হিট স্ট্রোকে আরও ৮ মৃত্যু, বেশি আক্রান্ত শ্রমজীবীরা – U.S. Bangla News




হিট স্ট্রোকে আরও ৮ মৃত্যু, বেশি আক্রান্ত শ্রমজীবীরা

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ২৫ এপ্রিল, ২০২৪ | ৬:২৬
দেশের ওপর দিয়ে বয়ে চলা তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ মানুষ। বিশেষ করে বৃদ্ধ, শিশু এবং খেটেখাওয়া মানুষের কষ্ট সীমাহীন। অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। হিট স্ট্রোকে মৃত্যুও থেমে নেই-এতে বেশি আক্রান্ত হচ্ছেন শ্রমজীবীরা। প্রচণ্ড রোদে বাইরে কাজ করা তাদের জন্য কঠিন হয়ে পড়েছে। বুধবার হিট স্ট্রোকে আরও ৮ জন মারা গেছেন। এদের মধ্যে ৬ জনই শ্রমিক। চট্টগ্রামের লোহাগাড়ায় নিজ মরিচখেতে কাজ করার সময় সামশুল আলম নামে একজনের মৃত্যু হয়। ভোলার চরফ্যাশনে মোটরসাইকেলচালক মিরাজ হঠাৎ মাথা ঘুরে পড়ে মারা যান। বরগুনার তালতলীতে পুকুর খননের সময় হিট স্ট্রোকে মৃত্যু হয় আরেক শ্রমিক মো. নয়া মিয়া ফকিরের। এছাড়া কুমিল্লার বুড়িচং ও বরিশালের আগৈলঝাড়ায় দুই শ্রমিক,

বগুড়ার শেরপুরে কৃষক, কুড়িগ্রামের চিলমারীতে বৃদ্ধ ও রাজবাড়ীর গোয়ালন্দে এক শিক্ষক হিট স্ট্রোকে মারা গেছেন। এদিকে তীব্র দাবদাহ থেকে রক্ষা পেতে বৃষ্টির আশায় কুড়িগ্রাম, রাজশাহী, ফরিদপুর, ঝিনাইদহ, ফেনী, জয়পুরহাট, রাজবাড়ী ও বরিশালে নামাজ পড়েছেন স্থানীয়রা। পরে আল্লাহর রহমত কামনা করে দাবদাহ থেকে মুক্তি এবং বৃষ্টির জন্য মোনাজাত করা হয়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধবার মোংলায় সর্বোচ্চ ৪১.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। খুলনা বিভাগের জেলাগুলোসহ দিনাজপুর, নীলফামারী, রাজশাহী, পাবনা, ফরিদপুর ও গোপালগঞ্জের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে গেছে। এসব জেলায় ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। বাকি জেলাগুলোতে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ ছিল। আজও একই অবস্থা অব্যাহত থাকতে পারে। আবহাওয়াবিদ হাফিজুর রহমান

বলেন, বাতাসে জলীয়বাষ্পের আধিক্য থাকায় মানুষের শরীরে বেশি অস্বস্তি লাগছে। অনেকে এই অস্বস্তি সহ্য করতে পারেন না। আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে তিনি জানান, আজ অস্থায়ীভাবে আকাশ মেঘলা থাকতে পারে। বুধবারের মতো আজও তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। সিলেট অঞ্চল ছাড়া আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। বেশি বৃষ্টি হলে তাপমাত্রা কিছুটা কমবে। খেতে মিলল কৃষকের লাশ : লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, উপজেলার চুনতিতে নিজ মরিচখেত থেকে সামশুল আলম (৬০) নামে এক বৃদ্ধ কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুর ১টায় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম চুনতি হাদুর পাহাড় এলাকায় তার লাশ পাওয়া যায়। তার ভাতিজা ইলিয়াছ চৌধুরী জানান, তার শরীরে কোনো আঘাতের চিহ্ন

নেই। ধারণা করা হচ্ছে, তীব্র গরমে খেতে কাজ করার সময় হিট স্ট্রোকে তার মৃত্যু হয়েছে। চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলাউদ্দিন বলেন, লাশ উদ্ধারের বিষয়টি জেনেছি। মোটরসাইকেল চালকের মৃত্যু : চরফ্যাশন দক্ষিণ (ভোলা) প্রতিনিধি জানান, উপজেলার আবুবক্করপুর গ্রামের ১নং ওয়ার্ডের মোটরসাইকেলচালক মিরাজ (২৭) হিট স্ট্রোকে মারা গেছেন। তার বাবা রফিকুল ইসলাম বলেন, বুধবার বেলা ১১টায় প্রচণ্ড রোদে সে মাথা ঘুরে পড়ে যায়। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সে ৩ সন্তানের বাবা। ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে সংসার চালাতো সে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুভন কুমার বসাক বলেন, তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। পুকুর খননের সময়ে শ্রমিকের মৃত্যু : তালতলী (বরগুনা)

