ভারতের পণ্যে ‘পালটা শুল্ক’ আরোপের ঘোষণা ট্রাম্পের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ মার্চ, ২০২৫
     ৪:৫৫ পূর্বাহ্ণ

ভারতের পণ্যে ‘পালটা শুল্ক’ আরোপের ঘোষণা ট্রাম্পের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ মার্চ, ২০২৫ | ৪:৫৫ 78 ভিউ
যুক্তরাষ্ট্রের বন্ধুরাষ্ট্র ভারতসহ অন্যান্য দেশের আরোপ করা ‘অত্যন্ত অন্যায্য’ শুল্কের কঠোর সমালোচনা করে এবার পালটা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার কংগ্রেসের যৌথ অধিবেশনের ভাষণে তিনি ২ এপ্রিল থেকে পালটা শুল্ক কার্যকর করার ঘোষণা দেন। খবর বিবিসি, আলজাজিরার। প্রেসিডেন্ট বলেন, বিদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর সেই হারেই তিনি শুল্ক আরোপ করতে চান, যে হারে সেই দেশগুলো মার্কিন রপ্তানির ওপর শুল্ক আরোপ করে থাকে। ভাষণে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘অন্যান্য দেশ বহু দশক ধরে আমাদের বিরুদ্ধে শুল্ক সুবিধাকে ব্যবহার করেছে এবং এখন আমাদের পালা তাদের বিরুদ্ধে সেটি ব্যবহার করার।’ শুল্ক আরোপের ফলে দ্রব্যমূল্য বেড়ে যাওয়ার বিষয়ে আশ্বস্ত করে তিনি বলেন,

একটু অসুবিধা হতে পারে। কিন্তু তাতে আমাদের খুব একটা সমস্যা হবে না। যুক্তরাষ্ট্র আসা গাড়ি থেকে শুরু করে খুচরা যন্ত্রাংশ-সবকিছুতেই তিনি শুল্ক আরোপের প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, আপনি যদি আমেরিকাতে পণ্য তৈরি না করেন, তাহলে আপনাকে শল্ক দিতেই হবে। কোনো কোনো ক্ষেত্রে এর পরিমাণ বেশিই হবে। ট্রাম্প বলেন, ‘মোটামুটিভাবে বলতে গেলে, ইউরোপীয় ইউনিয়ন, চীন, ব্রাজিল, ভারত-মেক্সিকো ও কানাডা-এগুলোর নাম শুনেছেন? এবং আরও অনেক দেশ আমাদের ওপর তুলনামূলকভাবে অনেক বেশি শুল্ক আরোপ করে, যা অত্যন্ত অন্যায্য।’ ভারতের উদাহরণ দিয়ে ট্রাম্প বলেন, ‘ভারত আমাদের গাড়ির ওপর ১০০ শতাংশের বেশি শুল্ক আরোপ করে।’ ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রকে অবশ্যই অযৌক্তিক বাণিজ্যনীতির মোকাবিলা করতে হবে। তিনি জানান,

প্রশাসন ভারত ও চীনের মতো দেশের ওপর শিগগিরই প্রতিশোধমূলক শুল্ক আরোপ করবে, যা তিনি গত মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওয়াশিংটন সফরের সময়ও বলেছিলেন। ট্রাম্প আরও বলেন, তিনি প্রধানমন্ত্রী মোদিকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে, এই নতুন শুল্কব্যবস্থার আওতাভুক্ত থাকবে ভারত। ‘এ নিয়ে কেউ আমার সঙ্গে বিতর্ক করতে পারবে না’ বলেও ভাষণে উল্লেখ করেন ট্রাম্প। ট্রাম্প বলেন, অন্য দেশগুলো যে হারে শুল্ক আরোপ করে, ২ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রও সেই একই হারে শুল্ক আরোপ করবে। যে হারে তারা আমাদের ওপর শুল্ক আরোপ করবে, আমরাও তাদের ওপর একই হারে শুল্ক আরোপ করব। তারা আমাদের ওপর যে হারে কর ধার্য করবে, আমরাও তাদের ওপর একই হারে

