সুব্রত বাইনের উত্থান কীভাবে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ মে, ২০২৫
     ৫:৪৮ পূর্বাহ্ণ

আরও খবর

“যে ব্যালটে নৌকা প্রতীক নাই, যেখানে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না, সেখানে আমাদের ভোটাররা কেউ ভোট দিবে না” -দেশরত্ন শেখ হাসিনা

সংকীর্তনে হামলা- ইউনুস–জামাতের নীরব আশ্রয়ে উগ্রবাদ এখন মকরসংক্রান্তির উৎসবকেও রেহাই দিচ্ছে না।

ভোট নয়, এটা ফাঁদ – বাংলাদেশকে রক্ষা করতে এই পাতানো নির্বাচনে অংশ নেবেনা বাংলাদেশ

রক্তের ওপর দাঁড়িয়ে নির্বাচন? সরকারের নিষ্ক্রিয়তায় দেশে প্রতিদিন গড়ে ১১ খুন

অসংবিধানিক গণভোটে সংবিধান বাতিলের আশঙ্কা, রাষ্ট্রব্যবস্থা হুমকিতে

বিদ্যুৎ খাতের হিসাবনিকাশ, ভর্তুকির পাহাড়, উন্নয়নের সাফল্য থেকে লোকসানের গভীর সংকটে

সেনাবাহিনীতে বড় রদবদল, CGS ও PSO পদে পরিবর্তন

সুব্রত বাইনের উত্থান কীভাবে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ মে, ২০২৫ | ৫:৪৮ 92 ভিউ
ঢাকার অপরাধজগতে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে ফতেহ আলি আলোচনায় আসেন সর্বপ্রথম ১৯৯১ সালে। সেসময় জাসদ ছাত্রলীগ নেতা মুরাদ হত্যার মধ্য দিয়ে তার কুখ্যাতি ছড়িয়ে পড়ে দেশজুড়ে। এক পর্যায়ে ‘সেভেন স্টার’ নামে সন্ত্রাসী গ্রুপের প্রধান হয় সে। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীকে ধরিয়ে দেওয়ার জন্য যে পুরস্কার ঘোষণা করে, সেই তালিকাতে শীর্ষে নাম ওঠে তার। এরপর আর তার নাগাল পাওয়া না গেলেও আগে গ্রেপ্তার হয়েছিলেন দুবার। মঙ্গলবার (২৭ মে) ভোর ৫টার দিকে কুষ্টিয়ার কালিশংকরপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানে ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রায় দেড় মাস ধরে ওই বাসায় আত্মগোপনে ছিলেন।

এরপরই নতুন করে আলোচনায় এই শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন। এদিকে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন গ্রেপ্তারের পর মঙ্গলবার বিকেলে ঢাকা সেনানিবাসে এক সংবাদ সম্মেলন করেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। সংবাদ সম্মেলনে আইএসপিআরের পরিচালক লেফট্যানেন্ট কর্নেল সামি-উদ-দৌলা বলেন, এই অভিযানটি ছিল দীর্ঘদিনের গোয়েন্দা তৎপরতা এবং পরিকল্পনার ফসল। অপারেশনটি অত্যন্ত সুনিপুণভাবে ক্ষয়ক্ষতি বা সংঘর্ষ ছাড়াই পরিচালিত হয় যা আমাদের বাহিনীর পেশাদারিত্ব এবং রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত। অভিযানে গুরুত্বপূর্ণ সমন্বয়ে ও সহায়তা প্রদান করেছে সেনা সদরের সামরিক অপারেশন পরিদপ্তর, ৫৫ পদাতিক ডিভিশন, ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার বিগ্রেড, ৭১ মেকানাইজ বিগ্রেড ও এনএসআই। তিনি বলেন, শীর্ষ এই সন্ত্রাসীদের নামে দেশের বিভিন্ন থানায় হত্যা ও চাঁদাবাজিসহ বিভিন্ন নাশকতামূলক

