‘লাইফ সাপোর্টে’ ঢাকা দক্ষিণ সিটির সেবা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ জুন, ২০২৫
     ১০:০২ পূর্বাহ্ণ

আরও খবর

সর্বদলীয় নির্বাচন ছাড়া সেনা মোতায়েন নয়, আসছে ‘অপারেশন ক্লিনহার্ট ২.০’

আরাকান আর্মির অনুপ্রবেশের চেষ্টা, সীমান্তে বিজিবির সাথে গোলাগুলি, উত্তেজনা চরমে

বাংলাদেশে একতরফা নির্বাচনের ঝুঁকি, মার্কিন হস্তক্ষেপ চাইলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোমেন

আওয়ামী লীগের বিক্ষোভ ঘিরে ঢাকায় কঠোর নিরাপত্তা: পুলিশি পোশাকে নামছে ব্যক্তিগত মিলিশিয়া, মোতায়েন প্রায় ৭ হাজার সদস্য

‘আমি মুফতি ইব্রাহিমের ছাত্র নই, এটি ডাহা মিথ্যাচার’ – ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসাইন

ইউনুসের পদত্যাগ ও ‘ক্যাঙ্গারু কোর্ট’ বন্ধের দাবিতে ঢাকা লকডাউনের ডাক, কঠোর হুঁশিয়ারি পঙ্কজ দেবনাথের

বাংলাদেশ সীমান্তের পাশে ভারতের ৩ সেনা ঘাঁটি স্থাপন

‘লাইফ সাপোর্টে’ ঢাকা দক্ষিণ সিটির সেবা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ জুন, ২০২৫ | ১০:০২ 139 ভিউ
সতেরো দিন ধরে বন্ধ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয়সহ ১০টি আঞ্চলিক কার্যালয়। এতে ভেঙে পড়েছে নগর সেবা কার্যক্রম। ওয়ার্ড কার্যালয়ের মাধ্যমে জোড়াতালি দিয়ে বর্জ্য অপসারণসহ জরুরি কিছু সেবা সচল রাখা হয়েছে। বলা চলে ‘লাইফ সাপোর্টে’ চলছে সেবা কার্যক্রম। সড়ক বাতি প্রজ্বালন, বৃষ্টির পানি নিষ্কাশন, মশার ওষুধ ছিটানোসহ প্রায় ৩০ ধরনের সেবাই ব্যাহত হচ্ছে। ভুক্তভোগী ও ডিএসসিসি সংশ্লিষ্টরা এসব তথ্য জানান। তারা বলেন, অফিস বন্ধ থাকায় সব ধরনের সেবা ব্যাহত হচ্ছে। জন্ম-মৃত্যু ও তালাক নিবন্ধন, হোল্ডিং ট্যাক্স পরিশোধ সম্পূর্ণরূপে বন্ধ। ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো বিল তুলতে পারছে না। সরকারি অর্থায়নে বাস্তবায়িত প্রকল্পগুলোর বিল জুনের মধ্যে দিতে না পারলে তা সরকারি কোষাগারে ফেরত

গেলে জটিলতা বাড়বে ডিএসসিসির। কুরবানি বর্জ্য অপসারণের জন্য যে ধরনের প্রস্তুতি নেওয়া দরকার, তা নিতে পারছে না কর্তৃপক্ষ। কুরবানির হাট ব্যবস্থাপনাসহ সেবা স্বাভাবিক করতে নগরভবন খুলে দেওয়া প্রয়োজন হলেও কবে খুলবে তা কেউই বলতে পারছে না। বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়রের শপথ পড়ানোর দাবিতে ডিএসসিসি নগরভবন তালাবদ্ধ করে দিয়েছেন তার সমর্থকরা। গত ১৪ মে তারা আন্দোলন শুরু করে ১৫ মে নগরভবনসহ ১০টি আঞ্চলিক কার্যালয় বন্ধ করে দেওয়া হয়। এ অবস্থায় রোববার ডিএসসিসির নির্বাচিত জনপ্রতিনিধিদের জন্য বরাদ্দ ৫ বছরের সময়সীমা শেষ হয়েছে। এ প্রসঙ্গে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, যে কারোরই আন্দোলন করার অধিকার রয়েছে। সাময়িক হলে অফিস