কর ধার্য করব। যদি তারা আমাদের বাজারে প্রবেশ ঠেকাতে আর্থিক নয়, এমন শুল্ক বাধা দেয়, তাহলে আমরাও তাদের বাজারে প্রবেশ ঠেকাতে একই ধরনের ব্যবস্থা নেব। বিশ্বজুড়ে শেয়ারবাজারে পতন : চীন, কানাডা ও মেক্সিকোর পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা শুল্ক কার্যকরের পর বিশ্বজুড়ে শেয়ারবাজারগুলোয় ব্যাপক দরপতন ঘটেছে। ট্রাম্প কানাডা ও মেক্সিকো থেকে আমদানি করা পণ্যের ওপর ২৫ শতাংশ এবং চীনা পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করেছেন। জবাবে কানাডা ও চীনও যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর পালটা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। অন্যদিকে মেক্সিকো একই ধরনের পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে। সব মিলিয়ে একটি পূর্ণাঙ্গ বাণিজ্যযুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। এর জেরে যুক্তরাষ্ট্রে শীর্ষ তিন

স্টক মার্কেটের সূচকের পতন হয়েছে। এশিয়াজুড়ে শেয়ারবাজারগুলোয়ও একই ধারা দেখা গেছে। বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, শুল্ক আরোপের কারণে যুক্তরাষ্ট্রের গৃহস্থালি ব্যয় বেড়ে যাবে এবং যুক্তরাজ্যসহ সারা বিশ্বেই ক্রেতাদের ওপর এর প্রভাব পড়বে। আগামী কয়েকদিনের মধ্যেই স্ট্রবেরি, অ্যাভোকাডো, কলাসহ বিভিন্ন পণ্যের দাম বেড়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারতের একটি ফোনেই রক্ষা পেয়েছিল শেখ হাসিনার প্রাণ! চাঞ্চল্যকর দাবি নতুন বইতে ১৮ কোটি ইমেইল হ্যাক বিএনপির দুই পক্ষের সংঘর্ষে বোয়ালমারী রণক্ষেত্র ফিরছে অ্যাসিড সন্ত্রাসের পুরোনো আতঙ্ক ভাসানচর থেকে পালিয়ে আসা ৪০ রোহিঙ্গা চট্টগ্রামে আটক পপি বীজ কেন নিষিদ্ধ, দেশে কি চাষ হয়, পাকিস্তান থেকে আমদানির কারণ ইলন মাস্কের জন্য ১ ট্রিলিয়ন ডলারের বেতন প্যাকেজ অনুমোদন জাহানারার অভিযোগের নিরপেক্ষ তদন্ত চান ক্রিকেটাররা বাংলাদেশ সীমান্তের কাছে তিনটি সেনাঘাঁটি নির্মাণ করেছে ভারত ভারতের আপত্তি সত্ত্বেও লালমনিরহাট বিমান ঘাঁটিতে নতুন রাডার স্থাপন করছে বাংলাদেশ চীনা প্রযুক্তি ব্যবহারের সম্ভাবনা; নির্মাণাধীন হ্যাঙ্গারের কাজও প্রায় শেষ পর্যায়ে। শেখ হাসিনা সরকারের মেগা প্রকল্পের বাস্তবায়ন: কমলাপুরে চালু আন্ডারপাস পাঁচ ইসলামী ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত, পুঁজিবাজারে অস্থিরতা পাকিস্তান থেকে এলো ২৫ হাজার কেজি মাদক নির্বাচক মঞ্জুর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ জাহানারার আবারো আফগানিস্তনে পাকিস্তানের গোলাবর্ষণ, ইস্তাম্বুলে শান্তি আলোচনা ব্যর্থ! ফিলিপাইনে ১১৪ জনের মৃত্যু, এবার ভিয়েতনামে টাইফুন কালমায়েগির তাণ্ডব সকালে খালি পেটে কাঁচা ছোলা খাওয়ার আশ্চর্য উপকারিতা টানা দরপতনে পুঁজিবাজার বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্: প্রকৃতির সান্নিধ্যে বিলাসবহুল অবকাশের নতুন ঠিকানা পাঁচ ইসলামী ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত, পুঁজিবাজারে অস্থিরতা