কার্যক্রমের মামলা রয়েছে। সুব্রত বাইন ও মোল্লা মাসুদ সেভেন স্টার সন্ত্রাসী দলের নেতা এবং তালিকাভুক্ত ২৩ শীর্ষ সন্ত্রাসীদের অন্যতম। ব্যবসার কথা বলে বাসা ভাড়া নেন সুব্রত বাইন, খাবার আসত বাইরে থেকে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্রে জানা গেছে, পুরস্কার ঘোষিত শীর্ষ সন্ত্রাসীর তালিকায় নাম ওঠার পরও অন্তত দুই বছর দেশেই আত্মগোপনে ছিলেন তিনি। এরপর ২০০৩ সালের দিকে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীগুলোর তৎপরতা বেড়ে গেলে ভারতে পালিয়ে যান। কলকাতার স্পেশাল টাস্কফোর্স কারাইয়া এলাকা থেকে ২০০৮ সালের ১৩ অক্টোবর সুব্রতকে অস্ত্রসহ গ্রেপ্তার করার তথ্যও মেলে। তার বিরুদ্ধে কলকাতায় অস্ত্র ও অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলাও হয়। ওই মামলায় ২০০৯ সালের ৬ জানুয়ারি জামিনে ছাড়া পেয়ে আবার গা

ঢাকা দেন সুব্রত। তার পুরো নাম ত্রিমাতি সুব্রত বাইন। গণমাধ্যমের খবর অনুযায়ী, ২০০৯ সালের ২২ সেপ্টেম্বর কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্সের কর্মকর্তাদের ধাওয়া খেয়ে সুব্রত বাইন নেপাল সীমান্তের কাকরভিটা শহরে ঢুকে পড়েন। পরে নেপালের পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের প্রায় তিন বছরের মাথায় ২০১২ সালের ৮ নভেম্বর সুড়ঙ্গ খুড়ে নেপালের কারাগার থেকে পালিয়ে ফের ভারতে অনুপ্রবেশ করে এই শীর্ষ সন্ত্রাসী। একই বছরের ২৭ নভেম্বর কলকাতার বৌবাজারের একটি বাসা থেকে সুব্রতকে গ্রেপ্তার করে ভারতীয় পুলিশ। সেখানে ফতেহ আলি নাম নিয়ে ছদ্মবেশে বসবাস করছিলেন তিনি। তবে বিদেশে দীর্ঘ কারাবাস করলেও সেখান থেকেই ঢাকার আন্ডারওয়াল্ডের বড় অংশ নিয়ন্ত্রণ ছিল তার হাতে। বড় বড় টেন্ডার নিয়ন্ত্রণ ছাড়াও

নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে নামে আসে তার বাহিনীর সন্ত্রাসীদের। কথিত আছে, ঢাকা থেকে করা চাঁদাবাজির টাকায় কলকাতায় তিনি বাড়ি আর জমির মালিক হয়েছেন। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে জন্ম নিলেও সুব্রত বাইনের শিশুকাল কাটে গ্রামের বাড়ি বরিশালে। তার আদি নিবাস বরিশালের আগৈলঝাড়া থানার জোবারপাড় গ্রামে। তার বাবা বিপুল বাইন ছিলেন একটি এনজিওর গাড়িচালক। তিন বোন ও এক ভাইয়ের মধ্য সে সবার বড়। বরিশালেই একটি মিশনারি স্কুলে পড়ালেখা চলে অষ্টম শ্রেণি পর্যন্ত। এরপর ঢাকার একটি স্কুল থেকে এসএসসি পাসের পর সিদ্ধেশ্বরী কলেজে ভর্তি হতে গিয়ে সেখানকার এক নেতার সঙ্গে পরিচয় হয় তার। এরপর প্রবেশ করেন আন্ডারওয়াল্ডের অন্ধকার গলিতে। অল্প দিনেই মগবাজার এলাকায় একটি সন্ত্রাসী

