টিসিবি’র চাল বিক্রি বন্ধ: বিপাকে কোটি পরিবার – ইউ এস বাংলা নিউজ




টিসিবি’র চাল বিক্রি বন্ধ: বিপাকে কোটি পরিবার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ জানুয়ারি, ২০২৫ | ৯:৪৪ 62 ভিউ
চলতি মাসে টিসিবি’র ফ্যামিলি কার্ডধারী ৩৭ লাখ মানুষ কোনো পণ্যই পাবে না। বিশেষ করে চাল বিক্রি বন্ধ হওয়ায় নিম্নআয়ের এক কোটি পরিবার চরম বিপাকে পড়েছে। টিসিবি জানায়, খাদ্য অধিদফতর চাল সরবরাহ না করায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের বাজেট ছাড়ে বিলম্ব হওয়ায় খাদ্য অধিদফতর চাল সরবরাহ করতে পারেনি। টিসিবি’র পণ্য সরবরাহ সংকট ২০২৩ সালের জুলাই মাস থেকে টিসিবি ফ্যামিলি কার্ডের মাধ্যমে ৩০ টাকা কেজি দরে প্রতি পরিবারকে পাঁচ কেজি চাল সরবরাহ করে আসছিল। কিন্তু জানুয়ারিতে খাদ্য অধিদফতর চাল সরবরাহ করতে না পারায় এই কর্মসূচি বন্ধ রয়েছে। টিসিবি কর্মকর্তারা জানিয়েছেন, চাল সরবরাহ পুনরায় শুরু করতে খাদ্য অধিদফতরের সঙ্গে আলোচনা চলছে। চালের বাজারে মূল্য

বৃদ্ধি চাল সরবরাহ বন্ধ থাকায় রাজধানীর বাজারে মোটা চালের দাম গত এক সপ্তাহে কেজি প্রতি তিন থেকে চার টাকা বেড়েছে। বর্তমানে প্রতি কেজি মোটা চাল বিক্রি হচ্ছে ৬০-৬২ টাকায়, যা গত মাসে ছিল ৫৪-৫৫ টাকা। স্মার্ট কার্ড বাস্তবায়নে জটিলতা টিসিবি’র হাতে লেখা ফ্যামিলি কার্ডের পরিবর্তে স্মার্টকার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। তবে জানুয়ারি মাসে অন্তত ৩৭ লাখ গ্রাহক স্মার্টকার্ড না পাওয়ায় কোনো পণ্যই কিনতে পারবে না। এ পর্যন্ত ৫৭ লাখ গ্রাহক স্মার্টকার্ড পেয়েছে, এবং আরও ছয় লাখ কার্ড তৈরির প্রক্রিয়া চলছে। বিকল্প পণ্যের সরবরাহ অব্যাহত টিসিবি জানায়, চাল সরবরাহ বন্ধ থাকলেও ভোজ্য তেল, চিনি, এবং মসুর ডাল স্বল্পমূল্যে বিক্রি করা হচ্ছে। জানুয়ারি মাসে প্রতি ফ্যামিলি কার্ডধারীকে

দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল এবং এক কেজি চিনি দেওয়া হবে। সরকারি বরাদ্দের সংকট খাদ্য মন্ত্রণালয় জানায়, চাল সরবরাহ অব্যাহত রাখতে এক হাজার ৫৩৪ কোটি টাকা এবং চাল আমদানির জন্য তিন হাজার ৩৭২ কোটি টাকার বরাদ্দ চেয়ে অর্থ মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। তবে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। টিসিবি’র চাল বিক্রি বন্ধ থাকায় নিম্নআয়ের পরিবারগুলো চরম অসুবিধায় পড়েছে। চালের দাম বৃদ্ধি এবং পণ্য বিতরণে জটিলতা নিম্নআয়ের মানুষের জীবনযাত্রায় বড় ধাক্কা দিয়েছে। সংকট মোকাবিলায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। সরকারের উচিত বাজেট বরাদ্দ ত্বরান্বিত করা এবং স্মার্টকার্ড বিতরণ দ্রুত সম্পন্ন করা, যাতে ভর্তুকিমূল্যে পণ্য সরবরাহ পুনরায় শুরু করা যায়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইরাকে প্রবল বালুঝড় : অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ৩ হাজার ৭ শতাধিক পশ্চিমবঙ্গে সহিংসতা নিয়ে বাংলাদেশের মন্তব্য ‘অযৌক্তিক’ : ভারত বাজারে কাঁকরোলের কেজি ১৪০, বেগুনের সেঞ্চুরি চেকপোস্ট ব্যারাক থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাষ্ট্র পরিবর্তনের জন্য লড়াই বিশ্বের ইতিহাসে বিরল: নজরুল এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার মডেল মেঘনা আলম ঘরোয়া ক্রিকেটেও রান পাচ্ছেন না মাহমুদউল্লাহ হবিগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪ আইএমএফের ঋণের বাকি দুই কিস্তির বিষয়ে সিদ্ধান্ত জুনে অবরোধ প্রত্যাহার, গাজীপুরে আড়াই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক ভিসা বাতিল হওয়া অর্ধেকই ভারতীয় শিক্ষার্থী, দাবি কংগ্রেস নেতার গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ ঘুম থেকে উঠে দুই শিশুর রক্তাক্ত মরদেহ দেখেন মা ধর্ষণের শিকার দাবি করা নারীর বক্তব্য ওসির মুঠোফোনে ধারণের পর ফেসবুকে, সমালোচনা ফেসবুকে পোস্ট দিয়ে কারখানাতেই শ্রমিকের ‘আত্মহত্যা’ কক্সবাজার-মহেশখালী নৌপথে পরীক্ষামূলক চালু হলো সি-ট্রাক কুয়েটে গ্রাফিতি আঁকলেন শিক্ষার্থীরা ইসরায়েলি হামলায় একসঙ্গে পরিবারের ১০ সদস্য নিহত হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ জনের পরিচয় মিলেছে ইয়েমেনে যুক্তরাষ্ট্রের ভয়াবহ বিমান হামলা, নিহত ৫৮