‘দুঃখ হলো ভালোবাসার যন্ত্রণা’ – ইউ এস বাংলা নিউজ




‘দুঃখ হলো ভালোবাসার যন্ত্রণা’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ ডিসেম্বর, ২০২৪ | ৯:২৫ 38 ভিউ
সাদা শাড়িতে রক্তের দাগ, পেট থেকে ঝরে পড়ছে রক্ত। অসহ্য যন্ত্রণায় কাঁদছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। তার এই ভয়াবহ অবস্থার ছবি অভিনেত্রী নিজেই শেয়ার করে নিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে। কিন্তু এমন ভয়াবহ অবস্থা কীভাবে হলো অভিনেত্রীর? কী হয়েছে রূপাঞ্জনার? নানা ভয় পাওয়ার মতো তেমন কিছুই হয়নি। আসলে অভিনেত্রী এ ছবিটি পোস্ট করে সঙ্গে একটি বড় আপডেট দিয়েছেন। টেলিভিশনের জনপ্রিয় মুখ রূপাঞ্জনা মিত্র। কিছু দিন আগেই তিনি ছেড়েছেন ‘অনুরাগের ছোঁয়া’। দীর্ঘদিন তিনি স্টার জলসার এ মেগায় ‘লাবণ্য’ -এর ভূমিকায় অভিনয় করেছেন তিনি। তাছাড়া ইতোমধ্যে বেশ কিছু সিনেমাতেও তাকে দেখা গেছে। তবে তার মাঝেই শুক্রবার অভিনেত্রী তার ইনস্টাগ্রামে এ পোস্টটি করেছেন। ছবিতে

দেখা গেছে, তার পেট দিয়ে গলগল করে রক্ত পড়ছে। খুব অস্পষ্টভাবে বোঝা সম্ভব যাচ্ছে, কেউ একজন তার দিকে বন্দুক তাক করে রেখেছেন। আর এর থেকেই বোঝা যাচ্ছে এই ছবির মাধ্যমে তিনি তার কাজের আভাস দিয়েছেন। ছবিটি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন— বিষাদ! দুঃখ হলো ভালোবাসার যন্ত্রণা, যেখানে কোথাও যাওয়ার নেই। কারও কারও জীবনে ঘটে যায় অপূরণীয় ক্ষতি, তৈরি হয় ফাঁকা জায়গা। এর অনুভূতি কখনো মৃদু হয়, আবার কখনো কখনো বিধ্বস্তের মতো আচরণ করে। শুধু একটা কথা মাথায় রাখতে হবে, যা আমাদের মনের গভীরতার সঙ্গে পরিচয় করায় সেটাই করতে হবে।’ এর পরই তিনি ধন্যবাদ জানিয়েছেন তার স্বামী রাতুল মুখোপাধ্যায়কে, তার ‘ইকির মিকির’ ছবিতে

এমন একটা চরিত্রে তাকে কাজের সুযোগ দেওয়ার জন্য। ‘ইকির মিকির’ ছবিতে রূপাঞ্জনা মিত্র ছাড়াও মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন রজতাভ দত্ত, সৌরভ দাস, দেবপ্রসাদ হালদার, অপ্রতীম চট্টোপাধ্যায়, অনিন্দিতা রায়চৌধুরী ও তিয়াশা। এ ছবির মূল উপজীব্য হলো— এক নিরাপত্তারক্ষীর খুন ঘিরে তৈরি হওয়া রহস্য। এই ছবির সংগীত পরিচালনা করেছিলেন দেবজ্যোতি মিশ্র। ছবিটি ২০২২ সালে মুক্তি পেয়েছিল। উল্লেখ্য, দীর্ঘ ৬ বছর লিভ ইন করার পর চলতি বছরের ১৯ এপ্রিল সাতপাকে বাঁধা পড়েন রাতুল মুখোপাধ্যায় ও রূপাঞ্জনা মিত্র। ছেলেকে কোলে নিয়েই দ্বিতীয়বারের জন্য গাঁটছড়া বাঁধেন অভিনেত্রী। একেবারে বাঙালি রীতিনীতি মেনেই তাদের চার হাত এক হয়েছে। তারপর স্বামীর নির্দেশনায় নতুন কাজও করেছেন রূপাঞ্জনা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশে সাতদিনে অন্তত ১১ জেলায় সংঘাত-সংঘর্ষ, নেপথ্যে কী স্টক এক্সচেঞ্জের সম্মতি ছাড়া আইপিও অনুমোদন নয় ঢাবি কর্তৃপক্ষের ক্লাস-পরীক্ষা স্থগিত ঘোষণা হাছান মাহমুদ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা এআই সফটওয়্যার ‘লামা ৪’ – এর দুটি নতুন মডেল উন্মোচন করল মেটা গৃহকর্মীকে মারধর, পরীমণির বিরুদ্ধে থানায় অভিযোগ প্রতি ঘণ্টায় ১০ লাখ ব্যবহারকারীর রেকর্ডে পৌঁছেছে ওপেনএআই পাইরেসির শিকার ‘বরবাদ’ সিনেমা, থানায় নির্মাতা-প্রযোজক ‘জংলি’ সিনেমা নিয়ে উচ্ছ্বসিত দীঘি ভর্তি বাণিজ্য : সাবেক সচিব মোরশেদ ও আইডিয়ালের অধ্যক্ষসহ আসামি ১১ ফেঁসে যাচ্ছেন নেতানিয়াহু, গৃহযুদ্ধের সম্ভাবনা পরীমণির পাশে দাঁড়ালেন ন্যান্সি, মুন্নি সাহা, তসলিমা নাসরিন মোবাইল কোম্পানিগুলো নেটওয়ার্ক মনিটরিংয়ের নিয়ন্ত্রণ ফেরত পাচ্ছে ভোজ্যতেলের লিটারে ১৮ টাকা বাড়ানোর প্রস্তাব, সিদ্ধান্ত মঙ্গলবার গাজায় ছড়িয়ে-ছিটিয়ে আছে নারী-শিশুর ছিন্নভিন্ন লাশ ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল আমেরিকা মক্কা থেকে ফিলিস্তিনিদের জন্য অঝোরে কাঁদলেন শফিকুল ইসলাম মাসুদ রিজার্ভ বেড়ে ২৫.৬২ বিলিয়ন ডলার রাতে রাজধানীসহ ১০ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস টপ ফিফটি এশিয়ান অ্যাচিভার্স অ্যাওয়ার্ড পেলেন ৩ বাংলাদেশি