চক্র গড়ে ওঠে তার নেতৃত্বে। ৯৩ সালেই মগবাজার এলাকায় সবজি বিক্রেতা খুনে তার নাম সামনে আসে। ওই খুনের পর মগবাজারের বিশাল সেন্টার নির্মাণের সময় চাঁদাবাজির জেরে গোলাগুলিতে গণমাধ্যমের শিরোনাম হন এই সুব্রত বাইন। ১৯৯৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ট্রিপল মার্ডারেও নাম আসে সুব্রত বাইনের। এ ছাড়া মগবাজারের রফিক, সিদ্ধেশ্বরীর খোকনসহ বেশ কয়েকজন তার হাতে খুন হন। জানা গেছে, ১৯৯৭ সালে নয়াপল্টন এলাকার একটি হাসপাতাল থেকে তৎকালীন গোয়েন্দা পুলিশ (ডিবি) সুব্রত বাইনকে গ্রেপ্তার করেছিল। এর দেড় বছর পর জেল থেকে বেরিয়ে চলতে থাকে তার সন্ত্রাসী কার্যক্রম। উল্লেখ্য, ২০০১ সালের ২৫ ডিসেম্বর তৎকালীন বিএনপি-জামায়াত সরকার যে ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকা প্রকাশ করেছিল, তার মধ্যে অন্যতম

ছিলেন সুব্রত বাইন। তার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ এখনো সক্রিয় রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
“যে ব্যালটে নৌকা প্রতীক নাই, যেখানে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না, সেখানে আমাদের ভোটাররা কেউ ভোট দিবে না” -দেশরত্ন শেখ হাসিনা সংকীর্তনে হামলা- ইউনুস–জামাতের নীরব আশ্রয়ে উগ্রবাদ এখন মকরসংক্রান্তির উৎসবকেও রেহাই দিচ্ছে না। ভোট নয়, এটা ফাঁদ – বাংলাদেশকে রক্ষা করতে এই পাতানো নির্বাচনে অংশ নেবেনা বাংলাদেশ বৈধতাহীন সরকারের কূটনৈতিক অক্ষমতার দাম চুকাচ্ছে সীমান্তের পঙ্গু মানুষেরা ভ্যাকু দিয়ে ২০০ বছরের মন্দির ভাঙা কোনো দুর্ঘটনা নয়, এটা পরিকল্পিত বার্তা—এই দেশে সংখ্যালঘুরা নিরাপদ নয় আওয়ামী লীগের সমর্থকসহ সকল শ্রেণি-পেশার মানুষকে ফেব্রুয়ারির এই একতরফা নির্বাচন বর্জন করতে হবে রক্তের ওপর দাঁড়িয়ে নির্বাচন? সরকারের নিষ্ক্রিয়তায় দেশে প্রতিদিন গড়ে ১১ খুন অসংবিধানিক গণভোটে সংবিধান বাতিলের আশঙ্কা, রাষ্ট্রব্যবস্থা হুমকিতে বিদ্যুৎ খাতের হিসাবনিকাশ, ভর্তুকির পাহাড়, উন্নয়নের সাফল্য থেকে লোকসানের গভীর সংকটে সেনাবাহিনীতে বড় রদবদল, CGS ও PSO পদে পরিবর্তন মোবাইল ফোনের দাম কমবে ৫ হাজার টাকার বেশি! ঢাকা-বরিশাল মহাসড়কে বাসচাপায় নিহত ৬ ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত’ বাংলাদেশের প্রস্তাব না মানলে পাকিস্তান বিশ্বকাপে খেলবে কি না ভাববে ১৫ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করল ডিএনসিসি বিয়ে করলে ১৬ লাখ, সন্তান হলে ৩২ লাখ টাকা করাচিতে অগ্নিকাণ্ডে নিহত ৬ গ্রিনল্যান্ড দখলে ট্রাম্পের শুল্ক হুমকি অগ্রহণযোগ্য: ইউরোপীয় নেতারা শীতার্ত মানুষের জন্য আগামীকাল গাইবে চার ব্যান্ড দুই সিনেমায় তমা মির্জা