হিজবুল্লাহর পেজার বিস্ফোরণ, তদন্তে বেরুল ভারতীয় যুবকের নাম – ইউ এস বাংলা নিউজ




হিজবুল্লাহর পেজার বিস্ফোরণ, তদন্তে বেরুল ভারতীয় যুবকের নাম

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ সেপ্টেম্বর, ২০২৪ | ৪:৪৪ 51 ভিউ
গত মঙ্গলবার লেবাননে হিজবুল্লাহর তারবিহীন বিশেষ যোগাযোগ যন্ত্র পেজার বিস্ফোরণ এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় খবর। রকেট কিংবা বিমান হামলা নয়, অভিনব উপায়ে কম আলোচিত পেজার যন্ত্র বিস্ফোরণ ঘটিয়ে আলোচনার জন্ম দিয়েছে ইসরাইল। লেবাননজুড়ে হাজার হাজার পেজার বিস্ফোরণের ঘটনার তদন্তে এবার এক ভারতীয়ের নাম উঠে এসেছে। যার কোম্পানি থেকে পেজারগুলো হিজবুল্লাহর কাছে সরবরাহ করা হয়। শনিবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, নরওয়ের নাগরিক রিনসন জোসের বুলগেরিয়ান কোম্পানি থেকে পেজারগুলো হিজবুল্লাহর কাছে সরবরাহ করা হয়। ৩৭ বছর বয়সী রিনসন ভারতের কেরালার বাসিন্দা ছিলেন। পরবর্তীতে তিনি নরওয়েতে গিয়ে নাগরিকত্ব পান। এতে আরো বলা হয়, বুলগেরিয়ায় নোরটা গ্লোবাল নামে একটি

সংস্থা রয়েছে রিনসনের৷ অভিযোগ উঠেছে, যে পেজারগুলোতে বিস্ফোরণ ঘটেছে সেগুলো রিনসনের সংস্থাই লেবাননে সরবরাহ করেছিল৷ যদিও ওই পেজারগুলো হাঙ্গেরির একটি সংস্থা তৈরি করেছিল৷ আর নরটা গ্লোবাল নামে ওই সংস্থাটি হাঙ্গেরির বুদাপেস্টের একটি ঠিকানায় নথিভুক্ত করা রয়েছে৷ পেজারগুলোর তৈরির প্রযুক্তি ছিল তাইওয়ানের একটি সংস্থার৷ কিন্তু সন্দেহভাজন ওই পেজারগুলো কিনেছিল রিনসনের সংস্থা নরটা গ্লোবাল৷ এদিকে এর আগে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, হাঙ্গেরিভিত্তিক বিএসি কনসাল্টিং থেকে পেজার আমদানি করেছিল হিজবুল্লাহ। যা প্রকৃতপক্ষে মোসাদেরই বানানো একটি প্রতিষ্ঠান। তারা ইসরাইলি পরিচয় গোপন করে ছদ্মেবেশে এই প্রতিষ্ঠানের কাজে অর্থায়ন করতো। এ ধরনের প্রতিষ্ঠানকে বলা হয় ‘শেল কোম্পানি’। হাঙ্গেরির এই প্রতিষ্ঠানের তৈরিকৃত পেজার

ক্রয়ের জন্য তাইওয়ানে কোম্পানি গোল্ড অ্যাপোলোর সঙ্গে চুক্তি করেছিল হিজবুল্লাহ। আর সেই তাইওয়ানের পেজারই বিস্ফোরিত হয় লেবাননে। এবার এতে জড়িয়ে গেল ভারতীয় বংশোদ্ভূতের রিনসন হোসের নাম। এদিকে পেজার বিস্ফোরণের দুই দিন পরে বুলগেরিয়ার রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থা (ডিএএনএস) জানিয়েছে, যে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে পেজার প্রস্তুতকারক কোম্পানিটির ভূমিকা নিয়ে তদন্ত করবে, যেটির মালিক নরওয়ের নাগরিক জিয়ান রিনসন জোসে। এছাড়া গতকাল শুক্রবার ডিএএনএস জানায়, লেবাননে বিস্ফোরিত পেজারগুলো বুলগেরিয়া থেকে রপ্তানি বা প্রস্তুত করা হয়নি। এদিকে নরওয়ে পুলিশ জানায়, তারাও পেজার বিস্ফোরণের ঘটনায় প্রাথমিক তদন্ত শুরু করেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পেঙ্গুইন-পাখির স্থানেও শুল্ক চাঁদা না পেয়ে মাছ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা, গণপিটুনিতে নিহত হামলাকারী ওয়াক্ফ বিল পাসের প্রতিবাদে কলকাতা চেন্নাই আহমেদাবাদে ব্যাপক বিক্ষোভ ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি হয়েছে মিয়ানমার: প্রেস উইং আমাদের চলে যেতে হচ্ছে, কোথায় যাব জানি না ধর্মীয় নয়, রাজনৈতিক কারণে কাপাসিয়ায় নাটকের মঞ্চায়ন বাতিল: পুলিশ মায়ের কোল থেকে ছিটকে পড়ে গাড়ির চাকায় পিষ্ট শিশু কোটি টাকা জরিমানায় খেলার অনুমতি পেলেন এমবাপ্পে-রুডিগাররা পর্যটন কেন্দ্র লোকে লোকারণ্য তীব্র হলো বৈশ্বিক বাণিজ্যযুদ্ধ যুক্তরাষ্ট্রে পণ্য তৈরি করলে মিলবে শুল্ক মুক্তি : ট্রাম্প হুমকি দিলেও রাশিয়া-উত্তর কোরিয়ায় শুল্ক চাপাননি ট্রাম্প যুক্তরাষ্ট্রে গবেষণা খাতে সংকট: বৈজ্ঞানিক অগ্রগতির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন ইয়াঙ্কিস ও মেটস আমাদের অর্থনীতিকে শক্তিশালী করছে: এরিক ‌‌অ‍্যাডামস্ ট্রাম্পের গাড়ির উপর শুল্ক: আমেরিকায় কর্মসংস্থান ও মজুরি বৃদ্ধি ট্রাম্প প্রশাসনে ছাঁটাই, নতুন শুল্ক আরোপ ও আন্তর্জাতিক কূটনৈতিক পদক্ষেপ যুক্তরাষ্ট্রে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হতে পারে প্রায় ২২ মিলিয়ন মানুষ মেয়র এরিক অ্যাডামসের দুর্নীতি মামলা স্থায়ীভাবে বাতিল ঈদ আনন্দে প্রবাসীদের পাশে ছিল না ফ্রান্স দূতাবাস ৫৫ সদস্যের বাংলাদেশ উদ্ধার ও চিকিৎসা দল নেপিদোতে পৌঁছেছে