তীব্র দাবদাহে গাজায় মহামারির শঙ্কা – U.S. Bangla News




তীব্র দাবদাহে গাজায় মহামারির শঙ্কা

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ২৬ এপ্রিল, ২০২৪ | ১০:৫২
বিশ্বজুড়ে এল নিনোর প্রভাবে বেড়ে চলেছে তাপমাত্রা। তীব্র দাবদাহ অসহনীয় পর্যায়ে চলে গেছে। প্রকৃতির এমন বিরূপ পরিস্থিতির শিকার হচ্ছে যুদ্ধবিধ্বস্ত গাজাও। অবরুদ্ধ অঞ্চলটিতে ৩৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠেছে। এতে শরণার্থী শিবিরে থাকা লাখ লাখ বাস্তুচ্যুতদের মধ্যে মহামারি ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। বৃহস্পতিবার গাজা সিভিল ডিফেন্স এজেন্সি বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তাপপ্রবাহের তীব্রতা নিয়ে গাজা সিভিল ডিফেন্স একটি বিবৃতি প্রকাশ করেছে। সংস্থাটি জানিয়েছে, ‘গাজার দক্ষিণে বাস্তুচ্যুত শিবিরে মানুষের দুর্ভোগ তাপপ্রবাহের তীব্রতার সাথে বাড়ছে বলে মনে হচ্ছে।’ বিবৃতিতে আরও বলা হয়, এই পরিস্থিতি ‘তাদের মধ্যে বিশেষ করে শিশু এবং গর্ভবতী মহিলাদের মধ্যে মহামারি এবং রোগের বিস্তারের পূর্বাভাস দেয়।’ এই

পরিস্থিতি এড়াতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে একটি আহ্বান জানানো হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, ‘শত-হাজার ফিলিস্তিনি উদ্বাস্তুদের জীবন বাঁচাতে এবং আগামী দিনে তীব্র তাপপ্রবাহের মধ্যে তাঁবুর বিকল্প জায়গা খোঁজার জন্য জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।’ জাতিসংঘের মানবাধিকার কর্মীরাও এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। অনেকের মতে, অতিরিক্ত এই তাপপ্রবাহ দুর্ভোগের মাত্রাকে আরও বাড়িয়ে তুলবে। এমনকি তাদের মতে, পর্যাপ্ত বিশুদ্ধ পানি এবং বর্জ্য নিষ্পত্তির অভাবে রোগের প্রাদুর্ভাবের নতুন ভয়ের জন্ম দিয়েছে। তাপমাত্রা নিয়ে আতঙ্কিত শরণার্থী শিবিরের ঘিঞ্জি পরিবেশে থাকত বাস্তুচ্যুতরাও। তাদের মতে, এই তাপমাত্রা সামনে আরও বেড়ে ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। এ বিষয়ে পপ-আপ ক্লিনিকের

পরিচালক ড. আহমেদ হনৌদা বলেন, ‘গ্রীষ্ম শুরু হওয়ার সাথে সাথে পানির স্বল্পতা এবং অতিরিক্ত ভিড়ের কারণে অসুবিধা বেড়ে যায়, যার ফলে সংক্রামক রোগ, ত্বকের সংবেদনশীলতা, উকুন এবং অন্যান্য অসুস্থতা ছড়িয়ে পড়ে।’ তিনি আরও বলেন, ‘অবশ্যই, আমরা এই সমস্যাগুলো মোকাবিলা করার চেষ্টা করছি এবং উপলব্ধ সংস্থানগুলোর উপর ভিত্তি করে এই চ্যালেঞ্জিং পরিস্থিতিতে বাস্তুচ্যুত লোকদের পরিষেবা দেওয়ার চেষ্টা করছি। আমরা আগামী দিনে আরও ভালো পরিষেবা প্রদান এবং আরও ভালো সুবিধা প্রদানের জন্য উন্মুখ।’ এ বিষয়ে নিউইয়র্কে জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে কথা বলেছেন মুখপাত্র স্টিফেন দুজারিকও। ক্রমবর্ধমান তাপমাত্রা সম্পর্কে আরও জিজ্ঞাসাবাদে তিনি বলেন, ‘পরিস্থিতি ইতোমধ্যেই নৃশংস। কঠিন বর্জ্য শোধনের পুরো ব্যবস্থাটি মূলত স্যানিটেশন প্রভাবের

কারণে ভেঙে পড়েছে।’
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিনির্দেশ বহির্ভূত ধান-চাল-গম কিনলে কঠোর ব্যবস্থা: খাদ্যমন্ত্রী উড়ন্ত বিমানে হঠাৎ নারী যাত্রীদের হাতাহাতি, যা করলেন পাইলট জেলেনস্কিকে হত্যার ষড়যন্ত্র: ইউক্রেনের দুই কর্নেল গ্রেফতার পাথরের ট্রাকে যাচ্ছিল পাঁচ কোটি টাকার হেরোইন ভরিতে সাড়ে ৪ হাজার টাকা বাড়ল সোনার দাম ১০০ প্রভাবশালীর তালিকায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক শাহজালালের থার্ড টার্মিনাল ৬ মাসের মধ্যে পুরোপুরি চালু হবে: মন্ত্রী সারা দেশে গাছ কাটা নিয়ন্ত্রণে হাইকোর্টের রুল ক্ষমতায় আর বিরোধী দলে থাকবে স্বাধীনতার পক্ষের শক্তি: নানক বিএনপির নয়াপল্টনে সমাবেশ নিয়ে যে সিদ্ধান্ত জানাল ডিএমপি ঘরোয়া যে পদ্ধতিতে খুব সহজেই ঘর ঠান্ডা থাকবে কত টাকা দরে কেনা হবে ধান চাল, জানালেন মন্ত্রী ভোটে কে এলো, কে এলো না এটা নির্বাচন কমিশনের বিষয় না: সিইসি রাশিয়াকে পরমাণু অস্ত্র ব্যবহারের বিষয়ে সতর্ক করল জার্মানি নিজের গোপন কীর্তি ফাঁস করলেন কাজল রাফায় প্রবেশ করেছে ইসরাইলি ট্যাংক যে কারণে বেরোবির সাংবাদিকতা বিভাগের প্রধান হতে চাচ্ছেন না কেউ যুদ্ধবিরতিতে রাজি হামাস, দিয়েছে যেসব শর্তে ‘ডামি ও প্রতারণার’ উপজেলা নির্বাচনে জনগণ ভোটকেন্দ্রে যাবে না: রিজভী ফের রাফায় স্থল অভিযান ইসরাইলের, নেতানিয়াহুকে কঠোর হুশিয়ারি বাইডেনের