প্রতিনিধি জানান, পুকুর খননের সময় হিট স্ট্রোকে মো. নয়া মিয়া ফকির (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় নিশানবাড়িয়া ইউনিয়নের খোট্টারচর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের আমির আলী ফকিরের ছেলে। নিহতের ভাই সোবাহান ফকির বলেন, গ্রামের হাসান মিয়ার বাড়িতে পুকুর খননের সময় হিট স্ট্রোক করেন নয়া মিয়া ফকির। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন কুমার পোদ্দার বলেন, ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গরমে তার মৃত্যু হয়েছে। বুড়িচংয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু : বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি জানান, মঙ্গলবার উপজেলা সদরের ব্যবসায়ী মো. রুহুল

আমিনের ভবন নির্মাণের কাজ করার সময় হিট স্ট্রোকে মারা যান এক শ্রমিক। তার নাম মজিবুর রহমান (৪৫)। বুড়িচং থানার এসআই মো. নুরুল ইসলাম বলেন, লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন নেই। এতে বোঝা যায় তিনি হিট স্ট্রোক করে মারা গেছেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট এলে বিষয়টি পরিষ্কার হবে। আগৈলঝাড়ায় প্রচণ্ড গরমে একজনের মৃত্যু : আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি জানান, বাকাল ইউনিয়নের ফুলশ্রী গ্রামের মৃত ময়ান্ধি ফকিরের ছেলে সোবাহান ফকির (৪৬) হিট স্ট্রোকে মারা গেছেন। মঙ্গলবার রাতে কাজ থেকে ফিরে প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে ঘরের পাশের টিউবওয়েল থেকে মাথায় পানি দিতে গিয়ে পড়ে মারা যান তিনি। শেরপুরে মৃত্যু কৃষকের : শেরপুর

(বগুড়া) প্রতিনিধি জানান, বুধবার দুপুর আড়াইটায় হিট স্ট্রোকে আব্দুস সালাম (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার সুঘাট ইউনিয়নের জোড়গাছা গ্রামের মৃত আব্দুস সোবহানের ছেলে। স্থানীয় ইউপি সদস্য আরিফুল ইসলাম জানান, গরুর ঘাস কাটার জন্য মাঠে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। চিলমারীতে এক বৃদ্ধের মৃত্যু : কুড়িগ্রাম প্রতিনিধি জানান, বুধবার সকাল সাড়ে ৭টায় রমনা ইউনিয়নের রমনা ব্যাপারীপাড়া গ্রামে হিট স্ট্রোকে নজির হোসেন (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি ব্যাপারীপাড়া গ্রামের মৃত আছুরুল্লাহ ব্যাপারীর ছেলে। রমনা ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার রোকনুজ্জামান সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। মারা গেছেন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক : গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

জানান, হিট স্ট্রোকে মো. নুর ইসলাম (৭৫) নামে প্রাথমিক বিদ্যালয়ের একজন অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি বুধবার সকাল ১০টায় প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে বাড়ির পাশেই মাটিতে পড়ে যান। পরিবারের লোকজন তার মাথায় প্রথমে ঠাণ্ডা পানি ঢালেন। পরে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নুর ইসলাম গোয়ালন্দ পৌরসভার বালিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রোববার থেকে সারা দেশের সব স্কুল-কলেজ খোলা মালয়েশিয়ায় প্রতারিত শ্রমিকদের সহায়তা করবে জাতিসংঘ টানা আট দফা কমার পর ফের বাড়ল সোনার দাম ট্রেন দুর্ঘটনায় রেলের শিডিউল বিপর্যয় মক্কায় প্রবেশে অনুমতি নিতে হবে সৌদির বাসিন্দাদেরও স্বাধীন ফিলিস্তিন ইস্যুতে সারা দেশে সমাবেশ ডেকেছে ছাত্রলীগ মুসলিম উম্মাহর একাত্মতা ফিলিস্তিন সংকট সমাধানে গুরুত্বপূর্ণ: পররাষ্ট্রমন্ত্রী আরও ৬১ নেতাকে বহিষ্কার করল বিএনপি পশ্চিম তীরে যে হত্যাকাণ্ডের দায়ে যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরাইল উদ্যোক্তারাই দেশের ভবিষ্যৎ অর্থনৈতিক অগ্রগতির কান্ডারি: মন্ত্রী এমপি হিসেবে পাওয়া সরকারি বরাদ্দ কেন ফেসবুকে শেয়ার করেন, জানালেন ব্যারিস্টার সুমন আরও ৩৬ বিজিপির বাংলাদেশে প্রবেশ হামাস-ইসরাইলের যুদ্ধবিরতির ঘোষণা শিগগিরই ‘এটি শুধু আমি বলছি না, সাংবাদিক বন্ধুরাও বলেন’ আলোচনার জন্য প্রস্তুত কারাবন্দি ইমরান খান ভুয়া কাবিননামায় এএসআইয়ের বিয়ে, বিপাকে নারী আ.লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা আজ অপরিকল্পিত নগরায়ণে নির্বাসিত নির্মল পরিবেশ বৈশ্বিক র‌্যাংকিংয়ে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো কেন পিছিয়ে অবৈধ পথে বিদেশে পাড়ি: দালালদের তৎপরতা বন্ধ করতে হবে