প্রাণ ফিরছে শিল্পাঞ্চলে, ছুটির দিনেও কারখানা খোলা – ইউ এস বাংলা নিউজ




প্রাণ ফিরছে শিল্পাঞ্চলে, ছুটির দিনেও কারখানা খোলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ সেপ্টেম্বর, ২০২৪ | ৫:০৩ 114 ভিউ
বেশ কিছুদিন ধরে টঙ্গীসহ গাজীপুর শিল্পাঞ্চলে চলমান শ্রমিক অসন্তোষ ও অস্থিরতা অনেকটাই কমে আসছে। রোববার খোলার দিনে কোনো আন্দোলন সংগ্রাম ছাড়াই শান্তি বজায় রেখে কারখানাগুলোতে উৎপাদন অব্যাহত ছিল। সোমবার সরকারি ছুটির দিনে বন্ধ থাকার কথা থাকলেও শ্রমিক-মালিক সমঝোতায় অধিকাংশ কারখানায় শ্রমিকেরা কাজ করেছে। কোথাও ছিল না কোনো আন্দোলন বা অসন্তোষ। সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত খোঁজ নিয়ে এ তথ্য জানা যায়। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের তথ্যমতে, পুরো জেলায় সব মিলিয়ে নিবন্ধিত কারখানা রয়েছে ২ হাজার ৬৩৩টি। এসব কারখানায় শ্রমিক কাজ করেন প্রায় ২২ লাখ। এর মধ্যে টঙ্গী এলাকায় দুই শতাধিক কারখানা রয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, টঙ্গী বিসিকসহ টঙ্গী

পূর্ব ও পশ্চিম থানাধীন দুই শতাধিক শিল্প প্রতিষ্ঠানে আজ সকাল থেকে শ্রমিকেরা কাজ যোগ দেয়। কারখানার নিরাপত্তা রক্ষায় নিজস্ব কর্মী ছাড়াও শিল্প পুলিশ মোতায়েন রাখা হয়েছে। বিকাল ৪টা পর্যন্ত কোথাও কোনো শ্রমিক আন্দোলনের খবর পাওয়া যায়নি। তবে আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল একটি সরকারি সূত্র জানায়, টঙ্গীর পাগাড় সোসাইটি মাঠ এলাকায় একটি কারখানার ঝুট নিয়ে দুপক্ষ মুখোমুখি অবস্থান নেয়। এতে চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়লে শ্রমিক আন্দোলন সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা দেয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী হস্তক্ষেপ করলে পরিস্থিতি শান্ত হয়। বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশন গাজীপুর মহানগর কমিটি সভাপতি শফিউল আলম বলেন, শ্রমিকরা কাজ করছেন মন দিয়ে। এখন শিল্পাঞ্চলে স্থিতিশীল পরিবেশ বিরাজ করছে। গাজীপুর

শিল্প পুলিশ-২ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মোশারফ হোসেন বলেন, ছুটির দিন হলেও প্রায় সব কারখানা খোলা ছিল। প্রতিষ্ঠানের আভ্যন্তরীণ কারণে কয়েকটি কারখানা আগে থেকেই বন্ধ। বাকি সব কারখানায় কাজ চলছে। কোথাও কোনো শ্রমিক আন্দোলনের খবর নেই বলে জানান তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পেয়ারা বাগান ঘুরে মুগ্ধ দর্শনার্থীরা ভারতের ওপর শুল্ক দ্বিগুণ, বাংলাদেশের লাভ কতটা হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই মন্ত্রীসহ সব আরোহী নিহত মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, লকডাউন জারি আবারও বাড়ল তেলের দাম বৃহস্পতিবার যেসব এলাকায় থাকবে না গ্যাস শ্রীলঙ্কায় সাবেক মন্ত্রী রাজাপাকসে গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েনের মধ্যেই চীন সফরের ঘোষণা মোদির, আসবেন পুতিনও সাগরিকার জোড়া গোলের জাদুতে দুর্দান্ত শুরু বাংলাদেশের চেনা দখলদার, জিডি করেই দায় সারে গৃহায়ন ইসলামে অর্থনৈতিক ন্যায় ও সুদমুক্ত সমাজ গঠনের পথ ১৪৬ যাত্রী নিয়ে এক ঘণ্টা উড়ে ফিরে এল বিমানের ফ্লাইট ট্রাম্প ‘নাখোশ’: মোদি যাচ্ছেন চীন, আসছেন পুতিনও ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪২৮ পাকিস্তানের প্রেসিডেন্ট হচ্ছেন সেনাপ্রধান অসীম মুনির? ডিআইজিসহ ৭৬ পুলিশ কর্মকর্তাকে নতুন দায়িত্ব চাঁদে পারমাণবিক চুল্লি স্থাপনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভের ডাক পিটিআই’র এবার প্রেমিকের বিয়ে ভেঙে দিয়ে আলোচনায় উরফি জাভেদ ভারতের উত্তরাখণ্ডে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্তদের পাশে উর্বশী