ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
“যে ব্যালটে নৌকা প্রতীক নাই, যেখানে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না, সেখানে আমাদের ভোটাররা কেউ ভোট দিবে না” -দেশরত্ন শেখ হাসিনা
সংকীর্তনে হামলা- ইউনুস–জামাতের নীরব আশ্রয়ে উগ্রবাদ এখন মকরসংক্রান্তির উৎসবকেও রেহাই দিচ্ছে না।
ভোট নয়, এটা ফাঁদ – বাংলাদেশকে রক্ষা করতে এই পাতানো নির্বাচনে অংশ নেবেনা বাংলাদেশ
রক্তের ওপর দাঁড়িয়ে নির্বাচন? সরকারের নিষ্ক্রিয়তায় দেশে প্রতিদিন গড়ে ১১ খুন
অসংবিধানিক গণভোটে সংবিধান বাতিলের আশঙ্কা, রাষ্ট্রব্যবস্থা হুমকিতে
বিদ্যুৎ খাতের হিসাবনিকাশ, ভর্তুকির পাহাড়, উন্নয়নের সাফল্য থেকে লোকসানের গভীর সংকটে
সেনাবাহিনীতে বড় রদবদল, CGS ও PSO পদে পরিবর্তন
প্রস্তুত ২০ হাজার কর্মী, কুরবানির বর্জ্য দিনেই সরাতে চায় ঢাকার দুই সিটি
কুরবানির পশুর বর্জ্য দিনের দিন সরানোর ঘোষণা দিয়েছে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি করপোরেশন। এজন্য দুই সিটিতে প্রস্তুত রাখা হয়েছে ২০ হাজার কর্মী।
দক্ষিণ সিটির প্রশাসক শাহজাহান মিয়া বলেন, ঈদের দিন বিকাল থেকে আমাদের বর্জ্য ব্যবস্থাপনার কাজ শুরু হবে। আমরা আশা করছি যে, আমাদের কমিটমেন্ট- ১২ ঘণ্টার ভেতরে আমরা কুরবানির ময়লা পরিষ্কার করব।
আমাদের এই ময়লা পরিষ্কারের জন্য প্রায় ১০ হাজারের কর্মী আমরা প্রস্তুত রেখেছি। প্রস্তুত রয়েছে সিটি করপোরেশনের প্রয়োজনীয় সংখ্যক গাড়ি।
বৃহস্পতিবার সকালে জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে এসব কথা বলেন প্রশাসক শাহজাহান।
তিনি বলেন, একইসঙ্গে সরকারের অন্যান্য সংস্থার কাছে রিকুজিশন দিয়ে রেখেছি- প্রয়োজনে যদি বেশি গাড়ির প্রয়োজন হয়, সেগুলো আমরা নেব।
যে সব প্রাইভেট
প্রতিষ্ঠান ময়লা কালেকশন করে বাসাবাড়ি থেকে তাদেরকেও আমরা এই অপসারণের কাজে সম্পৃক্ত করেছি। কাজেই আমাদের প্রস্তুতির কোনো ঘাটতি নেই। শাহজাহান বলেন, আমরা নগরবাসীকে আহ্বান জানিয়েছি যে, তারা যাতে এক জায়গা কুরবানি দিতে পারেন; তাহলে আমাদের ময়লা কালেকশনে সুবিধা হয়। উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজ বুধবার আমিন বাজার ল্যান্ডফিল পরিদর্শন গিয়ে বলেন, ঈদে দিনের বর্জ্য দিনের মধ্যেই অপসারণ করে শহর পরিচ্ছন্ন রাখা হবে। সংস্থার প্রায় ১০ হাজার কর্মী ঈদের ৩ দিন এ পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নেবেন। এবার ঈদে প্রায় ২০ হাজার টন বর্জ্য তৈরি হবে বরে ধারণা করছে ডিএনসিসি। এই বর্জ্য ব্যবস্থাপনার কাজে ২২৪টি ডাম্প ট্রাক, ৩৮১টি পিকআপ, ২৪টি পেলোডার নিয়োজিত থাকবে। বর্জ্য ব্যবস্থাপনার
জন্য সাড়ে ১২ লাখ পলিব্যাগ, আড়াই হাজার বস্তা ব্লিচিং ও চার হাজার ক্যান স্যাভলন বিতরণ করা হয়েছে।
প্রতিষ্ঠান ময়লা কালেকশন করে বাসাবাড়ি থেকে তাদেরকেও আমরা এই অপসারণের কাজে সম্পৃক্ত করেছি। কাজেই আমাদের প্রস্তুতির কোনো ঘাটতি নেই। শাহজাহান বলেন, আমরা নগরবাসীকে আহ্বান জানিয়েছি যে, তারা যাতে এক জায়গা কুরবানি দিতে পারেন; তাহলে আমাদের ময়লা কালেকশনে সুবিধা হয়। উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজ বুধবার আমিন বাজার ল্যান্ডফিল পরিদর্শন গিয়ে বলেন, ঈদে দিনের বর্জ্য দিনের মধ্যেই অপসারণ করে শহর পরিচ্ছন্ন রাখা হবে। সংস্থার প্রায় ১০ হাজার কর্মী ঈদের ৩ দিন এ পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নেবেন। এবার ঈদে প্রায় ২০ হাজার টন বর্জ্য তৈরি হবে বরে ধারণা করছে ডিএনসিসি। এই বর্জ্য ব্যবস্থাপনার কাজে ২২৪টি ডাম্প ট্রাক, ৩৮১টি পিকআপ, ২৪টি পেলোডার নিয়োজিত থাকবে। বর্জ্য ব্যবস্থাপনার
জন্য সাড়ে ১২ লাখ পলিব্যাগ, আড়াই হাজার বস্তা ব্লিচিং ও চার হাজার ক্যান স্যাভলন বিতরণ করা হয়েছে।



