার্থ? প্রতারণাপূর্ণ অপকৌশলের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সততা ও নিষ্ঠা প্রশ্নবিদ্ধ করা যাবে না মর্মে আওয়ামী লীগের বিবৃতি Mobocracy in robes: How Yunus regime’s farcical tribunal ordered Sheikh Hasina’s judicial assassination সাম্প্রতিক ভিত্তিহীন ও মিথ্যা দুর্নীতির মামলা সাজিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের সম্মানহানির অপচেষ্টা করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