স্বর্ণ উদ্ধারের নামে থানায় যুবককে মারধর, দু’একদিনের মধ্যেই পুলিশের তদন্ত প্রতিবেদন – U.S. Bangla News




স্বর্ণ উদ্ধারের নামে থানায় যুবককে মারধর, দু’একদিনের মধ্যেই পুলিশের তদন্ত প্রতিবেদন

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ২৫ মার্চ, ২০২৩ | ৭:২৭
স্বর্ণ উদ্ধারের নামে সাটুরিয়া থানায় তদন্ত কর্মকর্তার কক্ষে বিদেশফেরত এক যুবককে মারধরের ঘটনায় পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে। ইতোমধ্যে অভিযুক্ত এএসআই তারিক আজিজকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এ ঘটনায় মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপারকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি দু্‌’একদিনের মধ্যে প্রতিবেদন জমা দেবেন বলে জানা গেছে। মারধরের পর স্বর্ণের দাবিদার পক্ষ ও ওই যুবকের মধ্যে ১২ টাকার বিনিময়ে মীমাংসা করে দিয়েছেন আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা। উভয়পক্ষ লিখিত দিয়েছে যে তারা এ বিষয়ে কোনো মামলা করবে না। সাটুরিয়া থানার ওসি সুকুমার বিশ্বাস জানান, তিনি থানায় যোগদানের কয়েকদিন পর ২০২২ সালের ১৫ আগস্ট ঢাকার নবাবগঞ্জের বাসিন্দা শিউলি আক্তার তাঁর

৩৯ ভরি স্বর্ণ আত্মসাতের অভিযোগে থানায় সাধারণ ডায়েরি করেন। এতে সাটুরিয়া উপজেলার তিল্লি গ্রামের ইয়ার আলীর ছেলে বিদেশফেরত নাজমুল হাসানের বিরুদ্ধে আত্মতাতের অভিযোগ করা হয়। পরে নাজমুলের বাবাও থানায় এসে অভিযোগ করেন তাঁর ছেলেকে পাওয়া যাচ্ছে না। সাটুরিয়া থানার ওসি আরও বলেন, শিউলি তাঁর জিডিতে উল্লেখ করেছিলেন, তার ফুফাতো ভাই সুলতান মিয়া দুবাই থাকেন। সেখান থেকে নাজমুলের কাছে এ স্বর্ণ পাঠিয়েছিলেন। নাজমুল সেগুলো না দিয়ে আত্মসাৎ করে পলাতক রয়েছেন। বিষয়টি তদন্তের দায়িত্ব দেওয়া হয় তৎকালীন ওসি (তদন্ত) মহব্বত আলীকে। পরে তাঁকে কিশোরগঞ্জে বদলি করা হয়। তাঁর দাবি, থানায় মারধরের ঘটনা তিনি জানতেন না। একটি বেসরকারি টেলিভিশনে কয়েক দিন আগে মারধরের ভিডিও

প্রচার হওয়ার পর তিনি তা দেখেছেন। তিনি আরও জানান, নাজমুলকে পুলিশ গ্রেপ্তার করেনি, তাকে স্থানীয় লোকজন ও জনপ্রতিনিধি এবং স্বর্ণের দাবিদাররা থানায় নিয়ে এসেছিলেন। এর পর স্থানীয় তিল্লি ইউনিয়নের বর্তমান ও সাবেক চেয়ারম্যান, বেশ কিছু সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিরা নাজমুল ও শিউলির মধ্যে মিটমাট করে দেন। ভিডিওতে দেখা যায়, থানার পরিদর্শকের কক্ষে টেবিলের সামনে কাঁচুমাঁচু হয়ে আছেন এক যুবক। পাশে দাঁড়ানো কোমরে পিস্তল গোজা এক পুলিশ সদস্য। পরিদর্শকের চেয়ারে বসা এক ব্যক্তি ওই যুবককে ভয়ভীতি দেখাচ্ছেন। হঠাৎ যুবককে কষে চড় মারেন পুলিশ সদস্য। পরিদর্শকের চেয়ার থেকে ওই ব্যক্তি উঠে এসে যুবককে মারধর শুরু করেন। যুবক মেঝেতে পড়ে গেলে পা দিয়ে তার মাথা চেপে

ধরে লাথি-ঘুষি মারতে থাকেন ওই ব্যক্তি। মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার জানান, একটি বেসরকারি (বাংলাভিশন) টেলিভিশনে সাটুরিয়া থানায় একজনকে মারধরের সংবাদ প্রচারিত হলে এক সপ্তাহ আগে পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান তাঁকে তদন্তের দায়িত্ব দেন। সংবাদ প্রচারের পর পরই অভিযুক্ত এএসআইকে সাময়িক বরখাস্ত করে মানিকগঞ্জ পুলিশ লাইনে নেওয়া হয়েছে। তদন্তের দায়িত্ব পাওয়ার পর পরই তিনি অনেকের সঙ্গে কথা বলেছেন। দু’একদিনের মধ্যে তদন্ত রিপোর্ট পুলিশ সুপারের কাছে জমা দেওয়া হবে। অভিযুক্ত তারিক আজিজের মুঠোফোনে বারবার কল দিলেও তাকে পাওয়া যায়নি।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশ ও জনগণের উন্নয়নে কাজ করুন: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী তীব্র দাবদাহে গাজায় মহামারির শঙ্কা ইউক্রেনকে ৫৫০ কোটি ডলারের সহায়তা দেবে সুইজারল্যান্ড বছরে একটি বিসিএস সম্পন্ন করার পরিকল্পনা পিএসসির ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ট্রাম্পের বিচার নিয়ে সুপ্রিমকোর্টে বিভক্তি রাষ্ট্রের বিরুদ্ধে কথা না বলতে ইমরান খানকে নির্দেশ বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী মাদকপাচার ও মাদকদ্রব্যের অপব্যবহার মোকাবিলার কৌশল নিয়ে আলোচনা ৭৬ বছরের তাপপ্রবাহের রেকর্ড ভাঙল যে কারণে চাকরি ছাড়লেন দুদকের ১৫ কর্মকর্তা ‘উপজেলা নির্বাচনও দেশের জনগণ বর্জন করবে’ টাঙ্গাইল শাড়ি ও পোড়াবাড়ির চমচমের জিআইপণ্য সনদ পেল চীন সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, যা বললেন শি জিনপিং ফিলিস্তিন স্বাধীন হলে অস্ত্র জমা দেবে হামাস ‘বাংলাদেশি শ্রমিকদের দুর্দশা, সমাধানে সরকারের সদিচ্ছা দেখাতে হবে’ দিল্লির দাসত্ব গ্রহণের জন্য বাংলাদেশ স্বাধীন হয়নি: জয়নুল আবদিন আরও ৭৩ নেতাকে বিএনপি থেকে বহিষ্কার চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, ৩০ এপ্রিল পর্যন্ত আরও বাড়তে পারে গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুর মৃত্যু