বন্ধ করেও আন্দোলন করা যায়। কিন্তু দিনের পর দিন অফিস বন্ধ করে আন্দোলন করা ঠিক নয়। তিনি জানান, আন্দোলনকারীদের বিকল্প খুঁজে নিতে হবে। যে প্রতিষ্ঠানের দায়িত্ব নিতে আন্দোলন করা হচ্ছে, ওই প্রতিষ্ঠানের গ্রাহকদের সেবাবঞ্চিত করে আন্দোলন দায়িত্বশীল কাজ হতে পারে না। বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. মুসলেহ উদ্দীন হাসান বলেন, দাবি-দাওয়া যৌক্তিক উপায়ে করতে হবে। আবার যাদের কাছে দাবি জানানো হবে, তাদেরও তা বিবেচনা করতে হবে। তবে নগরভবন বন্ধ করে যেভাবে আন্দোলন চলছে; নাগরিক সেবা বিবেচনা করে আন্দোলনকারীদের বিকল্প কিছু ভাবতে হবে। ব্যাহত ডিএসসিসির সেবা : সিটি করপোরেশনের সেবার পরিমাণ ৩০ বা তার চেয়েও

বেশি। আনুষ্ঠানিক সেবার পাশাপাশি অনানুষ্ঠানিকও বিভিন্ন সেবা দিয়ে থাকে ডিএসসিসি। গুরুত্বপূর্ণ সেবার তালিকায় রয়েছে-সড়কের বৈদ্যুতিক বাতি, হাসপাতাল, রাস্তা-নর্দমা-ফুটপাত উন্নয়ন ও সংস্কার, বাজার ব্যবস্থাপনা, জন্ম-মৃত্যু-তালাক নিবন্ধন, মশক নিধন, আবর্জনা পরিষ্কার, কবর বা সৎকার, ব্যায়ামাগার, কমিউনিটি সেন্টার, মাতৃমঙ্গল কেন্দ্র, সড়কে পার্কিং, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসা, গ্রন্থাগার, সংগীত ও স্কুল, বাস টার্মিনাল, পাবলিক টয়লেট, পার্ক এবং খেলার মাঠ ইত্যাদি। রোববার ডিএসসিসির এক নির্বাহী প্রকৌশলী জানান, আন্দোলনের নামে নগরভবন তালা মেরে রাখা কোনোভাবেই যৌক্তিক হচ্ছে না। এতে সেবা ও উন্নয়ন কাজ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। তারা এই ধরনের আন্দোলন চান না। ডিএসসিসির কয়েকজন কর্মকর্তা জানান, প্রতিদিন নগরভবনের প্রধান কার্যালয়সহ অঞ্চলগুলোতে অন্তত ১০ হাজার মানুষ আসেন সেবা

নিতে। কুরবানির ঈদ উপলক্ষ্যে ডিএসসিসি এলাকার অস্থায়ী পশুর হাট ব্যবস্থাপনা ও কুরবানি পশুর বর্জ্য ব্যবস্থাপনা এক বড় চ্যালেঞ্জ। সেসব মোকাবিলায় যে ধরনের প্রস্তুতি নেওয়া দরকার ছিল তা নেওয়া সম্ভব হয়নি। এজন্য তারা দ্রুত এই আন্দোলনের অবসান চান। রাজস্ব বিভাগের কয়েকজন কর্মকর্তা জানান, নাগরিক সেবার পাশাপাশি রাজস্ব আদায়ও গুরুত্বপূর্ণ কাজ। আগে নাগরিকরা ভবনে গিয়ে হোল্ডিং ট্যাক্স দিতেন। আন্দোলনের কারণে তারা দিতে পারছেন না। নগরভবনে থাকা দুটি আঞ্চলিক কার্যালয়ের নতুন ট্রেড লাইসেন্স ইস্যু, নবায়ন, জন্ম-মৃত্যু-তালাক নিবন্ধন, ওয়ারিশ সনদসহ সব কাজই বন্ধ। নগরভবনের বাইরের ৮টি আঞ্চলিক কার্যালয় বন্ধ থাকায় সেখানেও কোনো সেবা মিলছে না। এদিকে রোববারও বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ পড়ানোর দাবিতে

নগরভবনে অবস্থান কর্মসূচি পালন করছেন দলটির নেতা-সমর্থকরা। সেই সঙ্গে ভবনের মূল ফটকসহ সব নাগরিক সেবা প্রতিষ্ঠানে তালা ঝোলানো হয়েছে। কর্মবিরতিতে রয়েছেন নগরভবনের শ্রমিক ও কর্মচারীরা। ফলে সব ধরনের নাগরিক সেবা বন্ধ রয়েছে। সরেজমিন দেখা যায়, সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন স্থান থেকে স্লোগানে স্লোগানে মিছিল নিয়ে নগরভবনে জড়ো হতে থাকেন বিএনপির নেতাকর্মীরা। পরে তারা মূল ভবনের নিচে অবস্থান নেন। এতে নগরভবন অবরুদ্ধ হয়ে পড়ে। এ সময় ‘ইশরাক তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘ইশরাকের শপথ নিয়ে টালবাহানা মানব না, মানব না’, ‘ইশরাক ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার সঙ্গে’ ইত্যাদি নানা স্লোগান দেন আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের বক্তব্য : ঢাকা দক্ষিণ সিটি

