ইউ এস বাংলা নিউজ ডেক্স
শাকিব খানের ‘দরদ’ ভারত-পাকিস্তান এক কাতারে…
প্যান ইন্ডিয়ান বলে সম্বোধন করলেও শাকিব খানের দরদ মুক্তির এক পক্ষকাল পেরিয়ে গেলেও ভারতে মুক্তি পায়নি। ছবিটি ফিরিয়ে দিল পাকিস্তানও। জানা গেছে, প্রিভিউয়ের পর পাকিস্তানে ছবিটির মুক্তি প্রত্যাখ্যান করা হয়েছে।
এ প্রসঙ্গে পরিচালক অনন্য মামুন সংবাদমাধ্যমকে বলেন, ‘একটি প্রিভিউ কমিটি প্রত্যাখ্যান করেছে। আরো কমিটি আছে, তারা দেখার পর গৃহীত হতে পারে।’
ভারতে ছবি মুক্তি পেল না কেন জানতে চাইলে তিনি বলেন, ‘ভারতে ছবি মুক্তির ব্যাপারে কথা চলছে। আগামী মাসে ইতিবাচক খবর জানতে পারবো।’
গত ১৫ নভেম্বর বাংলাদেশে মুক্তি পায় ‘দরদ’। দেশের ৮৪ হলে এসেছিল ছবিটি। দেশের বাইরেও শতাধিক প্রেক্ষাগৃহে চলেছে।
সাইকো থ্রিলার গল্পের সিনেমা ‘দরদ’। এতে শাকিবের বিপরীতে আছেন বলিউডের সোনাল চৌহান। আরও রয়েছেন
বাংলাদেশের সাফা মারওয়া। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন এলিনা শাম্মী, রাহুল দেব প্রমুখ। ছবিটির প্রযোজক পশ্চিমবঙ্গের এসকে মুভিজ, বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট এবং মুম্বাইয়ের ওয়ান ওয়ার্ল্ড মুভিজ।
বাংলাদেশের সাফা মারওয়া। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন এলিনা শাম্মী, রাহুল দেব প্রমুখ। ছবিটির প্রযোজক পশ্চিমবঙ্গের এসকে মুভিজ, বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট এবং মুম্বাইয়ের ওয়ান ওয়ার্ল্ড মুভিজ।