টি-টোয়েন্টিতে না থেকেও ‘আছেন’ সাকিব – ইউ এস বাংলা নিউজ




টি-টোয়েন্টিতে না থেকেও ‘আছেন’ সাকিব

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ অক্টোবর, ২০২৪ | ৫:০৪ 134 ভিউ
এর আগেও সাকিব আল হাসানকে ছাড়া আন্তর্জাতিক ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। তবে এবার একটু ভিন্ন পরিস্থিতি। আগে তার ফেরার সম্ভাবনা থাকলেও, টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ায় সেই সুযোগ আর নেই। ভারতের বিপক্ষে কানপুর টেস্টের আগে জানান এরই মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বশেষ ম্যাচ খেলে ফেলেছেন তিনি। আর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেট থেকে অবসরের যাওয়ার ইচ্ছে প্রকাশ করেন সাকিব। তার ইচ্ছেপূরণ হবে কি না সেটা সময় বলে দিবে। সাকিবকে ছাড়াই এগিয়ে যাওয়ার চ্যালেঞ্জ বাংলাদেশের। তবে ভারতের টি-টোয়েন্টি তিনি না থেকেও আছেন। কারণ সংবাদ সম্মেলনে যে আসেন, তাকেই কথা বলতে হয় সাকিব ইস্যুতে। গোয়ালিয়রে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে লড়বে

বাংলাদেশ। রোববার (৬ অক্টোবর) ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। এ জন্য শুক্রবার (৪ অক্টোবর) সংবাদ সম্মেলনে কথা বলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অভিজ্ঞ সাকিবের বিকল্প হিসেবে প্রায় ১৪ মাস পর টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন আরেক স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। এ প্রসঙ্গে বাংলাদেশ অধিনায়ক বলেছিলেন, ‘সাকিব ভাইয়ের ব্যাপারটা হলো... অবশ্যই উনি যেহেতু এত দিন ছিলেন, এখন একটু মানিয়ে নিতে সমস্যা হবে, একাদশ সাজাতে একটু সমস্যা হবে। কারণ, সাকিব ভাই দুই দিক থেকে (ব্যাটিং-বোলিং) ভালো সমন্বয় এনে দিতেন। আমরা মিরাজকে দলে নিয়ে এসেছি। আশা করব, মিরাজ যেন ওই জায়গাটায় দ্রুত মানিয়ে নেয়।’ শনিবার (৫ অক্টোবর) প্রথম টি-টোয়েন্টিকে সামনে রেখে

গোয়ালিয়রে সংবাদ সম্মেলনে যোগ দেন বাংলাদেশ দলের তরুণ ব্যাটার তাওহিদ হৃদয়। সাকিবকে ছাড়া খেলার চাপটা কেমন হবে, এ প্রশ্বের জবাবে হৃদয় বলেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে চাপ সব সময়ই থাকে। যদি সেটা মাথায় থাকে তাহলে তো পারফর্ম করা যাবে না। আমাদের প্রক্রিয়া মেনে চলতে হবে, ভালো করার চেষ্টা করতে হবে। আর সাকিব ভাই নেই। অবশ্যই আমরা সাকিব ভাইকে মিস করব। কিন্তু এখান থেকে (জাতীয় দল) একদিন না একদিন সবাইকে যেতেই হবে। আশা করি, আমরা সাকিব ভাইয়ের শূন্যতা ভালোভাবে পূরণ করব।’ নিঃসন্দহে বাংলাদেশের সেরা সুপারস্টার সাকিব। পরে বাংলাদেশ দল থেকে সুপারস্টারের তকমা কে পেতে পারে, এমন প্রশ্নের জবাবে হৃদয় বলেন, ‘সুপারস্টার তৈরি হওয়ার বিষয়টা

আমি বলতে পারব না। এটা সময়ই বলে দেবে। দিন শেষে আগে পারফর্ম করাটা ম্যাটার করে। পারফর্ম যদি করি, দলের রেজাল্ট যদি ভালো হয় দেখা যাবে এখান থেকেই ইনশাআল্লাহ ভবিষ্যতে আসবে অনেকেই; আসার সম্ভাবনা আছে। আন্তর্জাতিক ক্রিকেটে পারফর্ম ছাড়া আসলে আলটিমেটলি কোনো কিছু চিন্তা করা যায় না। সবাই পারফর্ম করতে চায় এবং চেষ্টা করব ভালো কিছু করতে।’ তবে ব্যক্তিগত পারফরম্যান্সের চেয়ে দলীয় পারফর্মকে এগিয়ে রাখছেন হৃদয়, ‘অবশ্যই দল অনেক ভালো আছে। একটু আমার কাছে যেটা মনে হয়েছে আমরা যদি আমাদের যে পটেনশিয়াল আছে ওই অনুযায়ী খেলতে পারি, তাহলে যে কোনো জায়গায় আমাদের অর্জন কঠিন কিছু হবে না।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মুসলমানদের নবীর আদর্শ চরিত্র অনুসরণ করতে হবে: প্রধানমন্ত্রী আনোয়ার বিক্ষোভে উত্তাল নেপাল, পার্লামেন্টে ঢুকে পড়েছে জনতা যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বিশেষ বার্তা ইয়েমেনে ফের হামলা চালাল সৌদি আরব যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বিশেষ বার্তা আপনার আঙুলের ঝলমলে আংটিও ফিলিস্তিনে চলা হত্যাযজ্ঞের অর্থায়ন করছে কি? ইয়েমেনে ফের হামলা চালাল সৌদি আরব কাওসার-জাফর-পায়া স্যাটেলাইট উৎক্ষেপণ করতে যাচ্ছে ইরান আলিয়া কিংবা দীপিকা-কেউ-ই মুখ না খুললেও নেটিজেনরা বললেন যে কথা কনসার্টে বসের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত, ডিভোর্স চাইলেন সেই নারী দেশে থাকলে ভিক্ষা করে খেতে হতো: আহমেদ শরীফ হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠেই মারা গেলেন পাকিস্তানের খেলোয়াড় ১০ বছর আগের ফিচার ফেরাচ্ছে ফেসবুক ‘রাহুল-প্রিয়াঙ্কা মডেলে’ ছেলেমেয়েকে দলীয় নেতৃত্বে আনছেন শেখ হাসিনা রশিদপুরে কূপে গ্যাসের সন্ধান, মিলবে ২৫ মিলিয়ন ঘনফুট স্বর্ণের দামে ফের রেকর্ড ‘পল্লী বিদ্যুতের কর্মীরা ২৪ ঘণ্টার মধ্যে কর্মস্থলে যোগ না দিলে ব্যবস্থা’ ঝটিকা মিছিলসহ বেআইনি সমাবেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৯ শতাংশ ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৮০