রেইস ম্যানেজমেন্ট পিসিএল এর উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার – ইউ এস বাংলা নিউজ




রেইস ম্যানেজমেন্ট পিসিএল এর উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ | ৮:৩৩ 78 ভিউ
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বাংলাদেশ রেইস ম্যানেজমেন্ট পিসিএল-এর মিউচুয়াল ফান্ডগুলোর উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে। এর ফলে কোম্পানিটি এখন থেকে তাদের পরিচালিত ১৩টি ফান্ড সম্পূর্ণ স্বাভাবিকভাবে পরিচালনা করতে পারবে। গত ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ইং তারিখে বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ-এর স্বাক্ষরিত একটি অর্ডারে রেইসের উপরে আরোপকৃত মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত নিষেধাজ্ঞাগুলো পর্যালোচনা করে প্রত্যাহার করা হয়েছে। যা পুঁজি বাজারের উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে। এর ফলে রেইস ও এর অধীনস্থ মিউচুয়াল ফান্ডগুলো স্বাভাবিক কার্যক্রমে ফিরে যেতে পারবে। বিএসইসির এই সিদ্ধান্তকে বাজার সংশ্লিষ্টরা পুঁজিবাজারের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন। বিগত কয়েক মাস ধরে রেস ম্যানেজমেন্টর মিউচুয়াল ফান্ডগুলোর কার্যক্রম বন্ধ ছিল, যা বিনিয়োগকারীদের মধ্যে

অনিশ্চয়তা সৃষ্টি করেছিল। এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য বিনিয়োগকাররা অনেকদিন ধরে দাবী জানিয়ে আসছিল, কারণ বাজারের স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার জন্য মিউচুয়াল ফান্ডগুলোর স্বাভাবিক পরিচালনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর শীর্ষস্থানীয় বাজার বিশ্লেষক (market analysts) এর মতে, পুঁজিবাজারের স্বার্থে মিউচুয়াল ফান্ডগুলোকে স্বাধীনভাবে পরিচালনার অনুমতি দেওয়া উচিত। এতে বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে সহায়ক হবে এবং পুঁজিবাজারের দীর্ঘমেয়াদী উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। ইতিপূর্বে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের বিরুদ্ধে রেস ম্যানেজমেন্ট পিসিএল এর কাছ থেকে চাঁদা দাবি ও ফান্ড দখলের চেষ্টার অভিযোগ উঠেছিল। এতে ব্যার্থ হয়ে তিনি রেইসের ১৫ বছরের অর্জিত সুনাম ও এর মালিকপক্ষের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালিয়েছেন।

বিএসইসির BSEC/IEID/BRMPCL/Enquiry/2024/637 অর্ডারের মাধ্যমে সেই চেষ্টা সম্পূর্ণ ভাবে ব্যার্থ হলো। অ্যাসোসিয়েশন অফ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ-এর মুখপাত্র বলেছেন, "নিয়ন্ত্রক সংস্থার এই পদক্ষেপকে আমরা স্বাগত জানাই। পুঁজিবাজারের মিউচুয়াল ফান্ড খাতের প্রায় ৭০% সম্পদ দীর্ঘদিন ধরে বিভিন্ন তদন্তের আওতায় আটকে ছিলো। পূর্বের দুর্নীতিগ্রস্ত কমিশনের করা এই তদন্ত কার্যক্রম বর্তমান কমিশন অব্যাহত রেখেছিলো, যার ফলে পুঁজিবাজার স্বস্তি পায়নি। তবে, নতুন নেতৃত্বাধীন বিএসইসি বাজার-বান্ধব উপায়ে এই বিষয়গুলোর সমাধান করলে ফান্ডগুলো পুঁজিবাজারকে চাঙা করতে কার্যকর ভূমিকা রাখতে পারবে। আমরা চেয়ারম্যান রাশেদ মাকসুদ-এর নেতৃত্বাধীন বর্তমান কমিশনকে অভিনন্দন জানাই।"

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গুরু জেমসের সঙ্গে আড্ডা নিয়ে যা বললেন জায়েদ খান দিল্লিতে ধসে পড়ল মোঘল সম্রাট হুমায়ুনের সমাধি, নিহত ৫ ‘চিরকুট লিখে না গেলে পুলিশ কাকে না কাকে ফাঁসিয়ে টাকা খাবে’ শেখ মুজিব জাতির পিতা নন, স্বাধীনতায় তার ত্যাগ স্বীকার করি: নাহিদ শনিবার রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলার অনুরোধ জানাল ডিএমপি জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন জামায়াত-এনসিপি নির্বাচনে না গেলে ড. ইউনূস পদত্যাগ করতে পারেন: ফুয়াদ পুতিনের সঙ্গে শীর্ষ বৈঠকে অংশ নিতে আলাস্কার পথে ট্রাম্প হজরত ওমরের পর সৎ রাষ্ট্রনায়ক ছিলেন জিয়াউর রহমান: বুলু মোহাম্মদপুরে বুনিয়া সোহেলের আস্তানায় অভিযান ভারতের যুদ্ধবিমান ধ্বংস করা পাইলটদের পুরস্কৃত করল পাকিস্তান বিএনপি চাঁদাবাজের দল: ফয়জুল করীম ওয়েস্টিন: সকালের নাস্তা ৪ হাজার টাকা, রাতের খাবার ৮ হাজার ৪৫০ টাকা খাবারের অভাবে স্ত্রী-সন্তানকে হত্যার পর আত্মহত্যা নদীর পানিতে বন্দি ১৩ পরিবার ‘ভিউ বাণিজ্যের জন্য আর কত নিচে নামবেন’— প্রশ্ন হৃদয়ের রাজধানীতে মুলার কেজি ৮০ টাকা পাইপলাইনে তেল সরবরাহে নতুন যুগে ঢুকছে বাংলাদেশ একাত্তর-পচাত্তর-চব্বিশ একই সুতোয় গাঁথা বাংলাদেশ জাসদ: শেখ হাসিনার রাজনৈতিক অবস্থানের জন্য বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ন্যায্যতা পায় না