করপোরেশনের জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আরিফুজ্জামান তুহিন বলেন, অফিস বন্ধ করে আন্দোলন তারাও পছন্দ করছেন না। তবে পরিস্থিতির কারণে তারা আন্দোলনে অংশ নিচ্ছেন। সেবা নিশ্চিত করতে দ্রুত নগরভবনের তালা খুলে দেওয়া উচিত। ইশরাক সমর্থকদের আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন সাবেক সচিব মশিউর রহমান। তিনি বলেন, নগরভবন বন্ধ করে আন্দোলনে নগরবাসীর দুর্ভোগ হচ্ছে এটা সত্য। তবে এটা আনুষ্ঠানিকভাবে তারা করেননি। এটা নগরবাসী করেছে। তারা মনে করছেন পরিবর্তিত পরিস্থিতিতে আন্দোলনের কৌশলও পরিবর্তন হবে। এ বিষয়ে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মতামত জানতে তার ব্যক্তিগত নম্বরে এবং ঘনিষ্ঠজনদের একাধিকবার কল করেও কোনো মতামত জানা সম্ভব হয়নি। কর্তৃপক্ষের বক্তব্য : এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. জিল্লুর রহমান বলেন, নগরভবন বন্ধ রাখার বিষয়টি রাজনৈতিক ও আইনগত বিষয়। নগরভবন ও আঞ্চলিক অফিসগুলো বন্ধ থাকায় সেবা কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে। এ বিষয়টি মৌখিক ও লিখিতভাবে স্থানীয় সরকার বিভাগকে জানানো হয়েছে। সেখান থেকে এখনো কোনো নির্দেশনা পাওয়া যায়নি। তিনি বলেন, রাজনৈতিক কর্মসূচিতে ডিএসসিসির অনেক কর্মচারীও অংশ নিয়েছে। যেটা তারা নিতে পারেন না। তাদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে। সে সুযোগ রয়েছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কর্তব্য আইন মেনে কাজ করা উচিত। এ বিষয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বক্তব্য জানতে চেষ্টা করেও তা পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন দুই উপদেষ্টার পদত্যাগের দাবি প্রাথমিক শিক্ষকদের এবার শীত নামবে কবে? দ্বাদশ শ্রেণির নির্বাচনি পরীক্ষা স্থগিত সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ৫২২ ঘণ্টা অনশন করলেও কিছু করার নেই— তারেকের উদ্দেশে ইসি সচিব বিএনপি-গণঅধিকারের ৬৪ নেতাকর্মীর জামায়াতে যোগদান বাংলাদেশিসহ মালয়েশিয়া-থাই সমুদ্রসীমায় ৯০ অভিবাসীকে নিয়ে নৌকাডুবি আরএসএফ হামলার মুখে এল-ফাশর ছাড়ল ৩২৪০ পরিবার ধেয়ে আসছে সুপার টাইফুন ‘ফাং-ওয়ং’, সরানো হলো ১ লাখ বাসিন্দাকে যুক্তরাষ্ট্রে বেপরোয়া গাড়ির ধাক্কায় ৪ জনের প্রাণহানি লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ৩ সর্বদলীয় নির্বাচন ছাড়া সেনা মোতায়েন নয়, আসছে ‘অপারেশন ক্লিনহার্ট ২.০’ ঐতিহাসিক সফর: ৫১ বছর পর চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি যুদ্ধজাহাজ, উষ্ণ অভ্যর্থনা বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ব্রিটিশ লর্ড কার্লাইলের গভীর উদ্বেগ: অংশগ্রহণমূলক নির্বাচন ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান আরাকান আর্মির অনুপ্রবেশের চেষ্টা, সীমান্তে বিজিবির সাথে গোলাগুলি, উত্তেজনা চরমে বাংলাদেশে একতরফা নির্বাচনের ঝুঁকি, মার্কিন হস্তক্ষেপ চাইলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোমেন আওয়ামী লীগের বিক্ষোভ ঘিরে ঢাকায় কঠোর নিরাপত্তা: পুলিশি পোশাকে নামছে ব্যক্তিগত মিলিশিয়া, মোতায়েন প্রায় ৭ হাজার সদস্য ‘আমি মুফতি ইব্রাহিমের ছাত্র নই, এটি ডাহা মিথ্যাচার’ – ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসাইন ইউনুসের পদত্যাগ ও ‘ক্যাঙ্গারু কোর্ট’ বন্ধের দাবিতে ঢাকা লকডাউনের ডাক, কঠোর হুঁশিয়ারি পঙ্কজ দেবনাথের