সঞ্চয়পত্রের সুদহার কমছে জানুয়ারি থেকে, উদ্বেগ মধ্যবিত্ত ও অবসরপ্রাপ্তদের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ অক্টোবর, ২০২৫
     ৬:৩৬ পূর্বাহ্ণ

সঞ্চয়পত্রের সুদহার কমছে জানুয়ারি থেকে, উদ্বেগ মধ্যবিত্ত ও অবসরপ্রাপ্তদের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ অক্টোবর, ২০২৫ | ৬:৩৬ 48 ভিউ
সরকার সঞ্চয়পত্রের সুদহার কমানোর সিদ্ধান্ত নিয়েছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন হার আগামী জানুয়ারি থেকে কার্যকর হবে। এই সিদ্ধান্তে মধ্যবিত্ত ও নির্দিষ্ট আয়ের মানুষদের ওপর প্রভাব পড়তে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। বর্তমানে সঞ্চয়পত্রের সর্বোচ্চ সুদহার ১১.৯৮ শতাংশ। নতুন প্রস্তাব অনুযায়ী এটি প্রায় ১০ শতাংশে নামিয়ে আনা হতে পারে। সরকারের ব্যাখ্যা, উচ্চ সুদের কারণে ঋণের বোঝা বাড়ছে, যা রাজস্ব ব্যবস্থাপনায় চাপ সৃষ্টি করছে। বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরে সঞ্চয়পত্রে নিট ঘাটতি হয়েছে ছয় হাজার কোটি টাকারও বেশি। অর্থাৎ, মানুষ নতুন করে বিনিয়োগের চেয়ে পুরনো সঞ্চয়পত্র ভাঙাচ্ছে বেশি। বিশ্লেষকদের মতে, এই প্রবণতা সরকারের কাছে সতর্ক সংকেত হতে পারে। বিআইবিএমের সাবেক মহাপরিচালক

ড. তৌফিক আহমেদ চৌধুরী বলেন, “সঞ্চয়পত্র বিক্রি কমছে, আবার সুদহারও কমানো হচ্ছে — এটা অর্থনীতির স্বাভাবিক যুক্তির বাইরে। এতে সাধারণ মানুষের আগ্রহ আরও কমে যেতে পারে।” অর্থনীতিবিদ ড. মুস্তাফা কে মুজেরী মনে করেন, “মধ্যবিত্ত ও অবসরপ্রাপ্তদের জন্য সঞ্চয়পত্র একটি নিরাপদ ভরসা। সুদহার কমে গেলে তাদের মাসিক আয় উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে, বিশেষ করে যারা অন্য কোনো আয়ের উৎস রাখেন না।” নতুন নিয়ম অনুযায়ী, কম পরিমাণ বিনিয়োগে তুলনামূলক বেশি সুদ এবং বড় অঙ্কের বিনিয়োগে অপেক্ষাকৃত কম সুদ দেওয়ার প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি উৎসে করের হারও সামান্য বাড়ানোর বিষয়ে আলোচনা চলছে। বিশেষজ্ঞরা বলছেন, সরকারের লক্ষ্য রাজস্ব ব্যয় নিয়ন্ত্রণ ও ঋণ খরচ কমানো হলেও, এর প্রভাব

পড়তে পারে সঞ্চয় প্রবণতা এবং আর্থিক নিরাপত্তা-ধারণার ওপর। অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আবদুল হামিদ বলেন, “আমরা অনেকেই ভেবেছিলাম সঞ্চয়পত্রের সুদেই সংসার চালাবো। এখন যদি আয় কমে যায়, সেটা সামলানো কঠিন হবে।” অর্থনীতিবিদরা মনে করছেন, সরকারের উচিত হবে একদিকে ঋণ খরচ নিয়ন্ত্রণের পদক্ষেপ নেওয়া, অন্যদিকে জনগণের সঞ্চয় ও আস্থার পরিবেশ বজায় রাখার দিকেও সমান মনোযোগ দেওয়া।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ক্তিযোদ্ধাদের আক্রমণে কোণঠাসা হয়ে পড়ে পাকিস্তানি জান্তারা ক্ষমতার লোভে ইতিহাস স্বীকারের ভান: জামায়াতের ‘ক্ষমা’ নয়, এটি সুপরিকল্পিত রাজনৈতিক প্রতারণা পরিবারের নিরাপত্তার সংকটে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ বিজয় দিবসে মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রামে বিজয় দিবসে ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন বিজয় দিবসের দিন জামায়াত আমিরের অভিনব প্রতারণা ট্রল ও গালিগালাজের শিকার হয়ে যা বললেন শুভশ্রী বিজয় দিবসে মোদির টুইট, একবারও উল্লেখ করলেন না বাংলাদেশের নাম কুয়ালালামপুরে ইমিগ্রেশনের অভিযানে বাংলাদেশিসহ ৯০ অবৈধ অভিবাসী আটক কুয়াশা ও শুষ্ক আবহাওয়া থাকবে কয়দিন? জানাল আবহাওয়া অধিদপ্তর ভারতীয় রুপির রেকর্ড দরপতন বিবিসির বিরুদ্ধে ৫০০ কোটি ডলারের মামলা ট্রাম্পের যে কারণে জিৎ-স্বস্তিকার ৬ বছরের প্রেম ভাঙে অবিনশ্বর বিজয় দিবস ২০২৫ নয় মাস মুক্তিযুদ্ধের পর যেদিন বিজয়ের সূর্য হেসেছিল বাংলার আকাশে দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখবেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা প্রহসন নির্বাচনের তফসিল ঘোষণা, জনগণের রায় ছাড়াই ক্ষমতার বন্দোবস্ত মানবে না দেশ নিয়াজীর আত্মসমর্পণের চুক্তিনামা নিয়ে আসেন ক্যু করে পদচ্যুত করতে ব্যর্থ হয়ে ইউনুসের কাছে রাষ্ট্রপতি এখন অচ্ছুৎ!