৪৩তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত ৬৫ চাকরিপ্রত্যাশীকে গেজেটভুক্ত করার দাবি – ইউ এস বাংলা নিউজ




৪৩তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত ৬৫ চাকরিপ্রত্যাশীকে গেজেটভুক্ত করার দাবি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ জুন, ২০২৫ | ১১:১৯ 27 ভিউ
৪৩তম বিসিএসে সুপারিশ প্রাপ্ত ৬৫ জনকে গেজেটে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে চাকরিপ্রত্যাশীরা। শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে ওই দাবি জানান তারা। চাকরিপ্রত্যাশীদের পক্ষে লিখিত বক্তৃতায় শাওলী পাল টিনা বলেন, দীর্ঘ প্রায় ৫ বছর ধরে পর্যায়ক্রমে প্রিলিমিনারি, রিটেন ও ভাইভায় উত্তীর্ণ হয়ে বাংলাদেশে একজন প্রার্থী বিসিএস ক্যাডার হিসেবে সরকারি কর্ম কমিশন (পিএসসি) কর্তৃক সুপারিশপ্রাপ্ত হয়। পরবর্তীতে স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন শেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে তারা নিজ নিজ ক্যাডারে গেজেটভুক্ত হয়ে নিয়োগপ্রাপ্ত হয়। ৪৩তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয় ২০২৩ সালের ২৬ ডিসেম্বর। এরপর স্বাস্থ্য পরীক্ষা শেষে শুরু হয় পুলিশ ভেরিফিকেশন। ইতোমধ্যে জুলাই বিপ্লবের মাধ্যমে ২০২৪ সালের ৫ আগস্ট

দেশে সরকার পতন ও পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলে পুনরায় নতুন করে পুলিশ ও প্রশাসনিক ভেরিফিকেশন শুরু হয় এবং ২০২৪ সালের ১৫ অক্টোবর ২০৬৪ জনকে গেজেটভুক্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে যা বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায়ও প্রকাশিত হয়।সবাই যখন যোগদানের প্রস্তুতি নিচ্ছিল ঠিক তখন যোগদানের মাত্র ২ দিন আগে গত বছরের ৩০ ডিসেম্বর গেজেট বাতিল ঘোষণা করে সে স্থলে নতুন গেজেট প্রতিস্থাপিত হয় যেখানে নতুন গেজেট থেকে বাদ পড়ে ২২৭ জন। পরে চলতি বছরের ২০ মে একটি সম্পূরক গেজেট প্রকাশ করে ২২৭ জনের মধ্যে ১৬২ জন গেজেটভুক্ত হন কিন্তু বাদ পড়েন ৬৫ জন। এই ৬৫ জনের অনেকে ত্রুটিপূর্ণ ভেরিফিকেশন

রিপোর্টের কারণে বাদ পড়ে। তিনি বলেন, গেজেট বঞ্চিত এই ৬৫ জনের বেশিরভাগেরই পুলিশ ও প্রশাসন ভেরিফিকেশন সম্পন্ন হয়ে গেজেট প্রকাশিত হয়েছিল। পরবর্তীতে দুটি গোয়েন্দা সংস্থার একটিতে ঠিক থাকলেও অন্য রিপোর্ট এ ভিন্নতা থাকায় আটকে আছে সবার গেজেট। কখনো কোনো রাজনৈতিক বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত না থাকা সত্ত্বেও গেজেট বঞ্চিত হয়ে সবাই আজ শারীরিক, মানসিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত। সম্প্রতি আমাদের ১৬২ জন পুনরায় গেজেটেড হয়েছেন। আমরাও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আশাবাদ ব্যক্ত করি- কর্তৃপক্ষ আমাদের বিষয়টি মানবিকভাবে বিবেচনা করবেন এবং সিনিয়র সচিবের প্রতিশ্রুতি অনুযায়ী ডিসি ভেরিফিকেশন তথা প্রশাসনিক ভেরিফিকেশনের মাধ্যমে পুনরায় আমাদের গেজেটভুক্ত করে প্রজাতন্ত্রের কর্মে যোগদানের ব্যবস্থা করবেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চাকরিপ্রার্থী

মোহাম্মদ আল-আমিন, রাজীব কান্তি দাস প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে ৬০ ব্রিটিশ এমপির চিঠি শ্রীলংকাকে হারিয়ে সিরিজে ফিরল বাংলাদেশ মাইক্রোবাসের ধাক্কায় তিন মাদ্রাসাছাত্র নিহত বাংলাদেশের সামষ্টিক অর্থনীতি খুবই ভালো অবস্থায়: বিশ্বব্যাংক কুয়াকাটায় এক ট্রিপেই ৬৫ মন ইলিশ, বিক্রি ৪০ লাখ টাকা ইরান কেন পারমাণবিক বোমা বানাচ্ছে না? ডলারের দাম আরও কমল সরকারের সিদ্ধান্তহীনতায় টেক্সটাইল মিলের সাপ্লাই চেইনে ব্যাঘাত ঘটছে কর্ণাটকে বিপজ্জনক গুহা থেকে দুই শিশুকন্যাসহ বসবাসকারী রুশ নারী উদ্ধার এপস্টিন নথি প্রকাশ করতে ট্রাম্পকে ইলন মাস্কের সরাসরি চ্যালেঞ্জ রাজনীতিতে আসছেন ইমরানের খানের দুই ছেলে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ মিটফোর্ড হাসপাতালে শিক্ষার্থীদের ‘শাটডাউন’ ঘোষণা, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা শিক্ষক-কর্মচারীদের বদলি ও পদায়নের নতুন নির্দেশনা হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ মুজিবের ম্যুরাল ভেঙে নির্মিত হচ্ছে ‘জুলাই শহীদ স্মৃতিসৌধ’ ৮ কোটি ২৮ লাখ টাকা ফেরত পাচ্ছেন হাজিরা ভিভ রিচার্ডসকে ছাড়িয়ে ভারতীয় তারকার বিশ্ব রেকর্ড প্রেমিকের সঙ্গে পালাল স্ত্রী, দুধ দিয়ে গোসল স্বামীর প্রেমের টানে সীমান্ত পার, ত্রিপুরায় প্রেমিকসহ গ্রেফতার বাংলাদেশি নারী