২০০ একর জমি বাংলাদেশকে ফিরিয়ে দিচ্ছে ভারত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ সেপ্টেম্বর, ২০২৪
     ৫:০৬ পূর্বাহ্ণ

২০০ একর জমি বাংলাদেশকে ফিরিয়ে দিচ্ছে ভারত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ সেপ্টেম্বর, ২০২৪ | ৫:০৬ 241 ভিউ
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পদ্মা নদীর ভাঙনে ভারতীয় সীমান্তে বিলীন হওয়া প্রায় ২০০ একর জমির মালিকানা ফিরে পেতে যাচ্ছেন বাংলাদেশি মালিকরা। গত রোববার দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সৌজন্য বৈঠক হয়। ওই বৈঠকে বিবদমান জমি নিয়ে আলোচনায় জমির মালিকানা প্রকৃত মালিকদের বুঝিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে বাংলাদেশের ভেতরে থাকা প্রায় ৪০ একর জমি ফেরত পাবে ভারত। বিজিবি জানায়, দৌলতপুর উপজেলার জামালপুর সীমান্তের বিপরীতে ভারতীয় ভূখণ্ডের ১৫২/৭-এস পিলারের কাছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনীর (বিএসএফ) মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক হয়। বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মোর্শেদ। বিএসএফের পক্ষে

ছিলেন ১৪৬ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট বিক্রম দেব সিং। বিএসএফের আমন্ত্রণে এই বৈঠকে দু’দেশের জমির মালিকানা ইস্যু ছাড়াও সীমান্তে হত্যা বন্ধ, ভারত থেকে চোরাই পথে মাদকদ্রব্য পাচার রোধে বিজিবির পক্ষ থেকে সহযোগিতা চাওয়া হয়। বিজিবি সূত্র ও জমির মালিকরা জানান, ভারত সীমান্ত লাগোয়া দৌলতপুরের রামকৃষ্ণপুর ইউনিয়নের চল্লিশপাড়া, মহম্মদপুর, বগমারী গ্রাম নব্বইয়ের দশকে পদ্মার ভাঙনে বিলীন হয়ে যায়। এর পর কয়েক বছরে নদীর গতিপথ পরিবর্তন হওয়ায় এসব জমি নদী থেকে জেগে ওঠে। ২০০৬ সালে মালিকরা আবাদের উদ্দেশ্যে ওই জমিতে গেলে ‘জমি ভারতের’– দাবি করে বিএসএফ সদস্যরা তাদের চলে যেতে বলেন। এ নিয়ে সে সময় কয়েক দফা বিজিবি-বিএসএফ উচ্চ পর্যায়ে বৈঠকের পরও সুরাহা হয়নি। এর

পর থেকে ভারতের দখলেই ছিল এসব জমি। দেড় দশকের বেশি সময় ধরে ভারতের দখলে থাকা জমির মালিকানা ফিরিয়ে দেওয়ার সংবাদে মালিকদের মধ্যে স্বস্তি ফিরেছে। চল্লিশপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য মুকুল বিশ্বাস বলেন, তাঁর নিজেরসহ ৫০-৬০ জনের মালিকানা রয়েছে এসব জমিতে। দীর্ঘদিন পরে হলেও জমি ফেরত পাবেন জেনে তারা খুশি। ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মোর্শেদ বলেন, গত ১০ ফেব্রুয়ারির জরিপ অনুযায়ী বাংলাদেশ পাবে ২০০ একর এবং ভারত পাবে ৪০ একর। আগামী মাসের মধ্যে দু’দেশের জমি মালিকদের এসব জমি বুঝিয়ে দেওয়ার ব্যাপারে বিজিবি ও বিএসএফের মধ্যে ঐকমত্য হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ক্তিযোদ্ধাদের আক্রমণে কোণঠাসা হয়ে পড়ে পাকিস্তানি জান্তারা ক্ষমতার লোভে ইতিহাস স্বীকারের ভান: জামায়াতের ‘ক্ষমা’ নয়, এটি সুপরিকল্পিত রাজনৈতিক প্রতারণা পরিবারের নিরাপত্তার সংকটে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ বিজয় দিবসে মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রামে বিজয় দিবসে ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন বিজয় দিবসের দিন জামায়াত আমিরের অভিনব প্রতারণা ট্রল ও গালিগালাজের শিকার হয়ে যা বললেন শুভশ্রী বিজয় দিবসে মোদির টুইট, একবারও উল্লেখ করলেন না বাংলাদেশের নাম কুয়ালালামপুরে ইমিগ্রেশনের অভিযানে বাংলাদেশিসহ ৯০ অবৈধ অভিবাসী আটক কুয়াশা ও শুষ্ক আবহাওয়া থাকবে কয়দিন? জানাল আবহাওয়া অধিদপ্তর ভারতীয় রুপির রেকর্ড দরপতন বিবিসির বিরুদ্ধে ৫০০ কোটি ডলারের মামলা ট্রাম্পের যে কারণে জিৎ-স্বস্তিকার ৬ বছরের প্রেম ভাঙে অবিনশ্বর বিজয় দিবস ২০২৫ নয় মাস মুক্তিযুদ্ধের পর যেদিন বিজয়ের সূর্য হেসেছিল বাংলার আকাশে দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখবেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা প্রহসন নির্বাচনের তফসিল ঘোষণা, জনগণের রায় ছাড়াই ক্ষমতার বন্দোবস্ত মানবে না দেশ নিয়াজীর আত্মসমর্পণের চুক্তিনামা নিয়ে আসেন ক্যু করে পদচ্যুত করতে ব্যর্থ হয়ে ইউনুসের কাছে রাষ্ট্রপতি এখন অচ্ছুৎ!