কাবুলে বিস্ফোরণে শরণার্থী মন্ত্রী হাক্কানি নিহত – ইউ এস বাংলা নিউজ




কাবুলে বিস্ফোরণে শরণার্থী মন্ত্রী হাক্কানি নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ ডিসেম্বর, ২০২৪ | ৯:৫৮ 73 ভিউ
আফগানিস্তানের রাজধানী কাবুলে এক বিস্ফোরণে দেশটির শরণার্থী ও প্রত্যাবাসন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী খলিল-উর-রহমান হাক্কানি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন বেশ কয়েকজন। বুধবার ওই মন্ত্রণালয় ভবনে বিস্ফোরণের ঘটনাটি ঘটে বলে নিশ্চিত করেছেন তালেবান প্রশাসনের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ। এক বিবৃতিতে কাবুল পুলিশ জানিয়েছে, এই হামলাকে একটি ‘বর্বর আক্রমণ’ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে এবং ধারণা করা হচ্ছে এই হামলায় আরও হতাহতের ঘটনা ঘটেছে। কয়েকজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৫৮ বছর বয়সি খলিল-উর-রহমান হাক্কানি ছিলেন তালেবানের একজন বিশিষ্ট নেতা এবং হাক্কানি নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা জালালউদ্দিন হাক্কানির ভাই। এছাড়াও তিনি ছিলেন বর্তমান ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানির চাচা। তিনি তালেবানের ২০ বছরের যুদ্ধের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এর আগে

২০২২ সালে হাক্কানি নেটওয়ার্কের নেতা সিরাজুদ্দিন হাক্কানির নেতৃত্বাধীন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে একটি বিস্ফোরণ ঘটে। এতে চারজন নিহত হয়।  ২০২৩ সালে তালেবান পরিচালিত পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে একটি হামলার দাবি করে ইসলামিক স্টেট, যাতে অন্তত পাঁচজন নিহত হয়। তবে ২০২১ সালের আগস্টে তালেবান প্রশাসনের ক্ষমতা গ্রহণের পর এটাই প্রথম হামলার ঘটনা, যেখানে একজন দায়িত্বরত মন্ত্রী হত্যাকাণ্ডের শিকার হলেন।  তবে এখনো কোনো পক্ষ এই হামলার দায় শিকার করেনি। এদিকে খলিল-উর-রহমান হাক্কানির নিহতের ঘটনায় পাকিস্তানের ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এক বিবৃতিতে বলেছেন, আমরা আফগান ভারপ্রাপ্ত মন্ত্রী খলিল-উর-রহমান হাক্কানির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং এই জঘন্য সন্ত্রাসী ঘটনার কঠোরভাবে নিন্দা জানাচ্ছি। সূত্র: আনাদোলু এজেন্সি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সালমান শাহর মৃত্যুর দিন পাশের বাসাতেই ছিলেন দীপা খন্দকার কানাডার ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট নির্বাচনে কেটরিন কনলির ভূমিধস জয় পুরান ঢাকায় বাসার সিঁড়িতে আবারও এক শিক্ষার্থীর লাশ! রেমিট্যান্স যোদ্ধাদের পাসপোর্ট ফি কমাতে পদক্ষেপ নিচ্ছে সরকার ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধের উস্কানি দিচ্ছে যুক্তরাষ্ট্র : মাদুরো এই প্রথম যুক্তরাষ্ট্র থেকে এলো ৫৭ হাজার টন গম ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ জেনে নিন স্বর্ণ-রুপার আজকের বাজারদর বাড়তি দামে মিলছে শীতের সবজি সালমান শাহর লাশ দেখে মাটিতে বসে পড়েছিলেন আহমেদ শরীফ আরাফাত: বিএনপি স্বেচ্ছায় অংশগ্রহণ করেনি, আওয়ামী লীগের আমলে সকল নির্বাচন ছিল অন্তর্ভুক্তিমূলক চাহিদার ধারাবাহিক পতনে বন্ধপ্রায় উৎপাদন, সিমেন্ট কারখানায় ৭০% কর্মী ঘাটতি ৯ বিলিয়ন ডলারের বিশাল বরাদ্দ: আরও শক্তি বাড়াচ্ছে ভারতীয় প্রতিরক্ষা বাহিনী অর্থনীতিতে বহুমাত্রিক চাপ: ভেঙে পড়ছে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা, চোখে অন্ধকার সাধারণ মানুষের নাসিকের প্রশাসকের গুরুদায়িত্বে প্রেস সচিবের ছোট ভাই! মোহাম্মদ এ. আরাফাত: সরকারি আদেশে আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাদ দেওয়া অবৈধ জুলাই-মামলার আসামি ইরেশ যাকের: বিদেশে পালানো এবং মামলা থেকে অব্যাহতি, নেপথ্যে প্রভাব ও অর্থের খেলা বিশ্ব বাজার থেকে রাশিয়ার তেল-গ্যাস হটানোর ঘোষণা ইউক্রেনের মিত্রদের একই মাদ্রাসার ৫ শিক্ষার্থীকে বলাৎকার, জানাজানি হতেই পালালেন হাফেজ