হিজবুল্লাহর পেজার বিস্ফোরণ, তদন্তে বেরুল ভারতীয় যুবকের নাম – ইউ এস বাংলা নিউজ




হিজবুল্লাহর পেজার বিস্ফোরণ, তদন্তে বেরুল ভারতীয় যুবকের নাম

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ সেপ্টেম্বর, ২০২৪ | ৪:৪৪ 82 ভিউ
গত মঙ্গলবার লেবাননে হিজবুল্লাহর তারবিহীন বিশেষ যোগাযোগ যন্ত্র পেজার বিস্ফোরণ এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় খবর। রকেট কিংবা বিমান হামলা নয়, অভিনব উপায়ে কম আলোচিত পেজার যন্ত্র বিস্ফোরণ ঘটিয়ে আলোচনার জন্ম দিয়েছে ইসরাইল। লেবাননজুড়ে হাজার হাজার পেজার বিস্ফোরণের ঘটনার তদন্তে এবার এক ভারতীয়ের নাম উঠে এসেছে। যার কোম্পানি থেকে পেজারগুলো হিজবুল্লাহর কাছে সরবরাহ করা হয়। শনিবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, নরওয়ের নাগরিক রিনসন জোসের বুলগেরিয়ান কোম্পানি থেকে পেজারগুলো হিজবুল্লাহর কাছে সরবরাহ করা হয়। ৩৭ বছর বয়সী রিনসন ভারতের কেরালার বাসিন্দা ছিলেন। পরবর্তীতে তিনি নরওয়েতে গিয়ে নাগরিকত্ব পান। এতে আরো বলা হয়, বুলগেরিয়ায় নোরটা গ্লোবাল নামে একটি

সংস্থা রয়েছে রিনসনের৷ অভিযোগ উঠেছে, যে পেজারগুলোতে বিস্ফোরণ ঘটেছে সেগুলো রিনসনের সংস্থাই লেবাননে সরবরাহ করেছিল৷ যদিও ওই পেজারগুলো হাঙ্গেরির একটি সংস্থা তৈরি করেছিল৷ আর নরটা গ্লোবাল নামে ওই সংস্থাটি হাঙ্গেরির বুদাপেস্টের একটি ঠিকানায় নথিভুক্ত করা রয়েছে৷ পেজারগুলোর তৈরির প্রযুক্তি ছিল তাইওয়ানের একটি সংস্থার৷ কিন্তু সন্দেহভাজন ওই পেজারগুলো কিনেছিল রিনসনের সংস্থা নরটা গ্লোবাল৷ এদিকে এর আগে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, হাঙ্গেরিভিত্তিক বিএসি কনসাল্টিং থেকে পেজার আমদানি করেছিল হিজবুল্লাহ। যা প্রকৃতপক্ষে মোসাদেরই বানানো একটি প্রতিষ্ঠান। তারা ইসরাইলি পরিচয় গোপন করে ছদ্মেবেশে এই প্রতিষ্ঠানের কাজে অর্থায়ন করতো। এ ধরনের প্রতিষ্ঠানকে বলা হয় ‘শেল কোম্পানি’। হাঙ্গেরির এই প্রতিষ্ঠানের তৈরিকৃত পেজার

ক্রয়ের জন্য তাইওয়ানে কোম্পানি গোল্ড অ্যাপোলোর সঙ্গে চুক্তি করেছিল হিজবুল্লাহ। আর সেই তাইওয়ানের পেজারই বিস্ফোরিত হয় লেবাননে। এবার এতে জড়িয়ে গেল ভারতীয় বংশোদ্ভূতের রিনসন হোসের নাম। এদিকে পেজার বিস্ফোরণের দুই দিন পরে বুলগেরিয়ার রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থা (ডিএএনএস) জানিয়েছে, যে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে পেজার প্রস্তুতকারক কোম্পানিটির ভূমিকা নিয়ে তদন্ত করবে, যেটির মালিক নরওয়ের নাগরিক জিয়ান রিনসন জোসে। এছাড়া গতকাল শুক্রবার ডিএএনএস জানায়, লেবাননে বিস্ফোরিত পেজারগুলো বুলগেরিয়া থেকে রপ্তানি বা প্রস্তুত করা হয়নি। এদিকে নরওয়ে পুলিশ জানায়, তারাও পেজার বিস্ফোরণের ঘটনায় প্রাথমিক তদন্ত শুরু করেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘বরবাদ’ নির্মাতার বিরুদ্ধে অভিনেত্রী দোয়েলের পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ টটেনহ্যাম ছাড়ার ঘোষণা এশিয়ান ফুটবলের নায়ক সনের মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত ‘সাইয়ারা’ বদলে দিয়েছে অনিতের জীবন ইনস্টায় স্ত্রীর ছবি দিয়ে বিপাকে কাকা শুল্কের অর্থে ঘাটতি সামলাতে পারবে যুক্তরাষ্ট্র? খুলনায় ঘরে ঢুকে যুবককে ছুরিকাঘাতে হত্যা গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে মেদভেদেভের কথায় চটে রাশিয়ার কাছাকাছি সাবমেরিন পাঠানোর নির্দেশ ট্রাম্পের ইমরান খানের দলের ১০৮ নেতাকর্মীকে কারাদণ্ড ডালাস চলচ্চিত্র উৎসবে মোশাররফ-জুঁই দম্পতি আরও একদল বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র যে কারণে ইংল্যান্ডে টানা ২ বছর সবচেয়ে প্রিয় নাম ‘মোহাম্মদ’ চাঁদার টাকায় কেনা ছাত্রসংসদ নেতার মোটরসাইকেল উদ্ধার সামিরা খুঁজছিলেন নবম টার্গেট, গ্রেপ্তার করল পুলিশ পুরোনো জরিপ দিয়ে বর্তমানের দারিদ্র্য বিমোচনের অভিযোগ রিমান্ড শেষে কারাগারে সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাংগীর ‘টিন সেক্স’ নিয়ে নতুন বিতর্ক বেনজীরের ডক্টরেট ডিগ্রি স্থগিত করল ঢাবি প্রশাসন, তদন্তে কমিটি ভূগর্ভের তাপ ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের চেষ্টা বিজ্ঞানীদের