বর্ষার আগেই ১৯টি খালে ফিরবে প্রবাহ, ব্লু নেটওয়ার্কের যাত্রা শুরু – ইউ এস বাংলা নিউজ




বর্ষার আগেই ১৯টি খালে ফিরবে প্রবাহ, ব্লু নেটওয়ার্কের যাত্রা শুরু

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ ফেব্রুয়ারি, ২০২৫ | ৩:৩২ 10 ভিউ
রাজধানীর খালগুলো উদ্ধার করে ‘ব্লু নেটওয়ার্ক’ গড়ে তোলার কাজে হাত দিয়েছে অন্তর্বর্তী সরকার। বর্ষার আগেই ১৯টি খালে পানি প্রবাহ ফিরবে বলেও জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজ রোববার (২ ফেব্রুয়ারি) সকালে উদ্বোধন হয় বাউনিয়া খাল খননের কাজ। অনুষ্ঠানে ছিলেন আরও দুই উপদেষ্টা। তারা হলেন শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তারা বলেন, সব সমস্যার সমাধান করতে পারবে না অন্তর্বর্তী সরকার। তবে পরিকল্পনা করে দেয়া হবে। তারা আরও জানান, ঢাকা নর্থ মডেল

পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। যা হবে রাজধানীর জন্য রোল মডেল। রাজধানীতে বৃষ্টির পানি কোথায় গিয়ে নামবে, এমন প্রশ্ন দীর্ঘদিনের। কারণ, ঢাকার খালগুলো হয়ে আছে বেদখল, ময়লা-আবর্জনায় পরিপূর্ণ। দশকের পর দশক ধরে, এমন পরিস্থিতি। সঙ্গে যোগ হয়েছে অনিয়ম আর দুর্নীতি। খালগুলো দিয়ে নৌযান চালানো হলে, ঢাকার যানজট অনেকটাই দূর করা সম্ভব। হাতিরঝিলে কিছু নৌযান চলছে, যা জনপ্রিয়ও হয়েছে। অনেকের কাছেই এই নৌযান স্বস্তি নিয়ে এসেছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর, খাল খনন-পুনরুদ্ধার ও অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে মাঠে নামে। নেয়া হয় ঢাকা শহরে খালকেন্দ্রীক ব্লু নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা। এবার সেই চিন্তা বাস্তবে রূপ দেয়ার যাত্রা শুরু হলো। উদ্বোধন হলো বাউনিয়া খাল খননের কাজ। এ খননকাজ উদ্বোধন

করেন পরিবেশ, শিল্প ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের তিন উপদেষ্টা। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, প্রকল্পের অধীনে নয়, কর্মসূচির মাধ্যমে কাজ শুরু হচ্ছে। খাল খনন কাজ শুরু হবে আগে, এরপর পুনরুদ্ধার করা হবে। পুনরুদ্ধার করার সময় অনেক বাধা আসবে। তবে তা সবাইকে মিলে রুখতে হবে। সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, কীভাবে বর্ষার আগে খালগুলোতে প্রবাহ ফেরাতে পারি, আমরা তিন-চারটি মন্ত্রণালয় বসে কাজ করছি। প্রথমে খনন করব। এরপর ধাপে ধাপে বাকি কাজে এগোবো। আমরা চাই খালগুলো হবে প্রাণকেন্দ্র। এই খালে মশা ছাড়া কিছুই নেই। আমরা স্থানীয়দের নিয়ে কমিটি করে দেব। তারাই খাল দখল ও দূষণ রোধে কাজ করবে।

খালের পাড়ে সবুজ ফিরিয়ে আনার চেষ্টা করব। একইসঙ্গে খালে মাছ যাতে বাঁচে সেই ব্যবস্থা করতে হবে। উপদেষ্টা বলেন, আমরা আশা করি, চলতি বর্ষার আগে ১৯টি খালের পানির প্রবাহ ফিরিয়ে আনতে পারব। আমরা এই ১৯টি খাল নিয়ে একটি মাস্টারপ্ল্যান করার পরিকল্পনা করছি। এছাড়া সামনের বর্ষার আগেই ঢাকা শহরের ৬টা খালের খনন কাজ শুরু হবে বলেও জানান তিনি। সৈয়দা রিজওয়ানা আরও বলেন, আগে সমন্বয়ের অভাব ছিল, তবে এখন আন্তঃমন্ত্রণালয় এক হয়ে কাজ করছে। কাজটা শেষ করতে টাইম লাগবে, তবে আমরা শুরু করে দিচ্ছি। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সকল সমস্যা এতো দ্রুত শেষ করা সম্ভব না, আমরা

কিছু পরিকল্পনা দিয়ে যাচ্ছি। ঢাকা নর্থ মডেল পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। যা হবে শহরের জন্য রোল মডেল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে সামরিক প্রস্তুতির পরিকল্পনা ইরানের বিপ্লবী গার্ডের ইরানের নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন, উদ্বেগে পশ্চিমারা হানিয়া আমিরের সৌন্দর্যের রহস্য জানা গেল ধনকুবেরের ক্ষমতার দাপট ও ক্ষুধিত চোখ বিপিএলে টাকা না পেয়ে হোটেলে আটকা পড়েছেন বিদেশিরা সাবেক দুই এমপিসহ ৬ জনের আয়কর নথি জব্দের আদেশ ‘ঐশ্বরিক সাহায্যেই যুক্তরাষ্ট্র-ইসরাইল পরাজিত হয়েছে’ পশ্চিম তীরে প্রতিরোধ অব্যাহত থাকবে, হামাসের হুঁশিয়ারি ট্রাম্পের নির্দেশে সোমালিয়ায় মার্কিন বিমান হামলা হঠাৎ বদলে গেল শাহরুখ সালমান ও আমিরের মুখের বলিরেখা সিরাজগঞ্জে নদীতে নিখোঁজের একদিন পর আরও ২ লাশ উদ্ধার ইজতেমা শেষে ফিরতি যাত্রায় বিড়ম্বনা ভারতের সামরিক ব্যয় আরও বাড়লো, প্রতিরক্ষা বাজেট ৭৮ বিলিয়ন ডলার এবার মার্কিন পণ্যের ওপর মেক্সিকো ও চীনের শুল্ক আরোপ বর্ষার আগেই ১৯টি খালে ফিরবে প্রবাহ, ব্লু নেটওয়ার্কের যাত্রা শুরু পুরুষ মানুষ ক্রিকেট খেলার মতো: গোবিন্দ প্রসঙ্গে সুনিতা ফিলিপাইনে হেলিকপ্টার দুর্ঘটনায় পাইলট নিহত প্রেমিককে নিয়ে ফাঁস নিলেন প্রবাসীর স্ত্রী বিপিএল প্লে-অফ কবে-কখন? বহিষ্কার হতে পারেন যুক্তরাষ্ট্রে আটক বাংলাদেশি মনির