কুয়েট ভিসি পদত্যাগ না করলে সব ক্যাম্পাস ফুঁসে উঠবে – ইউ এস বাংলা নিউজ




কুয়েট ভিসি পদত্যাগ না করলে সব ক্যাম্পাস ফুঁসে উঠবে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ এপ্রিল, ২০২৫ | ৫:০৭ 6 ভিউ
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভিসি পদত্যাগ না করলে সব বিশ্ববিদ্যালয়ে ফুঁসে উঠবে শিক্ষার্থীরা বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার (জাবি) শাখার আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল। তিনি বলেন, গত ফেব্রুয়ারি মাসে কুয়েটের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছিল। ক্যাম্পাসে আমরা অস্ত্রের ঝনঝনানি দেখেছিলাম। যখন শিক্ষার্থীরা বিচারের দাবি জানাল প্রশাসন তখন আন্দোলনকারী শিক্ষার্থীদের বহিষ্কার করল। তাদের বিরুদ্ধে মামলা দিল। মঙ্গলবার কুয়েটে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে এবং উপাচার্যের পদত্যাগের দাবিতে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন উজ্জ্বল। তিনি বলেন, হাসিনার সরকার গত ১৫ বছরে শিক্ষাঙ্গনে হামলায় চুপ থেকেছে। গণঅভ্যুথান পরবর্তী সময়ে আমরা একই চিত্র দেখছি। কুয়েটে হামলায় শিক্ষা উপদেষ্টাসহ

অন্যান্য উপদেষ্টাদের বক্তব্য আমরা পাইনি। কুয়েটের হামলার প্রতিবাদে আমরা কুয়েটের ভিসির পদত্যাগ চাই, তা না হলে দেশের সব বিশ্ববিদ্যালয়ের ফুঁসে উঠবে শিক্ষার্থীরা। আন্দোলন আরও বেগবান হয়ে উঠবে। এদিন বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারের পাদদেশে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা। এতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন এবং কুয়েটের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। এসময় গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্মসদস্য সচিব জিয়া উদ্দিন আয়ানের সঞ্চালনায় নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাজমুল হাসান লিমন বলেন, কুয়েট প্রশাসন আন্দোলনকারী ৩৭ জন শিক্ষার্থীকে বহিষ্কার করেছে। যারা ছিল জুলাই আন্দোলনের সৈনিক। আজ তাদেরই অনশন করতে হচ্ছে নিজেদের অধিকার আদায়ের জন্য। এটা

অত্যন্ত লজ্জার। অবিলম্বে কুয়েটের উপাচার্য মাসুদকে বরখাস্ত করতে হবে। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক তৌহিদ মোহাম্মদ সিয়াম বলেন, আমরা একথা স্পষ্টভাবে বলে দিতে চাই, কুয়েটের শিক্ষার্থীরা তোমরা একা নও তোমাদের পাশে পুরো বাংলাদেশ আছে। আমরা জোরালভাবে বলতে চাই কুয়েটের অযোগ্য ভিসির অবিলম্বে পদত্যাগ করতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কাশ্মীরে জঙ্গি হামলায় অন্তত ২৫ পর্যটক নিহত অনশনের ৩য় দিনে দুর্বল হয়ে পড়েছেন কুয়েটের ২৭ ছাত্র মৌলিক বিষয়ে এখনও মতভিন্নতা কাটেনি সূচনা ফাউন্ডেশনের ৪৪৭ কোটি টাকার হিসাব মিলছে না গ্যাস, বিদ্যুৎ, সারে ভর্তুকি বেড়ে দাঁড়াচ্ছে লাখ কোটি টাকা রাজধানীতে বাড়তে পারে তাপমাত্রা, বৃষ্টির সম্ভাবনা কম মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ভাঙা হচ্ছে না, চলছে সংস্কারকাজ তুচ্ছ ঘটনায় বারবার সংঘর্ষে শিক্ষার্থীরা এক সপ্তাহেও উদ্ধার হয়নি চবির অপহৃত ৫ শিক্ষার্থী হার্ট সার্জারি কিডনির ক্ষতি করতে পারে? সারা দেশে ক্লাস বর্জনের ডাক শিক্ষার্থীদের ১৩ মে সৌদি সফরে যাচ্ছেন ট্রাম্প কাশ্মীরে হামলা, যা বললেন ট্রাম্প ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির প্রথম পর্যায়ের বৈঠক শেষ দুর্নীতির তদন্ত ধামাচাপা পাঁচ দফায় পদোন্নতি ক্ষুধায় কাতর গাজাবাসী, দেওয়ার মতো রক্তও নেই শরীরে বিএনপির হাফ ডজন প্রত্যাশী একক প্রার্থী জামায়াতের নখ উপড়ে, ছ্যাঁকা দিয়ে পঙ্গু করে ভিক্ষাবৃত্তি ফতুল্লায় অগ্নিকাণ্ডে জুটের গোডাউন ও ছাপাখানা পুড়ে ছাই রহস্যজনক বিস্ফোরণ গাজীপুরে অগ্নিদগ্ধে একই পরিবারের তিনজনের মৃত্যু