পাকিস্তানে অবশেষে সরকার ও বিরোধী দলের আলোচনা শুরু – ইউ এস বাংলা নিউজ




পাকিস্তানে অবশেষে সরকার ও বিরোধী দলের আলোচনা শুরু

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ ডিসেম্বর, ২০২৪ | ৯:৪১ 8 ভিউ
পাকিস্তানে চলমান রাজনৈতিক অস্থিরতা নিরসনে অবশেষে সরকার ও বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) মধ্যে আলোচনা শুরু হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) দেশটির পার্লামেন্ট ভবনে দু’পক্ষের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে গত বছর গ্রেফতারের পর থেকে বিরোধী দলের সঙ্গে সরকার ও রাষ্ট্রের অন্যান্য প্রতিষ্ঠানের সম্পর্ক অত্যন্ত তিক্ত হয়ে উঠেছে। দলটির পক্ষ থেকে এই সময়ে একাধিক প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে, যার মধ্যে অনেকগুলোই সহিংসতায় পরিণত হয়। গত মাসে পিটিআইর ‘ফাইনাল কল’ নামে শক্তি প্রদর্শনের কর্মসূচির পর রাজনৈতিক উত্তেজনা আরও বাড়ে। দলটি দাবি করে, তাদের কমপক্ষে ১২ জন সমর্থক নিহত হয়েছেন। তবে সরকার আনুষ্ঠানিকভাবে এই দাবি প্রত্যাখ্যান করেছে। ইমরান খান সম্প্রতি

একটি পাঁচ সদস্যের কমিটি গঠন করে আলোচনার জন্য প্রস্তাব দেন। এর পরিপ্রেক্ষিতে পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিকের পরামর্শে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ একটি সরকারি কমিটি গঠন করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, সরকারি কমিটিতে রয়েছেন দেশটির উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রানা সানাউল্লাহ, সিনেটর ইরফান সিদ্দিকী, পিপিপি নেতা রাজা পারভেজ আশরাফ ও নবীদ কামার, এমকিউএম-পি নেতা ড. খালিদ মকবুল সিদ্দিকী, আইপিপি নেতা আলিম খান, পিএমএল-কিউ নেতা চৌধুরী সালিক হুসেইন এবং বালুচিস্তান আওয়ামি পার্টির সরদার খালিদ ম্যাগসি। অন্যদিকে, পিটিআইর কমিটিতে রয়েছেন বিরোধী দলীয় নেতা ওমর আয়ুব খান, খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলি আমিন গান্দাপুর, সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের চেয়ারম্যান সাহিবজাদা হামিদ রেজা,

পিটিআই মহাসচিব সালমান আকরাম রাজা এবং সংসদ সদস্য আসাদ কায়সার। এই বৈঠকে পিটিআই কমিটিকে দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে: দলীয় কর্মী ও সমর্থকদের মুক্তি এবং ৯ মে দাঙ্গা ও ২৪ নভেম্বরের প্রতিবাদ সংক্রান্ত ঘটনাগুলোর বিচার বিভাগীয় তদন্ত। এদিকে, কারাগারে থাকা ইমরান খান বারিস্টার সাইফকে বিরোধী দলগুলোর ঐক্যের দায়িত্ব দিয়েছেন। সূত্র জানায়, বিরোধী নেতাদের সঙ্গে দ্রুত আলোচনা চালিয়ে তাদের একত্রিত করার নির্দেশ দিয়েছেন পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী। সূত্র: ডন

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু ৫ জানুয়ারি মারা গেছেন পল্লীকবি জসীম উদ্দীনের মেজ ছেলে ঘর বেঁধেছেন ১৬ তারকা, কমেছে বিচ্ছেদ টাকার বিনিময়ে সাজানো ছিল ভোটের ফলাফল, দাবি পরাজিত প্রার্থীদের ‘শীর্ষে যাওয়ার স্বপ্ন দেখি’ জাহাজে সাত খুন: গ্রেপ্তার ইরফান ৭ দিনের রিমান্ডে কাজাখস্তানে উড়োজাহাজ বিধ্বস্তে অন্তত ৪০ প্রাণহানির শঙ্কা ময়মনসিংহের সাবেক এমপি তুহিন দিনাজপুরে আছেন সন্দেহে অভিযান জানুয়ারির প্রথমার্ধে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া হত্যার কারণ নিয়ে বাদী-অভিযুক্তের পাল্টাপাল্টি বক্তব্য পদ্মা একীভূতকরণের সিদ্ধান্ত থেকে সরে এলো এক্সিম ব্যাংক আফগানিস্তানে বিমান হামলা চালাল পাকিস্তান, নারী-শিশুসহ নিহত ১৫ গ্রামেই বেশি কোমল পানীয়ের প্লাস্টিক বোতল ব্যবহার প্রকাশ্যে দুর্নীতি কমার সঙ্গে কমেছে কাজের গতিও হাইতির হাসপাতালে বন্দুকধারীদের হামলা, নিহত ৩ কৃষক ও মিলারের অনীহা, সরকারের ভান্ডার খাঁ খাঁ খুলনা থেকে পৌনে চার ঘণ্টায় ঢাকায় জাহানাবাদ এক্সপ্রেস রেমিট্যান্সের ডলারে দেওয়া যাবে সর্বোচ্চ ১২৩ টাকা পেনশন পুনঃস্থাপনের বয়সসীমা কমিয়ে ১০ বছর করার দাবি সূর্যের কাছাকাছি নাসার মহাকাশযান