হল খুলে দেওয়ার দাবিতে কুয়েটের শিক্ষার্থীদের আলটিমেটাম – ইউ এস বাংলা নিউজ




হল খুলে দেওয়ার দাবিতে কুয়েটের শিক্ষার্থীদের আলটিমেটাম

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ এপ্রিল, ২০২৫ | ১০:৫৫ 12 ভিউ
অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের শতাধিক শিক্ষার্থী রোববার দুপুরে ক্যাম্পাসে প্রবেশ করেছেন। প্রায় ৫২ দিন পরে রোববার শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশ করেন। এদিকে হল খুলে দেওয়ার দাবিতে তারা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়েছেন। শিক্ষার্থীরা রাত ৮টার ভেতর হল খুলে দেওয়ার আলটিমেটাম দিয়েছেন। এজন্য লিখিত আবেদন জানিয়েছেন শিক্ষার্থীরা। অন্যথায় তারা কঠোর কর্মসূচি পালন করবেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বন্ধ থাকা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েটে) ক্যাম্পাসে প্রবেশের ঘোষণা দেন শিক্ষার্থীরা। তাদের প্রবেশ ঠেকাতে ফটকে অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ বিভিন্ন পদক্ষেপ নেয় কুয়েট প্রশাসন। এ নিয়ে উত্তেজনা দেখা দেয়। রোববার দুপুর ২টা থেকেই শিক্ষার্থীরা প্রধান ফটকের সামনে জড়ো

হতে থাকেন। একপর্যায়ে শিক্ষকরা সেখানে যান। দুইপক্ষের আলোচনা শেষে আইডি কার্ড যাচাই করে শিক্ষার্থীদের ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হয়। বিকাল পৌনে ৪টার দিকে শিক্ষকদের একটি প্রতিনিধি দল শিক্ষার্থীদের কাছে আসেন। শিক্ষকরা তাদের বুঝিয়ে বলেন যে, সিন্ডিকেটের সভা ছাড়া একাডেমিক কার্যক্রম ও হলগুলো খোলা সম্ভব নয়। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ৮টার ভেতর হল খুলে দেওয়ার দাবি জানানো হয়েছে। আমরা প্রশাসন ভবনের সামনে অবস্থান করছি। দাবি না মানা না হলে কঠোর কর্মসূচি প্রদান করা হবে। এ বিষয়ে কুয়েটের ট্রিপলি বিভাগের ডিন প্রফেসর ড. রফিকুল ইসলাম বলেন, হল খুলে দেওয়ার সিদ্ধান্ত সিন্ডিকেট সভায় হয়। শিক্ষার্থীদের আবেদন পেয়েছি। এ বিষয়ে পরে কথা বলব। এর আগে গত ১৮ ফেব্রুয়ারি কুয়েট

শিক্ষার্থীদের সঙ্গে বহিরাগতদের কয়েক দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় শতাধিক শিক্ষার্থী আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ২৫ ফেব্রুয়ারি সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকালের জন্য আবাসিক হল ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। শিক্ষার্থীরা গত কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে রোববার দুপুর ২টায় বন্ধ থাকা কুয়েট ক্যাম্পাসে ঢুকে হলে ওঠার ঘোষণা দিয়ে আসছিলেন। তা ঠেকাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একাধিক সভা, প্রশাসনের বিভিন্ন দপ্তরে চিঠি, বিজ্ঞপ্তি জারি ও অভিভাবকদের মোবাইলে এসএমএস দিয়ে শিক্ষার্থীদের কুয়েটে না পাঠানোর অনুরোধ জানায়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গাজীপুরে বিএনপি নেতার অশ্লীল ভিডিও ভাইরাল, নিন্দার ঝড় ৩৫ সাবরেজিস্ট্রি অফিসে একযোগে দুদকের অভিযান জামায়াত-বিএনপিকে যে আহ্বান জানালেন মির্জা গালিব ঢাকায় আসা মার্কিন কর্মকর্তার সঙ্গে কী কথা হলো বিএনপির ইইউর ‘নিরাপদ’ দেশের তালিকায় বাংলাদেশ এভাবে দাম বাড়ানো অস্বচ্ছ প্রক্রিয়ার ইঙ্গিত ৩ ঘণ্টায় কী পরিমাণ বৃষ্টি হলো রাজধানীতে, জানাল আবহাওয়া অফিস বিশ্বের সবচেয়ে ঘৃণিত দেশের তালিকায় ভারত, শীর্ষে চীন সাবেক মন্ত্রীপুত্রের পিএস ডন হীরা গ্রেফতার প্ল্যাটফর্মে বসে ইনজেকশনে মাদক সেবন, ট্রেন আসতেই যুবকের ঝাঁপ ফিলিস্তিনের জনপ্রিয় শিল্পীকে হত্যা গাজা সফরে নেতানিয়াহু প্রশাসন অনেক জায়গায় বিএনপির পক্ষে কাজ করছে, এ অবস্থায় নির্বাচন নয়: নাহিদ স্বর্ণের দামে নতুন রেকর্ড আলোচনায় মোটেও সন্তুষ্ট নই, ভোটের কাট অফ সময় ডিসেম্বর: ফখরুল প্রবাসী আয়ে শীর্ষে যুক্তরাষ্ট্র, কোন দেশ থেকে কত? আগামী রমজানের আগে নির্বাচন চায় জামায়াত ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা পুনরায় হবে, তারিখ ঘোষণা শেখ পরিবারের নামে থাকল না ৩ মেডিকেল বিশ্ববিদ্যালয়, অধ্যাদেশ জারি চীনের ওপর যুক্তরাষ্ট্রের ২৪৫ শতাংশ শুল্ক আরোপ